Advertisement
E-Paper

শুভেন্দুর সঙ্গেই নেতাই

শুভেন্দুর ডাকে শনিবার মেদিনীপুরে অমিত শাহের সভায় হাজির হতে পারেন লালগড়ের নেতাই গ্রামের তন্ময় রায়।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২০ ০০:৩৫
আভাস: অমিত শাহের সভার আগে শুভেন্দু অধিকারীর পোস্টার ঘিরে বিজেপি-র পতাকা। শহর মেদিনীপুরে। ছবি: সৌমেশ্বর মণ্ডল

আভাস: অমিত শাহের সভার আগে শুভেন্দু অধিকারীর পোস্টার ঘিরে বিজেপি-র পতাকা। শহর মেদিনীপুরে। ছবি: সৌমেশ্বর মণ্ডল

শুভেন্দু অধিকারী বিজেপিতে গেলে নেতাইও কি দাদার অনুগামী হবে? অন্তত সে রকমই আভাস মিলেছে।

শুভেন্দুর ডাকে শনিবার মেদিনীপুরে অমিত শাহের সভায় হাজির হতে পারেন লালগড়ের নেতাই গ্রামের তন্ময় রায়। ২০১১ সালের ৭ জানুয়ারি ‘গণহত্যা’র সময় থেকেই নেতাই ও তন্ময়দের সঙ্গে যোগ শুভেন্দু অধিকারীর। পরিবর্তিত পরিস্থিতিতে শাসকদলের জনপ্রতিনিধিদের বিরুদ্ধে ক্ষোভ জমেছে নেতাইবাসীর। তবে শুভেন্দু তাঁদের ‘নয়নের মণি’।

শুভেন্দু বিজেপিতে গেলে নেতাইবাসীও কি ‘দাদা’র অনুগামী হবেন? স্পষ্ট জবাব দেননি লালগড় ব্লক যুব সভাপতির পদ থেকে অপসারিত তন্ময়। তাঁকে জেলা কমিটির সদস্য করা হয়েছিল। তন্ময় অবশ্য ইস্তফা দেন। তারপর থেকে দলের কাজে কার্যত নিষ্ক্রিয় তিনি। সূত্রের খবর, তন্ময় শনিবার মেদিনীপুরে যাচ্ছেন। তিনি নিজে শুধু বলছেন, ‘‘দাদা যে দিকে আমরাও সে দিকে।’’ নেতাই শহিদ স্মৃতিরক্ষা কমিটির সভাপতি দ্বারকানাথ পন্ডা বলেন, ‘‘আমরা শুভেন্দুবাবুকে নেতাই গ্রামের শুভানুধ্যায়ী হিসেবে দেখি। রাজনীতির মানুষ হিসেবে দেখি না। নেতাইবাসীও শুভেন্দুবাবুকে ভালবাসেন।’’

জেলা তৃণমূল সূত্রে খবর, তন্ময় শুধু নন, শনিবার মেদিনীপুরে অমিত শাহের সভায় লালগড় ব্লকের পাশাপাশি, ঝাড়গ্রাম জেলা তৃণমূলের একাধিক নেতা হাজির থাকতে পারেন। তবে মঞ্চে হয়তো একজন থাকতে পারেন। এর কারণ ব্যাখ্যা করে এক শুভেন্দু অনুগামী জানাচ্ছেন, ‘‘দাদা ২২ তারিখ অথবা তারপরে ঝাড়গ্রামে এসে সাংগঠনিক বৈঠক করবেন। তৃণমূলের কারা-কারা দাদার সঙ্গে থাকবেন সেই তালিকা করবেন। তবে শনিবার মঞ্চে হয়তো দাদা নেতাই প্রসঙ্গে কিছু বলতে পারেন। তাই হয়তো তন্ময় সভায় যেতে পারেন।’’

সূত্রের খবর ঝাড়গ্রাম জেলা তৃণমূলের তিনজন গুরুত্বপূর্ণ নেতা ক’দিন আগে পূর্ব মেদিনীপুরে গিয়ে শুভেন্দুর সঙ্গে দেখা করেছেন। শনিবার সভাতেও বহু কর্মী যাবেন। আইএনটিটিইউসি-র জেলা সভাপতি গৌরাঙ্গ প্রধান বলেন, ‘‘দাদার ডাকে ঝাড়গ্রাম জেলা থেকে বাস ও অন্য যানে মেদিনীপুরে লোক নিয়ে যাওয়া হবে। দাদার অনুগামী ও অনুরাগীরা সভায় যাবেন। আমিও যেতে পারি।’’

Suvendu Adhikari BJP Amit Shah
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy