Advertisement
২৭ এপ্রিল ২০২৪

টিকার হাল দেখতে জেলায় আসছে ‘হু’

টিকাকরণের হাল দেখতে পশ্চিম মেদিনীপুরে আসছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) এক বিশেষজ্ঞ দল। চলতি মাসের মাঝামাঝি পশ্চিম মেদিনীপুরে আসার কথা হু-র বিশেষজ্ঞ দলের।

নিজস্ব সংবাদদাতা
মেদিনীপুর শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০১৬ ০০:০০
Share: Save:

টিকাকরণের হাল দেখতে পশ্চিম মেদিনীপুরে আসছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) এক বিশেষজ্ঞ দল। চলতি মাসের মাঝামাঝি পশ্চিম মেদিনীপুরে আসার কথা হু-র বিশেষজ্ঞ দলের। হু-র বিশেষজ্ঞ দলের আসার খবর পেয়ে নড়েচড়ে বসেছেন জেলার স্বাস্থ্য-কর্তারা। কারণ, পরিদর্শনের সময় কোনও গরমিল ধরা পড়লেই সমস্যা! জেলার উপ- মুখ্য স্বাস্থ্য আধিকারিক সৌম্যশঙ্কর ষড়ঙ্গী বলেন, “টিকাকরণ কর্মসূচির সমস্ত দিক খতিয়ে দেখতে বিশেষজ্ঞ দলের আসার খবর রয়েছে। জেলায় টিকাকরণের হাল ভালই। আশা করি, সমস্ত দিক খতিয়ে দেখে বিশেষজ্ঞ দল সন্তুষ্টই হবেন।”

জেলা স্বাস্থ্য ভবনের এক সূত্রে খবর, রাজ্যের আরও তিনটি জেলায় যাওয়ার কথা দলটির। পূর্ব মেদিনীপুর, হাওড়া ও দক্ষিণ ২৪ পরগনা। জেলা স্বাস্থ্য ভবনের এক সূত্রে খবর, জেলায় টিকাকরণ কর্মসূচি ঠিক কেমন চলছে, কোথায় অগ্রগতি হয়েছে, কোথায় ঘাটতি রয়েছে, ঘাটতি থাকলে কেন এই ঘাটতি, পরিদর্শনে এসে এ সব দিকই খতিয়ে দেখবে বিশেষজ্ঞ দল। জেলার এক স্বাস্থ্য-কর্তা বলেন, “বিশ্ব স্বাস্থ্য সংস্থা জেলায় পরিদর্শন করেই। এই পরিদর্শনের ফলাফল দেখেই তো পরবর্তী পদক্ষেপের ব্যাপারে রূপরেখা চূড়ান্ত হয়। হু ঠিক করে আগামী দিনে কেমন সাহায্য করবে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

WHO Vaccination
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE