চার বছরের শিশু থেকে মহিলা-পুরুষ। সকলেই ক্যারাটের পোশাকে নেমেছেন সমুদ্রে। একের পর এক ঢেউ আসছে। আর সেই ঢেউয়ের সঙ্গে মোকাবিলা করে চলছে ক্যারাটে প্রশিক্ষণ। বুধবার সকালে এমনই দৃশ্য দেখা গেল দিঘার সৈকতে।
একটি ক্যারাটে প্রশিক্ষণ সংস্থার উদ্যোগে দিঘায় ‘অল ইন্ডিয়া সামার ক্যাম্পের আয়োজন করা হয়েছে। সেই শিবিরেই চলছে ক্যারাটের প্রশিক্ষণ। যা দেখতে ভিড় করছেন পর্যটকেরা। সমুদ্রে ক্যারাটে প্রশিক্ষণ নিয়ে ওই সংস্থা জানায়, সমুদ্রের ঢেউয়ের মোকাবিলা করতে অনেক বেশি শক্তির প্রয়োজন হয়। শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়ে। তাই এমন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এতে শিক্ষার্থীরা অনেক বেশি শক্তিশালী হবেন বলে তাঁদের দাবি। বিদেশেও এই পদ্ধতি অবলম্বন করা হচ্ছে। তা থেকে অনুপ্রাণিত হয়েছে ওই সংস্থা।
শিবির শুরু হয়েছে গত ২৫ মে। শেষ হল এ দিন। শিবিরে উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, বিহার, ওড়িশা এবং দক্ষিণ ভারত থেকে বহু শিক্ষার্থী এসেছেন। উদ্যোক্তারা জানিয়েছেন, ২৩২ জন শিক্ষার্থী অংশ নিয়েছেন। শিবিরে ছোট থেকে বড়, মহিলা থেকে পুরুষ— বিভিন্ন বিভাগের জন্য আলাদা আলাদা ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে। এই ধরনের ‘হার্ড ট্রেনিং’ ছেলে-মেয়েদের আত্মরক্ষার ক্ষেত্রে অনেক বেশি উপকারী হয় বলে জান ওড়িশার থেকে আসা যশোদা মুন্ডা। কলকাতা থেকে মেয়েকে সঙ্গে নিয়ে শিবিরে যোগ দিয়েছেন ঋতুপর্ণা দাস। তিনি বলেন, “জলের বাধা অনেক বেশি। এই বাধা টপকে সামনে-পেছনে মুভমেন্ট করা অনেক বেশি শক্ত।’’
শিবিরের অন্যতম প্রশিক্ষক শুভজিৎ মিত্র বলেন, “শুধু সমুদ্র নয়, ঝাউবন-সহ বেশ কিছু জায়গা রয়েছে দিঘায়, যেগুলো ক্যারাটের প্রশিক্ষণে খুব সাহায্য করে। তাই দিঘায় প্রশিক্ষণ শিবিরের আয়োজন করেছি।’’