প্রতীকী ছবি।
জনসংযোগ বাড়াতে জেলার বিভিন্ন স্তরে তৃণমূল নেতা-কর্মীরা করবেন সভায় সেখানে এলাকাবাসীর সমস্যার কথা শুনবেন তাঁরা। কিন্তু ওই সমস্যার মধ্যে থাকবে না কাটমানি সংক্রান্ত বিষয়। তেমনই জানিয়েছেন জেলা তৃণমূলের কোর কমিটির আহ্বায়ক তথা বিধায়ক অর্ধেন্দু মাইতি। তাঁর সাফ কথা, ওই বিষয়ে অভিযোগ জানানোর জন্য দলের তৈরি আলাদা ‘প্লাটফর্ম’ রয়েছে।
দলীয় নেতা-জনপ্রতিনিধিদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া কাটমানি-নির্দেশের পরেই জেলা-সহ রাজ্যের বিভিন্ন তৃমমূল নেতার বিরুদ্ধে পড়েছে পোস্টার। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের সঙ্গে সরাসরি সম্পর্ক গড়ে তোলার উপর জোর দিয়েছেন। জনসাধারণের যে কোনও সমস্যা শুনতে সোমবার চালু করেছেন টোল ফ্রি ফোন নম্বর এবং ওয়েবসাইট। তৃণমূলের ওই কর্মসূচির নাম ‘দিদিকে বলো’। সোমবার মুখ্যমন্ত্রীর ওই কর্মসূচি ঘোষণার পরেই মঙ্গলবার পূর্ব মেদিনীপুরে সাংবাদিক বৈঠক করে কর্মসূচির বিস্তারিত জানান বিধায়ক অর্ধেন্দু মাইতি। সভায় জানতে চাওয়া হয় ওই কর্মসূচিতে কাটমানি নিয়ে অভিযোগ জানানো যাবে? জবাবে অর্ধেন্দু বলেন, ‘‘জনসংযোগ সভায় এ বিষয়ে অভিযোগ জানানো যাবে না। কারণ ওই সভা ওই সংক্রান্ত অভিযোগ জানানোর জন্য নয়। কাটমানির অভিযোগ জানাতে আলাদা প্লাটফর্ম রয়েছে। গ্রিভান্স সেলে ওই বিষয়ে অভিযোগ জানানো যাবে।’’
কর্মসূচি সম্পর্কে এ দিন অর্ধেন্দু জানান, পঞ্চায়েত সদস্য, পঞ্চায়েত সমিতি সদস্য, জেলা পরিষদ সদস্য, বিধায়ক ও সাংসদের মতো জনপ্রতিনিধিরা ব্লক, অঞ্চল, বুথ স্তরে গিয়ে গ্রামবাসীদের নিয়ে সভা করবেন। তাঁদের সমস্যা ও মতামত শুনবেন। ওই এলাকার বিশিষ্ট ৩-৫ জনের সঙ্গে দেখা করে তাঁদের মত নেওয়া হবে। এরপর বুথের দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক করবেন তাঁরা। সাধারণ মানুষকে নিয়েও সভা হবে। সভায় কাটমানি ছাড়া, বাসিন্দারা রাস্তাঘাট, পানীয় জল-সহ বিভিন্ন সরকারি প্রকল্পের সমস্যা ও মতামত জানাতে পারবেন। সেগুলি নথিভুক্ত হবে। বাসিন্দাদের বিভিন্ন সমস্যা বুথস্তরে বসে সমাধানের জন্য চেষ্টা হবে। যে সব সমস্যা সমাধান হবে না, সেগুলি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানানো হবে।
তৃণমূল সূত্রের খবর, আগামী ১০০ দিন ধরে জনসংযোগ সভার কর্মসূচি চলবে। সাধারণ মানুষের সঙ্গে দলের নিবিড় সংযোগ গড়ে তোলার জন্য তৃণমূল নেত্রীর ছবি-সহ একটি স্টিকার মোবাইল ফোনে লাগানোর জন্য দেওয়া হবে। এছাড়া তৃণমূল নেত্রীর ছবি-সহ একটি ভিজিটিং কার্ড বিলি করা হবে। তাতে টোল ফ্রি ফোন নম্বর এবং ওয়েবসাইটের ঠিকানা থাকবে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy