Advertisement
০২ মে ২০২৪

দ্বন্দ্বে অনাস্থা, বিড়ম্বনায় শাসক

ফের তৃণমূল পরিচালিত এক গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে দলেরই একাংশের আনা অনাস্থা নিয়ে বিড়ম্বনায় শাসক দল। শনিবার দাঁতন-২ ব্লকের তুরকা গ্রাম পঞ্চায়েত সদস্যদের নিয়ে বৈঠকে বসেন ব্লকের তৃণমূল নেতা, জেলা কর্মাধ্যক্ষ শৈবাল গিরি। অনাস্থা প্রত্যাহারের নির্দেশ দেন তিনি। তবে ওই বৈঠকে ডাকা হয়নি পঞ্চায়েত প্রধান সঙ্গীতা শিটকে।

নিজস্ব সংবাদদাতা
খড়্গপুর শেষ আপডেট: ২৬ জুন ২০১৬ ০৬:৪০
Share: Save:

ফের তৃণমূল পরিচালিত এক গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে দলেরই একাংশের আনা অনাস্থা নিয়ে বিড়ম্বনায় শাসক দল। শনিবার দাঁতন-২ ব্লকের তুরকা গ্রাম পঞ্চায়েত সদস্যদের নিয়ে বৈঠকে বসেন ব্লকের তৃণমূল নেতা, জেলা কর্মাধ্যক্ষ শৈবাল গিরি। অনাস্থা প্রত্যাহারের নির্দেশ দেন তিনি। তবে ওই বৈঠকে ডাকা হয়নি পঞ্চায়েত প্রধান সঙ্গীতা শিটকে।

গত বৃহস্পতিবার প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দেন দলের বাকি ১৫ জন পঞ্চায়েত সদস্য। এ দিন নির্দেশের পরেও তাঁদের একাংশ অনাস্থা প্রত্যাহারে নিমরাজি। ফলে অস্বস্তিতে পড়েছেন তৃণমূল নেতৃত্ব।

গত নির্বাচনে এই পঞ্চায়েতের ১৭টি আসনের ১৬টিতে তৃণমূলের জেতে। প্রধান হন সঙ্গীতা। তবে গত লোকসভা নির্বাচনের সময় থেকেই কোন্দল চলছে। ওই তৃণমূল প্রধানের বিরুদ্ধে সরব হচ্ছিলেন দলের সাত পঞ্চায়েত সদস্যকে। সম্প্রতি তাঁদের পাশে দাঁড়িয়েছেন বাকি ৮ জনও। তাঁদের অভিযোগ, প্রধান পঞ্চায়েতের নিয়ম মেনে কাজ করছেন না। তাই অনাস্থা আনা হয়। বিডিও রুনু রায় বলেন, “ওই অনাস্থা প্রস্তাব বৈধতা পায়নি। কিছু ত্রুটি ধরা পড়েছে। আমরা ওঁদের ডেকেছি।”

কোন্দলের জেরে উদ্ভূত এই পরিস্থিতি সামলাতে মাঠে নেমেছেন তৃণমূল নেতৃত্বরা। শনিবার গ্রাম পঞ্চায়েত অফিসেই পঞ্চায়েত সদস্যদের নিয়ে বৈঠকে শৈবালবাবু। সাফ জানান, এ ভাবে দলের অনুমতি ছাড়া দলের অনাস্থা আনা ঠিক নয়। অবিলম্বে তা প্রত্যাহার করতে হবে। যদিও এক পঞ্চায়েত সদস্যের বক্তব্য, “প্রধান দুর্নীতিতে যুক্ত। ব্যবহার ভাল নয়। শৈবালবাবু সবটা জানেন না। তাই এমন কথা বলছেন।” আর শৈবালবাবুর বক্তব্য, “প্রধানের উপর বাকি পঞ্চায়েত সদস্যদের ক্ষোভ ছিল। আশা করি সমস্যা মিটে যাবেয়”

এ দিন বৈঠকে ডাক না পাওয়া পঞ্চায়েত প্রধান সঙ্গীতা অবশ্য স্বস্তিতে নেই। তিনি বলেন, “দলের কয়েকজন পঞ্চায়েত সদস্যের দুর্নীতিতে প্রশ্রয় দিইনি বলেই এই সব।” আপাতত পঞ্চায়েতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে সমস্যা মেটাতে সকলকে নিয়ে বৈঠকে বসার কথা জানিয়েছেন দাঁতনের বিধায়ক বিক্রম প্রধান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

no confidence TMC
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE