আবহাওয়ার কারণে বঙ্গোপসাগর উত্তাল। পূর্ব মেদিনীপুরের দিঘা, মন্দারমণির সমুদ্রের অবস্থা বিপজ্জনক। এই অবস্থায় স্নান করতে নেমে তিন পর্যটক তলিয়ে গেলেন মন্দারমণিতে। মঙ্গলবার দুপুরে ওই পর্যটকদের তলিয়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে মন্দারমণির সমুদ্রে স্নান করতে নেমেছিলেন ওই তিন পর্যটক। অন্য পর্যটকেরা পারের কাছে থাকলেও ওই তিন জন গভীর সমুদ্রে চলে যান। অনেকে নিষেধ করলেও কর্ণপাত করেনননি বলেই প্রতক্ষ্যদর্শীদের দাবি। সমুদ্র উত্তাল হওয়ায় কিছু ক্ষণ পরেই তিন পর্যটককে ডুবে যেতে দেখেন স্থানীয়েরা। তাঁদের চিৎকার শুনে কর্তব্যরত পুলিশ এবং নুলিয়ারা স্পিডবোট নিয়ে উদ্ধারকাজে নামেন।

উদ্ধারকাজে পুলিশ এবং উদ্ধারকারী দল। —নিজস্ব চিত্র।
পুলিশ সূত্রে খবর, উদ্ধারে নেমে তিন জনের মধ্যে দুই পর্যটককে জল থেকে অচৈতন্য অবস্থায় তুলে আনা হয়। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয় তড়িঘড়ি। চিকিৎসকেরা পরীক্ষা করে এক জনকে মৃত বলে ঘোষণা করেন। অন্য জনের চিকিৎসা চলছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ওই পর্যটকের অবস্থা আশঙ্কাজনক। দু’জনকে উদ্ধার করা সম্ভব হলেও এক জন এখনও নিখোঁজ। তাঁর সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে বলে মন্দারমণি কোস্টাল থানা সূত্রে জানানো হয়েছে।
আরও পড়ুন:
পুলিশ সূত্রে প্রাথমিক ভাবে জানা গিয়েছে, সোমবার উত্তর ২৪ পরগনার বারাসত থেকে তিনটি পরিবার মন্দারমণির একটি হোটেলে এসে ওঠে। মঙ্গলবার বেলার দিকে সমুদ্রে স্নানে যান ওই পরিবারের সদস্যেরা। পুলিশের অনুমান, ওই তাঁরা মত্ত অবস্থায় স্নান করতে নেমেছিলেন। তাঁদের মধ্যে তিন জন গভীর সমুদ্রে চলে যান। সমুদ্র উত্তাল হওয়ায় টাল সামলাতে পারেননি ওই তিন পর্যটক। ফলে বিপদ ঘটে। এখনও পর্যন্ত ওই পর্যটকদের নাম এবং পরিচয় জানা যায়নি।