Advertisement
০২ মে ২০২৪
এগরা-১ ব্লক

অনুন্নয়নের প্রশ্ন তুললেন নেতারাই

রাজ্য প্রায় বিরোধীশূন্য। সে কথা বড় বেশি সত্যি পশ্চিম মেদিনীপুরেও। শাসকদলের চিন্তা গোষ্ঠী কোন্দল। সে কোন্দল ঠেকাতেই বিধানসভা নির্বাচনের আগে ব্লক, অঞ্চল এমনকী বুথ স্তরে কর্মী সম্মেলন করতে হচ্ছে দলকে। কোন্দল ভুলে ভোটযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার নির্দেশই দিচ্ছেন তাবড় নেতারা। অথচ সেই সম্মেলনে দলীয় কর্মীরা প্রশ্ন তুলছেন এলাকার অনুন্নয়ন নিয়ে।

নিজস্ব সংবাদদাতা
এগরা শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০১৫ ০০:৩৭
Share: Save:

রাজ্য প্রায় বিরোধীশূন্য। সে কথা বড় বেশি সত্যি পশ্চিম মেদিনীপুরেও। শাসকদলের চিন্তা গোষ্ঠী কোন্দল। সে কোন্দল ঠেকাতেই বিধানসভা নির্বাচনের আগে ব্লক, অঞ্চল এমনকী বুথ স্তরে কর্মী সম্মেলন করতে হচ্ছে দলকে। কোন্দল ভুলে ভোটযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার নির্দেশই দিচ্ছেন তাবড় নেতারা। অথচ সেই সম্মেলনে দলীয় কর্মীরা প্রশ্ন তুলছেন এলাকার অনুন্নয়ন নিয়ে।

এগরা ১ ব্লকে তেমনই এক সম্মেলনে উঠল অনুন্নয়নের প্রশ্ন। মহাবিশ্রা প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিধায়ক সমরেশ দাস, ব্লকের সভাপতি সিদ্ধেশ্বর বেরাদের সামনেই কসবা এগরা অঞ্চলের অনুন্নয়ন নিয়ে প্রশ্ন করে বসেন সেখানকার নেতারা। ক্ষোভ ছিল মূলত এগরা শহর থেকে কসবা যাওয়ার মূল রাস্তাটি নিয়ে। বিধায়ক অবশ্য দলীয় নেতাদের আশ্বস্ত করেন। ভোটের পরেই রাস্তাটি পাকা করে দেওয়া হবে। পাশাপাশি তিনি সতর্ক করে দিয়ে বলেন, ‘‘আগামী বিধানসভা নির্বাচনে এখানে যিনিই তৃণমূলের প্রার্থী হোন না কেন, তাঁকে ২০১১ সালের চেয়ে বেশি ভোটে জয়ী করতে হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

egra state district development leaders
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE