Advertisement
১৮ জুন ২০২৪

দুই স্কুল ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু

দুই কিশোরীর অপমৃত্যুর ঘটনা ঘটল তমলুকে। তমলুক থানার নীলকুন্ঠ্যা গ্রামে বৃহস্পতিবার বিকেলে বিউটি জানা (১৩) নামে এক কিশোরীর মৃতদেহ উদ্ধার হয়। বুধবার বিকেলে চণ্ডীপুরের মুরাদপুর গ্রামে মৌপর্ণা বেরা (১৬) নামে আর এক কিশোরীর অস্বাভাবিক মৃত্যু হয়।

নিজস্ব সংবাদদাতা
তমলুক শেষ আপডেট: ২৫ জুন ২০১৬ ০৭:২৭
Share: Save:

দুই কিশোরীর অপমৃত্যুর ঘটনা ঘটল তমলুকে। তমলুক থানার নীলকুন্ঠ্যা গ্রামে বৃহস্পতিবার বিকেলে বিউটি জানা (১৩) নামে এক কিশোরীর মৃতদেহ উদ্ধার হয়। বুধবার বিকেলে চণ্ডীপুরের মুরাদপুর গ্রামে মৌপর্ণা বেরা (১৬) নামে আর এক কিশোরীর অস্বাভাবিক মৃত্যু হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অন্য দিনের মতো বৃহস্পতিবার সকালে সাইকেলে অফিসে গিয়েছিল অষ্টম শ্রেণির ছাত্রী বিউটি। বিকেলে স্কুল ছুটির পর বিকেল পাঁচটা নাগাদ সে বাড়ি ফিরে আসে। বিউটির বাবা স্বপনবাবু ও মা মিনতিদেবী বাড়িতে দর্জির কাজ করেন। ওই কিশোরী বাড়ি ফেরার পর মা তাঁকে জল এনে দিতে বলে। অভিযোগ, কথা না শোনায় মা ওই কিশোরীকে বকাবকি করেন। এরপরেই বাবা- মায়ের অজান্তে সে ছাদে চলে যায়। দীর্ঘক্ষণ মেয়ের সাড়াশব্দ না পেয়ে খোঁজ করতে গিয়ে মিনতিদেবী দেখেন, ওই কিশোরীর দেহ ওড়নার ফাঁস দেওয়া অবস্থায় ঝুলছে।

মায়ের চীৎকার শুনে প্রতিবেশীরা ওই কিশোরীকে উদ্ধার করে। যদিও ততক্ষণে তাঁর মৃত্যু হয়েছে বলে অভিযোগ। তমলুক থানার পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য তমলুক জেলা হাসপাতালে পাঠায়। মিনতিদেবী বলেন, ‘‘অন্য দিনের মতো মেয়ে স্কুল থেকে বাড়ি ফিরে আসে। এরপর আমি ওকে জল দিতে বলি। কিন্তু মেয়ে ঘরের ভিতরে চলে যায়। কিছুক্ষণ কোনও সাড়া না পেয়ে ওকে ডাকি। তাতেও সাড়া না মেলায় ঘরের চিলেকোঠার দিকে যেতে গিয়ে দেখি মেয়ে গলায় ওড়নার ফাঁস দিয়ে ঝুলছে। কেন এমন করল বুঝতে পারছিনা।’’ পুলিশ জানিয়েছে, ওই ছাত্রীর মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।

অন্য দিকে, চণ্ডীপুরের নানকারচক গ্রামের বাসিন্দা একাদশ শ্রেণির ছাত্রী মৌপর্ণা বুধবার রাতে বাড়ির ছাদ থেকে ঝাঁপ দেয় বলে অভিযোগ। ওই কিশোরী বুধবার পড়তে না যাওয়ায় তাকে বাবা-মা বকাবকি করে। এরপর সন্ধ্যায় ওই কিশোরী বাড়ি থেকে কিছু দূরে মুরাদপুর গ্রামে তাঁর মামা বাড়িতে চলে যায়। অভিযোগ, রাত দেড়টা নাগাদ যখন সকলে ঘুমোচ্ছে, সেই সময় মৌপর্ণা দোতলা বাড়ির ছাদ থেকে ঝাঁপ দেয়। মাথায় আঘাত লাগে ওই কিশোরীর। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে তমলুক জেলা হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কলকাতায় আরজিকর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই তার মৃত্যু হয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পরিবারের লোকের বকাবকি করায় মানসিক অবসাদের জেরেই ওই কিশোরী আত্মহত্যা করেছে।

ধৃত প্রৌঢ়। ধর্ষণের অভিযোগে গ্রেফতার হল এক প্রৌঢ়। শুক্রবার দুপুরে নারায়ণগড় থানায় ধর্ষণের ওই অভিযোগ দায়ের করেন কুশবসান গ্রাম পঞ্চায়েতের এক বধূ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

School students Death Police
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE