নিখোঁজ ছিলেন এক দিন। সকালে সেই যুবকের দেহ উদ্ধার ঘিরে উত্তেজনা ছড়াল পশ্চিম মেদিনীপুরের দাঁতন থানা এলাকায়। মৃতের নাম শেখ সেলিম। মাত্র ২০ বছরের ওই তরুণকে খুনের অভিযোগ করেছে পরিবার। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
পরিবার সূত্রে খবর, শুক্রবার সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়েছিলেন সেলিম। আর ফেরেননি। আত্মীয়-বন্ধুদের বাড়িতে খোঁজ নিয়েও তাঁর খবর মেলেনি। শনিবার সকালে বাড়ির অদূরে একটু পুকুরের সামনে রাস্তায় সেলিমের নিথর দেহ পাওয়া যায়। তার পরেই শোরগোল শুরু হয় দাঁতন থানার ষড়রং গ্রামে।
জানা যাচ্ছে, শুক্রবার সন্ধ্যায় বাড়ি থেকে খানিক দূরে একটি জায়গায় অনুষ্ঠান দেখতে গিয়েছিলেন ওই যুবক। সকালে পুকুরের ধারে তাঁকে পড়ে থাকতে দেখে স্থানীয়েরা খবর দেন বাড়িতে। খবর পেয়ে দ্রুত অকুস্থলে পৌঁছে যায় পুলিশও। মৃতের মা নাসিমা বিবি, বাবা সালাউদ্দিন-সহ পরিবারের সকলের অভিযোগ, বিদ্যুতের ‘শক’ দিয়ে খুন করা হয়েছে সেলিমকে। নাসিমার কথায়, ‘‘আমার ছেলেকে খুন করেছে! বিদ্যুতের শক দিয়ে ওকে মেরে রাস্তার ধারে ফেলে রেখে পালিয়ে গিয়েছে।’’ যদিও নির্দিষ্ট করে কোনও অভিযুক্তের নাম বলতে পারেননি তিনি।
আরও পড়ুন:
পরিবার এবং প্রতিবেশীদের দাবি, শরীরের নানা জায়গায় আঘাতের চিহ্ন ছিল ওই যুবকের। পুলিশের কাছে তাড়াতাড়ি তদন্তের দাবি করেছেন তাঁরা। ইতিমধ্যে সন্দেহভাজনদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। তবে পুলিশের তরফে মৃত্যুর কারণ নিশ্চিত করা হয়নি। জেলা পুলিশের এক আধিকারিক বলেন, ‘‘রাতে পুকুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে থাকতে পারেন। অনেক জায়গায় মাছ যাতে চুরি না-হয়, সে জন্য বিদ্যুতের খোলা তার বিছিয়ে দেন অনেকে। তবে মৃত্যুর কারণ জানার জন্য দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে।’’