Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Kharagpur TMC

হিন্দিভাষী মন পড়বে তৃণমূল

মঙ্গলবার খড়্গপুরের রামমন্দিরে হতে চলা সম্মেলনে হিন্দিভাষী নেতা, কর্মী, কাউন্সিলর ছাড়াও অরাজনৈতিক ক্ষেত্রের লোকজনকেও ডাকা হয়েছে।  

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
খড়্গপুর শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০২০ ০৩:২৪
Share: Save:

গত লোকসভা নির্বাচনে সরে গিয়েছিল হিন্দিভাষী ভোটাররা। বিধানসভা উপ-নির্বাচনে ছবিটা বদলায়। বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। তার আগে পশ্চিম মেদিনীপুর জেলায় প্রথম সম্মেলনের আয়োজন করতে চলেছে তৃণমূলের হিন্দি সেলের মেদিনীপুর ডিভিশন।

তৃণমূল সূত্রে খবর, দলের হিন্দি সেলকে মাস পাঁচেক আগে তৈরি করা হয়েছে। পশ্চিম মেদিনীপুর জেলার মধ্যে রেলশহরে সবচেয়ে বেশি হিন্দিভাষী মানুষের বসবাস হওয়ায় সেখানেই এই সম্মেলন হবে। আগামী মঙ্গলবার খড়্গপুরের রামমন্দিরে হতে চলা ওই সম্মেলনে হিন্দিভাষী নেতা, কর্মী, কাউন্সিলর ছাড়াও অরাজনৈতিক ক্ষেত্রের লোকজনকেও ডাকা হয়েছে।

গত লোকসভা নির্বাচনে খড়্গপুর শহরে ৫০ হাজার ‘লিড’ পেয়েছিল পদ্ম-শিবির। তবে বিধানসভা উপ-নির্বাচনে সেখানে ঘুরে দাঁড়ায় তৃণমূল। প্রদীপ সরকার জয়ী হন ২১ হাজার ভোটে। তৃণমূলের হিন্দিভাষী সেলের মেদিনীপুর ডিভিশনের আহ্বায়ক রবিশঙ্কর পাণ্ডে বলেন, “বিভিন্ন নির্বাচনে হিন্দিভাষীরা নির্ণায়কের ভূমিকা নিয়েছেন। তাই হিন্দিভাষীদের সুবিধা-অসুবিধা বুঝে সমস্যার সমাধান করতে এই সম্মেলন গুরুত্বপূর্ণ। রাজ্য সরকার হিন্দিভাষীদের জন্য কী ভাবছে সেটাও বোঝানো হবে।”

বিজেপি অবশ্য তৃণমূলের এই পদক্ষেপকে গুরুত্ব দিতে নারাজ। দলের খড়্গপুর বিধানসভার আহ্বায়ক অভিষেক আগরওয়াল বলেন, “সাড়ে নয় বছর পরে ভোটের আগে হিন্দিভাষীদের কথা তৃণমূলের মনে পড়েছে। একদিকে বাইরে থেকে কেউ এলেই ওঁরা বহিরাগত বলছেন। আবার সেই বহিরাগতদের নিয়েই সম্মেলন করছেন। এসব তো দ্বিচারিতা।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE