E-Paper

নভেম্বরে একাধিক পুরসভায় মুখ বদলের তোড়জোড়

পুজোর আগেই ঘাটাল সাংগঠনিক জেলায় ব্লক ও শহর স্তরে রদবদলের কথা ঘোষণা করেছিল দল।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০২৫ ০৮:২২
—প্রতিনিধিত্বমূলক ছবি।

—প্রতিনিধিত্বমূলক ছবি।

নভেম্বর মাসেই পুরসভা স্তরে রদবদল হতে চলেছে। তৃণমূল সূত্রে এমনই খবর। গত দেড় বছর ধরে বিভিন্ন পুরসভার পুরপ্রধানের মুখ পরিবর্তন নিয়ে চর্চা চলছিল। সাংগঠনিক স্তরে তালিকা প্রকাশের পর পরই পুরসভা স্তরেও রদবদল নিয়ে শেষ মুহুর্তের প্রস্তুতি শুরু করেছিলেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। ঘাটাল মহকুমায় রয়েছে পাঁচটি পুরসভা। তার মধ্যে একাধিক পুরসভায় রদবদল হওয়ার কথা। কোথাও পুরপ্রধান কিম্বা উপ পুরপ্রধানের মুখ বদলের সম্ভাবনা রয়েছে। সেই প্রস্তুতি কার্যত সারা। তালিকাও চূড়ান্ত হয়ে গিয়েছে। পুজোর রেশ কাটতেই মহকুমার কোন কোন পুরসভায় রদবদল হবে, কোথায় হবে না, তা নিয়ে নানা জল্পনা শুরু হয়েছে ঘাটালে। তৃণমূলের ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতি অজিত মাইতি বলেন, “প্রয়োজনে দল রদবদল করতেই পারে। তবে বিষয়টি দলের অভ্যন্তরীণ।”

পুজোর আগেই ঘাটাল সাংগঠনিক জেলায় ব্লক ও শহর স্তরে রদবদলের কথা ঘোষণা করেছিল দল। তৃণমূল ছাড়াও দলের যুব, ছাত্র, শ্রমিক সংগঠনেও রদবদল হয়েছিল।বিধানসভা ভোটের কথা মাথায় রেখে ঘাটাল মহকুমায় একাধিক ব্লকে ব্যাপক রদবদল হয়েছে। সেখানে ভারসাম্য বজায় রাখার পাশাপাশি গোষ্ঠী রাজনীতিতে দাঁড়ি টানার বার্তাও স্পষ্ট করে দিয়েছে দল। চন্দ্রকোনা ও দাসপুরে বিধায়ক ঘনিষ্ঠ ব্লক সভাপতিদের সরিয়ে একাধিক ব্লকে বিরোধী গোষ্ঠীর নেতৃত্বদের সভাপতির দায়িত্ব দিয়েছেন দলের শীর্ষ নেতৃত্ব। যুব সংগঠনেও একই ছবি। রদবদলের পর ঘাটাল মহকুমার শাসক দলের রাজনীতিতে একটা নতুন সমীকরণও তৈরি হয়েছে। সবমিলিয়ে দলের সিদ্ধান্তে কোণঠাসা ঘাটাল সাংগঠনিক জেলার একাধিক নেতৃত্ব ও জনপ্রতিনিধি। অন্যদিকে আশাবাদী দলেরই বিরোধী গোষ্ঠী।

এই পরিস্থিতিতে এ বার পুরসভায় রদবদল নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। গত এক দেড় মাস ধরে পুর এলাকায় ঘুরে ঘুরে পুরপ্রধান, উপ পুরপ্রধান ও পুর প্রতিনিধিদের নিয়ে দফায় দফায় বৈঠক করে নানা তথ্য সংগ্রহ করেছেন দলের শীর্ষ নেতৃত্ব। তৃণমূলের ভোট কুশলী সংস্থার প্রতিনিধিরাও খোঁজখবর নিয়েছেন। কলকাতায় একাধিক পুর প্রতিনিধিকে ডেকে পাঠানো হয়েছিল। পুরসভায় পুরপ্রধানদের কাজ, দলের সঙ্গে সম্পর্ক, শহর রাজনীতিতে কোন পুরপ্রধানের কতটা প্রভাব এ সব তথ্যও সংগ্রহ করেন শীর্ষ নেতৃত্ব। তা ছাড়া গত লোকসভা ভোটে ফলাফলও খতিয়ে দেখা হচ্ছে। এমনিতে গত পুরভোটে মহকুমার পাঁচ পুর শহরেই বিরোধীদের শূন্য করে ক্ষমতায় ফিরেছিল তৃণমূল। তার দু’বছরের লোকসভা ভোটে ঘাটাল মহকুমায় পাঁচ পুর শহরে হঠাৎ করে মানুষ কেন মুখ ফিরিয়ে নিয়েছিল, তার পর্যালোচনাও করছে দল। সার্বিক তথ্যের ভিত্তিতেই পুরসভায় রদবদল করতে চান রাজ্য নেতৃত্ব।

তৃণমূলের অন্দরের খবর, ঘাটাল মহকুমায় অন্তত তিনটি বা চারটি পুরসভায় রদবদল হওয়ার কথা শোনা যাচ্ছে। সে গুলির মধ্যে কোথাও শুধু পুরপ্রধান কোথাও পুরনো পুরপ্রধানকে রেখে উপ পুরপ্রধান পদে রদবদল করতে পারে দল।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

ghatal TMC

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy