Advertisement
১১ মে ২০২৪

পূর্বের পরিকাঠামোয় সন্তুষ্ট ‘হু’

টিকাকরণ কর্মসূচি সংক্রান্ত বিভিন্ন বিষয় খতিয়ে দেখতে পূর্ব মেদিনীপুরে এল বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক প্রতিনিধি দল। বুধবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু-এর ভ্যাকসিনেশন বিভাগের প্রধান প্যাট্রিক যুয়েল-এর নেতৃত্বে দশ সদস্যের এক বিশেষজ্ঞ দল জেলায় আসেন।

নিজস্ব সংবাদদাতা
তমলুক শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০১৬ ২৩:৩২
Share: Save:

টিকাকরণ কর্মসূচি সংক্রান্ত বিভিন্ন বিষয় খতিয়ে দেখতে পূর্ব মেদিনীপুরে এল বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক প্রতিনিধি দল। বুধবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু-এর ভ্যাকসিনেশন বিভাগের প্রধান প্যাট্রিক যুয়েল-এর নেতৃত্বে দশ সদস্যের এক বিশেষজ্ঞ দল জেলায় আসেন। তাঁরা প্রথমে যান তমলুকের শহিদ মাতঙ্গিনী ব্লকের জানুবসান ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। শিশুদের টিকা করণ কর্মসূচি খতিয়ে দেখার পাশাপাশি টিকা দেওয়ার পরিকাঠামো, কর্মসূচিতে যুক্ত স্বাস্থ্য কর্মীদের প্রশিক্ষণ রয়েছে কিনা এবং টিকা দেওয়ার পর কারও পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে কিনা, তেমন হলে উপযুক্ত চিকিৎসার পরিকাঠামো রয়েছে কিনা খতিয়ে দেখেন। পরে তাঁরা যান নন্দকুমার ব্লক স্বাস্থ্য কেন্দ্র এবং পূর্ব মেদিনীপুর জেলা হাসপাতালে। জেলা স্বাস্থ্য দফতরের আধিকারিকদের সঙ্গে বৈঠকের পর প্যাট্রিক যুয়েল সাংবাদিকদের জানান, ‘‘এখানে ভাল কাজ হয়েছে।’’ জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক নিতাই মণ্ডল বলেন, ‘‘জেলায় টিকাকরণ-সহ রোগ প্রতিষেধকের বিভিন্ন কর্মসূচি দেখে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিরা সন্তুষ্ট বলে আমাদের জানিয়েছেন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

World Health Organization
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE