Advertisement
E-Paper

তৃণমূল নেতার জন্মদিনে এলাহি আয়োজন, নিমন্ত্রিত দু’হাজার

বুবাইয়ের জন্মদিন ছিল ২১ মে। বুধবার দুপুরে তার উদ্‌যাপনে ছিল বস্ত্র বিতরণ ও খাওয়া-দাওয়ার এলাহি আয়োজন।

রঞ্জন পাল

শেষ আপডেট: ২৬ মে ২০২২ ০৮:২৭
মণ্ডপে চলছে ভোজ।

মণ্ডপে চলছে ভোজ। —নিজস্ব চিত্র।

শাসক দলের ব্লক সভাপতির জন্মদিন উপলক্ষে এলাহি আয়োজন। সঙ্গে জনসেবা। যা নিয়ে বুধবার দিনভর সরগরম রইল বেলপাহাড়ি।

তাদের আমলে জঙ্গলমহলের প্রভূত উন্নয়ন হয়েছে বলে বরাবরই দাবি করে তৃণমূল। বিরোধীদের পাল্টা বক্তব্য, উন্নয়ন যতটা কাজে হয়েছে তার থেকে অনেক বেশি হয়েছে জঙ্গলমহলের তৃণমূল নেতাদের। এবার বেলপাহাড়ি ব্লক তৃণমূলের সভাপতি তথা সন্দাপাড়া গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান চিন্ময় ওরফে বুবাই মাহাতোর জন্মদিন উদ‌্‌যাপনের বহরে আবার সামনে এল বিরোধীদের সেই দাবি।

বুবাইয়ের জন্মদিন ছিল ২১ মে। বুধবার দুপুরে তার উদ‌্‌যাপনে ছিল বস্ত্র বিতরণ ও খাওয়া-দাওয়ার এলাহি আয়োজন। এদিন সন্দাপাড়া গ্রাম পঞ্চায়েতের চুটিয়া বুদড়ি গ্রামে বস্ত্র বিতরণের আয়োজন করেছিলেন বুবাই। তার আগে বিভিন্ন জনপ্রতিনিধি ও শাসক দলের জেলাস্তরের একাংশ নেতা ও পুলিশ প্রশাসনের আধিকারিকদের ধামসা-মাদল সহকারে বাজনা বাজিয়ে বরণ করা হয়। সেখানে ছিলেন জেলা তৃণমূলের চেয়ারপার্সন বিরবাহা সরেন টুডু, জেলা পরিষদের সভাধিপতি মাধবী বিশ্বাস, জেলা অর্ডিনেটর অজিত মাহাতো প্রমুখ।

বুবাইয়ের বাড়িতেই ছিল খাওয়া-দাওয়ার আয়োজন। বাড়ির খামারে বিশাল মণ্ডপ করা হয়েছিল। ভিআইপিদের জন্য ছিল আলাদা মণ্ডপ। মেনুতে ছিল সাদা ভাত, শাক ভাজা, পটল চিংড়ি, আলু পোস্ত, ডাল, খাসির মাংস (মাছ), মিষ্টি ও পাপড়। বুবাই জানিয়েছেন, দুপুর ১১টা থেকে সন্ধ্যা পর্যন্ত প্রায় দু’হাজারের বেশি মানুষ খেয়েছেন সেখানে। বেলপাহাড়ি পঞ্চায়েতে সমিতির সভাপতি রাহালা হাঁসদার আক্ষেপ, ‘‘আমি দেরি করে খেতে গিয়েছি তাই পটল চিংড়ি পাইনি।’’

এই নিয়ে কটাক্ষ করতে ছাড়ছে না বিরোধীরা। তারা বলছেন, বেলপাহাড়ির মতো প্রত্যন্ত এলাকায় অনেকে এখনও জলকষ্টে ভুগছেন। সেখানে শাসক দলের ব্লক সভাপতির জন্মদিন উপলক্ষে লক্ষ লক্ষ টাকা খরচ করে এই এলাহি আয়োজন আসলে জঙ্গলমহলে শাসক দলের নেতাদের কতটা উন্নয়ন হয়েছে সেটাই প্রমাণ করছে।

সিপিএমের ঝাড়গ্রাম জেলা সম্পাদক প্রদীপ সরকারের দাবি, ‘‘শাসক দলের ওই নেতা ক্ষমতায় থেকে প্রচুর দুর্নীতি করেছেন। সেই দুর্নীতির টাকা এখন এভাবে খরচ করছেন। পঞ্চায়েত ভোটের আগে নিজের ক্ষমতা ও প্রতিপত্তি দেখানোর কাজও শুরু করলেন।’’ বেলপাহাড়ির প্রবীণ কংগ্রেস নেতা সুব্রত ভট্টাচার্যর কটাক্ষ, ‘‘নেতাজি, রবীন্দ্রনাথ, মহাত্মা গান্ধীর জন্মদিনের পাশাপাশি তৃণমূলের ব্লক সভাপতির জন্মদিনও এবার বেলপাহাড়ির মানুষ মনে রাখবেন।’’

স্থানীয় সূত্রে খবর, বুবাই রাজনীতি নিয়েই থাকেন। অন্য কিছু সেভাবে করেন না। ২০১৩ সালে বেলপাহাড়ি পঞ্চায়েত সমিতির সদস্য ছিলেন তিনি। ২০১৮ সালে সন্দাপাড়া গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান হন। পঞ্চায়েত ভোটের পরে তাঁকে ব্লক সভাপতি করা হয়। বিরোধীরা তো বটেই, নাম প্রকাশে অনিচ্ছুক তৃণমূলের একাধিক নেতারও অভিযোগ, বাংলা সহায়তা কেন্দ্রে (বিএসকে) নিয়োগ, জল প্রকল্পের চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা নিয়েছেন বুবাই। আত্মীয়-স্বজনের চাকরি পাইয়ে দিয়েছেন। বেলপাহাড়ি ব্লকের এক তৃণমূল নেতা বলেন, ‘‘বুবাইয়ের বিরুদ্ধে এর আগে রাজ্যস্তরে একাধিক অভিযোগ জমা পড়েছে। সামনের বছর পঞ্চায়েত ভোট। কিছুদিন পরে দলের সাংগঠনিক রদবদল হতে পারে। তার আগে এলাকার মানুষ ও নেতা-নেত্রীদের এই ভাবে খুশি করলেন বুবাই।’’

জেলা তৃণমূলের চেয়ারপার্সন বিরবাহা সরেন টুডু অবশ্য এতে দোষের কিছু দেখছেন না। তিনি বলেন, ‘‘কয়েকদিন আগে ব্লক সভাপতির জন্মদিন ছিল। সেই উপলক্ষে তাঁর ব্যবস্থাপনায় জনসংযোগ কর্মসূচি হয়েছে। তারপর খাওয়া-দাওয়ার আয়োজন করেছিলেন তিনি।’’

আর বুবাই নিজে বলছেন, ‘‘এদিন দু’কুইন্টাল খাসি মাংস ছিল। আমার এলাকার মানুষকে আমাকেই ভাল রাখতে হবে। কেউ তো দেখবে না।’’ দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে তাঁর উত্তর, ‘‘দুর্নীতি কোথায় হবে! এখন তো সব ই-টেন্ডার। দুর্নীতির কোনও জায়গা নেই।’’

TMC
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy