Advertisement
২০ এপ্রিল ২০২৪

উদ্বোধন হতেই ঢল সবংয়ে

মহাষষ্ঠীর দিনে অধিকাংশ পুজোর উদ্বোধনের পর, সন্ধে থেকেই পথে নামলেন দর্শনার্থীরা। মঙ্গলবার খড়্গপুর মহকুমার বাসিন্দারা ডেবরা, সবং, পিংলা, মোহনপুর দুর্গোৎসবের আনন্দে মাতল। পুজোয় কোথাও থিমের ছোঁয়া আবার কোথাও সাবেকীয়ানা। কোনও কোনও পুজোর আলোর রোশনাই হার মানাবে অনেক শহরের পুজোকেও।

নিজস্ব সংবাদদাতা
খড়্গপুর শেষ আপডেট: ০১ অক্টোবর ২০১৪ ০০:৩৮
Share: Save:

মহাষষ্ঠীর দিনে অধিকাংশ পুজোর উদ্বোধনের পর, সন্ধে থেকেই পথে নামলেন দর্শনার্থীরা। মঙ্গলবার খড়্গপুর মহকুমার বাসিন্দারা ডেবরা, সবং, পিংলা, মোহনপুর দুর্গোৎসবের আনন্দে মাতল। পুজোয় কোথাও থিমের ছোঁয়া আবার কোথাও সাবেকীয়ানা। কোনও কোনও পুজোর আলোর রোশনাই হার মানাবে অনেক শহরের পুজোকেও।

ষষ্ঠীতেই সবং তেমাথানি পল্লিশ্রী সর্বজনীন দুর্গোৎসব কমিটির পুজোর উদ্বোধনে ভিড় জমল। পায়ে পায়ে ২২ বছর পেরানো এই পুজোয় এ বার থার্মোকল ও প্লাস্টার প্যারিসে ফুটে উঠছে আমেরিকার হোয়াইট হাউসের আদলে মন্ডপ। উদ্বোধনে ছিলেন অভিনেত্রী সন্দীপ্তা চট্টোপাধ্যায়। ১২ লক্ষ টাকা বাজেটের এই পুজোয় মেধাবী ছাত্রদের আর্থিক সহায়তা করা হবে বলে জানিয়েছেন সভাপতি বিপুল মাইতি।

সবং রেজিষ্ট্রি অফিস নবোদয় সর্বজনীনের পুজো এ বার ২১ বছরে পড়ল। ঝিনুকে মোড়া ভিক্টোরিয়ার আদলে তৈরি মণ্ডপ পঞ্চমীতেই ছৌ নৃত্য ও ঝুমুর গানের মধ্যে দিয়ে উদ্বোধন হয়েছে। পুজোর এ বারের আকর্ষণ কুমারী পুজো। অন্য দিকে, ষষ্ঠীতেই উদ্বোধন হয়েছে পিংলার জলচক-গোকুলচক নাটেশ্বরীবাজার সর্বজনীন ৫৬তম বর্ষের পুজো। বাজেট প্রায় ২৫ লক্ষ টাকা। খাজুরাহো ও রাজস্থানী ঘরানার বেশ কিছু মডেল মণ্ডপের গায়ে শোভা পাচ্ছে। পুজোর উদ্ধোধন করেন জলসম্পদ উন্নয়নমন্ত্রী সৌমেন মহাপাত্র। ছিলেন তৃণমূল নেতা অমূল্য মাইতিও। কমিটির সম্পাদক অশ্বিনীকুমার ঘোড়াই বলেন, “সম্প্রীতিই আমাদের মূল বৈশিষ্ট্য।”

ডেবরায় এ বার দর্শক টানছে বালিচক স্কুলবাজার সর্বজনীন দুর্গাপুজো কমিটির ৮৭ বছরের পুজো। কুটির শিল্প বাঁচাতে নারকেল গাছের ছাল ও শুকনো কলাপাতা দিয়ে মন্দিরের আদলে মণ্ডপ হয়েছে। ডাকের সাজে সাবেক প্রতিমার পিছনে শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শনের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। এ দিন দুঃস্থদের পংক্তিভোজন, বস্ত্রদান ও প্রতিবন্ধীদের সরঞ্জাম বিলি করা হয়। ডেবরা বাজার মুম্বাই রোড সর্বজনীন জনকল্যাণ সমিতির আকর্ষণ হাইকোর্টের আদলে ১২০ ফুট চওড়া মণ্ডপ। বালিচক গেটবাজার সর্বজনীন পুজোর শালপাতার বাটি, ডিমের ট্রে দিয়ে ৭০ ফুটের মণ্ডপ হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

sabang kharagpur pujo mahasashthi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE