Advertisement
৩০ এপ্রিল ২০২৪

চোখের বালিতেই চোখ শুভেন্দুর

এদিন শুভেন্দু অধিকারী দলের নেতা - কর্মীদের কাছ থেকে ভোটে কেনও গড়বেতার ফল আশানুরূপ হল না তা শোনেন।

গড়বেতা: শেষ আপডেট: ১০ জুন ২০১৯ ০০:০৮
Share: Save:

বেআইনি বালি খাদান বন্ধ করতেই হবে, গড়বেতায় এসে বলে দলীয় নেতৃত্বকে নির্দেশ দিয়ে গেলেন শুভেন্দু অধিকারী।

রবিবার সন্ধ্যায় গড়বেতা অডিটোরিয়ামে দলের পর্যালোচনা বৈঠকে যোগ দিয়ে শুভেন্দু বলেন, ‘‘গড়বেতায় বেআইনি বালি খাদান বন্ধ করতেই হবে, যেহেতু শাসকদল তৃণমূল সেহেতু আমাদেরই উদ্যোগ নিয়ে বন্ধ করতে হবে।’’ এদিন শুভেন্দু অধিকারী দলের নেতা - কর্মীদের কাছ থেকে ভোটে কেনও গড়বেতার ফল আশানুরূপ হল না তা শোনেন। পরে দলীয় নেতৃত্বের উদ্দেশে তিনি বলেন, ‘‘মানুষকে সংগঠিত করুন, মানুষকে নিয়েই গড়বেতা পুনরুদ্ধার সম্ভব।’’ শুভেন্দুকে গড়বেতার নেতৃত্বের প্রতি বলতে শোনা যায়ন, ‘‘আপনারা যে কোনও এলাকায় জনসংযোগ যাত্রার কর্মসূচি ঠিক করুন, আমি হাঁটব সেই যাত্রায়।’’ তাঁর কথায়, ‘‘একটা হাওয়া ছিল, সিপিএমের ভোটও ওদিকে গিয়েছে। তাছাড়া আমাদেরও কিছু ত্রুটি ছিল। এসবের জন্য গড়বেতায় আমরা পিছিয়ে পড়েছি, তবে আমরা ভয় টয় পাই না। চলার পথে সামান্য ত্রুটি হয়েছে। তা কাটিয়েই এগোব।’’ বিজেপি দল ভাঙাচ্ছে। তবে তাদের উপরেও চাপ বাড়াতে এদিন শুভেন্দু দাবি করেন, ‘‘যাঁরা দল ছেড়ে অন্য দলে যাচ্ছেন তাঁরা আমার সঙ্গে যোগাযোগ করে বলছেন, দিদিকে বলুন আমরা যেন তৃণমূলে ফিরে আসতে পারি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Suvendu Adhikari TMC BJP
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE