বিমানবন্দর থেকে মেয়েকে নিয়ে সপরিবার বা়ড়িতে ফিরছিলেন মেদিনীপুর কলেজিয়েট স্কুলের শিক্ষক মধুসূদন গাঁতাইত(৫৩)। পথে দুর্ঘটনায় মৃত্যু হল তাঁর। আহত মেয়ে, স্ত্রী এবং গাড়ির চালকও।
পুলিশ সূত্রের খবর, মেদিনীপুর কলেজিয়েট (বালক) স্কুলের পদার্থবিদ্যার শিক্ষক মধুসূদনবাবুর বাড়ি শহরের বল্লভপুরে। পশ্চিম মেদিনীপুর জেলায় শিক্ষক আন্দোলনের পরিচিত মুখ ছিলেন তিনি। পাশাপাশি, মধুসূদন মেদিনীপুর বিদ্যাসাগর সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের ডিরেক্টরও ছিলেন।
স্থানীয় সূত্রের খবর, মধুসূদনের মেয়ে মিত্রতা গাঁতাইত দিল্লিতে ডাক্তারি নিয়ে পড়াশোনা করেন। মেদিনীপুরের বাড়ি আসার জন্য মিত্রতা সোমবারই দিল্লি থেকে বিমানে কলকাতা আসেন। বিমানবন্দর থেকে মেয়েকে আনার জন্য গাড়ি ভাড়া করে স্ত্রী সোমাকে নিয়ে মধুসূদনবাবু কলকাতা বিমানবন্দরে গিয়েছিলেন। তাঁর পরিবার সূত্রের খবর, ফেরার সময় হাওড়ার নিবেদিতা সেতুতে প্রায় দেড় ঘণ্টা যানজটে আটকে পড়েছিল মিত্রতাদের গাড়ি। রাত্রি সাড়ে ১১টা নাগাদ মধুসূদনবাবুর ভাই তথা চিকিৎসক কৃপাসিন্ধু গাঁতাইতের সঙ্গে তাঁদের কথা হয়। সে সময় ফোনে মধুসূদনবাবু যানজটে আটকে থাকার কথা ভাইকে জানিয়েছিলেন।