Advertisement
২৭ এপ্রিল ২০২৪
West Bengal Assembly Election 2021

Bengal Polls: দিবাকরের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলের

দিবাকর জানা।

দিবাকর জানা।

নিজস্ব সংবাদদাতা
তমলুক শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০২১ ০৮:০৬
Share: Save:

জেলায় বিধানসভার ভোটের মুখেই তাঁর গ্রেফতারির গুজব ছড়িয়ছিল। তবে ভিডিয়ো বার্তায় সেই গুজব উড়িয়ে তৃণমূল নেতা তথা শহিদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির সভাপতি দিবাকর জানা জানিয়েছিলেন, বিরোধী দল বিজেপির হয়ে প্রচার চালাবেন। এই দিবাকরের বিরুদ্ধেই এবার অনাস্থা প্রস্তাব আনলেন তৃণমূলের সংখ্যা গরিষ্ঠ সদস্যরা।

সোমবার পঞ্চায়েত সমিতি সহ-সভাপতি শোভা সাউ- সহ ২৫ জন সদস্য তমলুকে মহকুমাশাসকের অফিসে দিবাকরের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দিয়েছেন। অনাস্থা হয়েছে কাখরদা পঞ্চায়েতের প্রধান মিনতি পট্টনায়েক এবং উপ-প্রধান নিকুঞ্জ মান্নার বিরুদ্ধেও। তৃণমূলের ১৪ জন পঞ্চায়েত সদস্য শহিদ মাতঙ্গিনীরর বিডিও’র কাছে এ দিন অনাস্থা জমা দিয়েছেন। তৃণমূলের তমলুক বিধানসভা কমিটির চেয়ারম্যান শরৎ মেট্যা বলেন, ‘‘দিবাকর-সহ কয়েক জন পঞ্চায়েতের পদাধিকারী দল বিরোধী কাজের অভিযোগে আগেই সাসপেন্ড হয়েছেন। এবার তাঁদের পদ থেকে সরানোর জন্য অনাস্থা প্রস্তাব আনা হয়েছে।’’

উল্লেখ্য, দলবিরোধী কাজের অভিযোগে, গত ১৩ মার্চ দিবাকর, মিনতি, নিকুঞ্জ, রঘুনাথপুর-২ পঞ্চায়েতের প্রধান শিলাদিত্য আদক-সহ মোট ১০ জন নেতানেত্রীকে তিন বছরের জন্য সাসপেন্ড করেছিলেন তৃণমূলের পূর্ব মেদিনীপুর জেলা সভাপতি তথা সৌমেন মহাপাত্র। গত ৮ এপ্রিল শিলাদিত্যের বিরুদ্ধে অনাস্থা আনা হয়েছিল। দিবাকরদের ক্ষেত্রেও একই ঘটনার পুনরাবৃত্তি হয়েছে এ দিন।

তৃণমূল সূত্রের খবর, দিবাকর বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ। আর দিবাকরের ঘনিষ্ঠ হিসাবে পরিচিত শিলাদিত্য, নিকুঞ্জ এবং মিনতি। গত ডিসেম্বরে শুভেন্দু তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন। এর পরে তৃণমূলে থাকলেও তিনি এবং তাঁর ঘনিষ্ঠদের বিধানসভা নির্বাচন দলীয় প্রার্থীর প্রচারে যাকেননি। এর মধ্যে সম্প্রতি সামনে এসেছিল দিবাকরের ওই ভিডিয়ো। যদিও তাঁদের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব নিয়ে এ দিন দিবাকর বলেন, ‘‘তৃণমূলের কাছ থেকে এটা প্রত্যাশিত ছিল। তবে যিনি এ বিষয়ে উদ্যোগী হয়েছেন, সেই সৌমেন মহাপাত্র বিধানসভা ভোটে হারবেন। অনাস্থা নিয়ে আমরা বিচলিত নই।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

West Bengal Assembly Election 2021
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE