Advertisement
E-Paper

কাজের খতিয়ান প্রকাশ করে প্রচার শুরু শিশিরের

সাংসদ হিসাবে গত পাঁচ বছরে সাংসদ তহবিলের খরচের খতিয়ান প্রকাশ করে নির্বাচনী প্রচারে নামলেন কাঁথি কেন্দ্রের বর্ষীয়ান তৃণমূল প্রার্থী শিশির অধিকারী।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ মার্চ ২০১৪ ০০:৫১
সভায় শিশির অধিকারী। ছবি: সোহম গুহ।

সভায় শিশির অধিকারী। ছবি: সোহম গুহ।

সাংসদ হিসাবে গত পাঁচ বছরে সাংসদ তহবিলের খরচের খতিয়ান প্রকাশ করে নির্বাচনী প্রচারে নামলেন কাঁথি কেন্দ্রের বর্ষীয়ান তৃণমূল প্রার্থী শিশির অধিকারী।

মঙ্গলবার কাঁথি টাউন হলে নিবার্চনী সভায় বক্তব্য রাখতে গিয়ে এ দিন শিশিরবাবু বলেন, “গত পাঁচ বছরে সাংসদ তহবিলের ২১ কোটি ২৩ লক্ষ ৮০ হাজার ৫৬৮ টাকায় বিভিন্ন প্রকল্পের কাজ করেছি। এছাড়াও বছরের ৩৬৫দিনই মানুষের সঙ্গে থেকে মানুষের কাজই করে থাকি। মানুষের পাশে সব সময় রয়েছি।” তিনি আরও জানান, এছাড়াও পূর্ব মেদিনীপুর জেলায় ইতিমধ্যেই ৮৭ কোটি টাকায় ৭৮ কিলোমিটার দীর্ঘ সমুদ্র বাঁধ নির্মাণ করা হয়েছে। ২১৪ কোটি টাকা ব্যয়ে দিঘা থেকে শঙ্করপুর তাজপুর ও মান্দারমণি সমুদ্র সৈকত জুড়ে আধুনিক পযর্টন ক্ষেত্র তৈরির কাজ চলছে। বিরোধীদের কটাক্ষ করে শিশিরবাবর বক্তব্য, “নিবার্চন আসতেই জনসংযোগহীন বিরোধী দলের প্রার্থীরা পরিযায়ী পাখীর মতো ভোটের আসরে হাজির হয়। কিন্তু এদের দল ও প্রার্থীদের চরিত্র মানুষের জানা। তাই আমার বিশ্বাস মানুষ এদের পরাস্ত করবেন।”

সভায় শুভেন্দু অধিকারী বলেন, “পূর্ব মেদিনীপুর জেলাই এ রাজ্যে তৃণমূলকে ক্ষমতায় আনতে পথ দেখিয়েছে। এ বার দিল্লি দখলের লড়াইতেও এই জেলার সবকটি আসনে তৃণমূল প্রার্থীদের জয়ী করে দিল্লি দখলের পথ সুগম করে তুলতে হবে।” এ দিনের অনুষ্ঠানে হাজির ছিলেন কাঁথি লোকসভা কেন্দ্রের সাত বিধায়ক, জেলা সভাধিপতি মধুরিমা মণ্ডল, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, বিভিন্ন পঞ্চায়েত সমিতির সভাপতি-সহ পঞ্চায়েত প্রতিনিধিরা।

loksabha election campaign contai sisir adhikary mp lad fund
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy