Advertisement
E-Paper

ই মেদিনীপুরে থে এবিভিপি

শিক্ষার গুণগত মান ও পরিকাঠামোর উন্নয়ন, ক্যাম্পাসে রাজনৈতিক সন্ত্রাস বন্ধ-সহ নানা দাবিতে শুক্রবার মেদিনীপুর শহরে মিছিল করল বিজেপির ছাত্র সংগঠন এবিভিপি। শহরের বিদ্যাসাগর হলের সামনে থেকে মিছিল শুরু হয়। কলেজ মোড়ের মিছিল পৌঁছলে সভা হয়। ছিলেন এবিভিপির দুই মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়ার সংগঠক সম্পাদক অনুপ সাহা, সংগঠনের জেলা সভাপতি স্বরূপ মাইতি। সভায় রাজ্য সরকারের সমালোচনা করেন নেতৃত্ব।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০১৪ ০১:৫০
মেদিনীপুরে মিছিল বিজেপির ছাত্র সংগঠনের। নিজস্ব চিত্র।

মেদিনীপুরে মিছিল বিজেপির ছাত্র সংগঠনের। নিজস্ব চিত্র।

শিক্ষার গুণগত মান ও পরিকাঠামোর উন্নয়ন, ক্যাম্পাসে রাজনৈতিক সন্ত্রাস বন্ধ-সহ নানা দাবিতে শুক্রবার মেদিনীপুর শহরে মিছিল করল বিজেপির ছাত্র সংগঠন এবিভিপি।

শহরের বিদ্যাসাগর হলের সামনে থেকে মিছিল শুরু হয়। কলেজ মোড়ের মিছিল পৌঁছলে সভা হয়। ছিলেন এবিভিপির দুই মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়ার সংগঠক সম্পাদক অনুপ সাহা, সংগঠনের জেলা সভাপতি স্বরূপ মাইতি। সভায় রাজ্য সরকারের সমালোচনা করেন নেতৃত্ব। দাবি করেন, পশ্চিমবঙ্গের কলেজ ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাজনৈতিক সন্ত্রাসের জন্য ছাত্রসমাজ ও অভিভাবকেরা সন্ত্রস্ত। শিক্ষান্তে কাজ না পাওয়ায় বাংলার যুবসমাজ দিশাহারা। এবিভিপির চার জেলার সংগঠক সম্পাদক অনুপ সাহা বলেন, “আমরা সব জেলায় ‘সেভ ক্যাম্পাস, সেভ এডুকেশন’ নামে এক শক্তিশালী ছাত্র আন্দোলন গড়তে চাইছি। ছাত্রছাত্রীদের সমর্থনও পাচ্ছি।”

বস্তুত, পশ্চিম মেদিনীপুরে এবিভিপির শক্তিশালী সংগঠন নেই। এ জেলার হাতে গোনা কয়েক’টি কলেজেই সংগঠনের কর্মী-সমর্থকেরা রয়েছেন। এক সময় মেদিনীপুরের মতো কলেজে বিজেপির ছাত্র সংগঠনের সামান্য হলেও প্রভাব ছিল। এখন অবশ্য তৃণমূলের ছাত্র সংগঠন টিএমসিপিরই একাধিপত্য। বিরোধী হিসেবে জেলার বেশ কয়েক’টি কলেজে সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই, কংগ্রেসের ছাত্র সংগঠন সিপি, এসইউসিআইয়ের ছাত্র সংগঠন ডিএসওর প্রভাব রয়েছে।

লোকসভা ভোটের পরে পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন এলাকায় শক্তি বৃদ্ধি করছে বিজেপি। তাল মিলিয়ে সংগঠন চাঙ্গা করতে চাইছে এবিভিপি। তারই প্রস্তুতি উপলক্ষে বহু দিন পর শুক্রবার, জেলার সদর শহরে মিছিল-সভা করল বিজেপির ছাত্র সংগঠন। সংগঠনের জেলা সভাপতি স্বরূপ মাইতি বলেন, “দ্রুত সব কলেজে ইউনিট তৈরি হবে। প্রস্তুতি চলছে।”

একই দাবিতে শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলা স্তরে কর্মসূচি ছিল এবিভিপির। বিদ্যার্থী পরিষদের জেলা কমিটির তরফে সংগঠনের কয়েক’শো সদস্য-সমর্থক দুপুর একটা নাগাদ তমলুক স্টেশনের কাছে থেকে মিছিল হাসপাতাল মোড়, বড় বাজার, বর্গভীমা মন্দির, জেলখানা মোড়, মালিজঙ্গল পাড়া, শঙ্করআড়া হয়ে জেলাশাসকের অফিসের সামনে আসে। নেতৃত্ব দেন পূর্বের পর্যবেক্ষক অসীম মিশ্র-সহ বিভিন্ন কলেজ ইউনিটের দ্বায়িত্বপ্রাপ্ত নেতারা।

abvp bjp tamluk
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy