Advertisement
২৬ এপ্রিল ২০২৪

দিঘার সমুদ্রে তলিয়ে মৃত্যু

ফের সুমদ্রে তলিয়ে মৃত্যু হল এক যুবকের। বুধবার ওল্ড দিঘার সমুদ্রে তলিয়ে যান তিন যুবক। দু’জনকে উদ্ধার করা গেলেও। একজনের দেহ পরে ভেসে আসে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম রবীন্দ্রনাথ কুণ্ডু (১৯)। তাঁর বাড়ি নদিয়ার চাকদহ থানা এলাকায়।

নিজস্ব সংবাদদাতা
কাঁথি শেষ আপডেট: ২২ সেপ্টেম্বর ২০১৬ ০০:৫০
Share: Save:

ফের সুমদ্রে তলিয়ে মৃত্যু হল এক যুবকের। বুধবার ওল্ড দিঘার সমুদ্রে তলিয়ে যান তিন যুবক। দু’জনকে উদ্ধার করা গেলেও। একজনের দেহ পরে ভেসে আসে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম রবীন্দ্রনাথ কুণ্ডু (১৯)। তাঁর বাড়ি নদিয়ার চাকদহ থানা এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে সমুদ্র স্নানে নেমেছিলেন জনা পনেরো যুবক। তাঁদের মধ্যেই ছিলেন রবীন্দ্রনাথ ও তাঁর দুই বন্ধু সঞ্জীব কুণ্ডু ও সুজয় দাস। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হঠাৎ একটি বড় ঢেউয়ের ধাক্কায় তলিয়ে যান ওই তিন জন। তা দেখে অন্যরা চিৎকার শুরু করলে ছুটে আসেন সমুদ্র পাড়়ে থাকা নুলিয়ারা। তাঁরাই উদ্ধার করেন সঞ্জীব ও সুজয়কে। কিন্তু রবীন্দ্রনাথকে খুঁজে পাওয়া যায়নি। ঘণ্টাখানেক পরে পাল্টা ঢেউয়ে ভেসে তাঁর নিথর দেহ। মোহনা থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

ওই দলের সঙ্গে থাকা অন্য দুই যুবক সুব্রত হালদার ও হরষিত বারুই জানান, চাকদহের সিমুরালি থেকে প্রায় ৫৫ জন একটি বাস ভাড়া করে দিঘায় এসেছিলেন মঙ্গলবার। বুধবার সকালে সমুদ্রে নেমেছিলেন তাঁদের কয়েকজন। রবীন্দ্রনাথ গরিব পরিবারের ছেলে। স্কুল ব্যাগ তৈরি করেই তাঁর দিন চলত।

রক্তদান শিবির। বুধবার ঘাটাল কলেজের এনসিসি ইউনিটের পক্ষ থেকে একটি রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে ৪২জন রক্ত দিয়েছেন। রক্ত সংগ্রহ করেছে ঘাটাল মহকুমাব্লাড ব্যাঙ্ক।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Death Digha
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE