Advertisement
২৫ এপ্রিল ২০২৪

সুশান্তর হাজিরা, কড়া নজরদারি আদালতে

ঘুষি কাণ্ডের জেরে বাড়ল নিরাপত্তা। দাসেরবাঁধ কঙ্কাল মামলার সোমবার মেদিনীপুর আদালতে সুশান্ত ঘোষদের হাজিরার দিন ছিল। সে জন্য এ দিন সকাল থেকেই কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয় মেদিনীপুর আদালত চত্বর।

নিজস্ব সংবাদদাতা
মেদিনীপুর শেষ আপডেট: ০৫ জুলাই ২০১৬ ০০:৩৩
Share: Save:

ঘুষি কাণ্ডের জেরে বাড়ল নিরাপত্তা। দাসেরবাঁধ কঙ্কাল মামলার সোমবার মেদিনীপুর আদালতে সুশান্ত ঘোষদের হাজিরার দিন ছিল। সে জন্য এ দিন সকাল থেকেই কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয় মেদিনীপুর আদালত চত্বর। গত ২৬ মে মেদিনীপুর আদালতে এসে হেনস্থার শিকার হন প্রাক্তন বিধায়ক সুশান্ত ঘোষ। ওই দিন এজলাসের সামনে মনোরঞ্জন সিংহ নামে এক ব্যক্তি হঠাৎ সুশান্তবাবুর দিকে এগিয়ে এসে ঘুষি চালিয়ে দেন। অকথ্য গালিগালাজও করেন। সোমবার আদালত চত্বরে নজরদারির দায়িত্বে মোতায়েন ছিলেন একাধিক পুলিশ কর্মী। সুশান্তবাবু যেখানেই গিয়েছেন, সেখানেই গিয়েছে একদল পুলিশ কর্মী। কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সুশান্তবাবু বলেন, “আদালতের নির্দেশে এই ব্যবস্থা। আইনজীবীরা আদালতকে জানিয়েছিলেন যে আদালত চত্বরে অবাঞ্চিত ঘটনা ঘটছে।” তাঁর কথায়, “আদালত চত্বরে যদি মানুষের নিরাপত্তা না থাকে তাহলে সারা রাজ্যে মানুষের নিরাপত্তা থাকবে কী ভাবে!”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Susanta Ghosh
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE