ভোটের মুখে ফের ক্ষমা চাইলেন সিপিএম রাজ্য সম্পাদক। তমলুক লোকসভা উপ-নির্বাচনের আগে সোমবার পূর্ব মেদিনীপুরের নিমতৌড়িতে দলীয় প্রার্থী মন্দিরা পান্ডার সমর্থনে এক সভায় যোগ গিয়েছিলেন সূর্যকান্ত মিশ্র। সেখানেই বলেন, বিধানসভা নির্বাচনের আগে তাঁরা দাবি করেছিলেন ‘ডবল সেঞ্চুরি’ করবেন বলে। কিন্তু ফল আদৌ তেমন হয়নি। সূর্যবাবুর দাবি, এ জন্য দায়ী তৃণমূল-বিজেপি আঁতাত। তাঁর দাবি, তমলুক, কোচবিহার লোকসভা এবং মন্তেশ্বর বিধানসভা নির্বাচনেও সেই আঁতাতই কাজ করবে আবার।
সূর্যবাবু বলেন, ‘‘বিধানসভা ভোটের পর বিজেপি রাজ্য সভাপতি বলেছেন, ‘আমরা দিদিকে ১০০ আসনে জিততে সাহায্য করেছি।’ এখন লোকসভা উপ-নির্বাচনেও তমলুক কেন্দ্রে বিজেপি তৃণমূলকে আসন ছেড়ে দিয়েছে। কোচবিহারে যাতে বিজেপি দ্বিতীয় স্থানে থাকে সে জন্য দুই দলের মধ্যে বোঝাপাড়া হয়ে গিয়েছে।’’ তাঁর দাবি, বিধানসভা নির্বাচনের আগে দলীয় কর্মীরা তাঁদের যেমন রিপোর্ট দিয়েছিলেন, তাতে ‘ডবল সেঞ্চুরি’ হতেই পারত। কিন্তু এই আঁতাতেই তা সম্ভব হয়নি। পাশাপাশি তিনি জানিয়েছেন, লোকসভা উপ-নির্বাচনে বাম প্রার্থীরা একাই লড়বেন। আলাদা প্রার্থী দেবে কংগ্রেস।
সিপিএমের প্রাক্তন সাংসদ লক্ষ্মণ শেঠ বিজেপি-তে যোগ দেওয়া প্রসঙ্গে সূর্যবাবু কটাক্ষ করেন, ‘‘উনি অনেক আগেই আমাদের দল থেকে বহিষ্কৃত হয়েছেন। তৃণমূল বা বিজেপি ছাড়া আর যাবেন কোথায়!’’ এ দিনের সভায় বক্তব্য রাখেন সিপিএম রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য রবীন দেব-সহ জেলা বাম নেতারা।