Advertisement
২৩ এপ্রিল ২০২৪

কমিটি গড়ে ভোটের প্রস্তুতি শুরু বিজেপি-র

নির্বাচনী কমিটি গড়ে, পর্যবেক্ষক নিয়োগ করে পশ্চিমে পুরভোটের প্রস্তুতি শুরু করল বিজেপি। সোমবার খড়্গপুরের গোলখুলি দুর্গামন্দিরে বিজেপি-র এক সভা হয়। ওই সভা হতে দ্রুত পুরভোটের প্রার্থী তালিকা তৈরি করে জমা দেওয়ার নির্দেশ দেন বিজেপি নেতৃত্ব। জেলার সব পুর এলাকার ওয়ার্ড সভাপতি ও অঞ্চল সভাপতিদের নিয়ে এই সভা হয়। সেখানে ছিলেন দলের রাজ্য সহ-সভাপতি কৃষ্ণা ভট্টাচার্য, সাধারণ সম্পাদক অমলেন্দু চট্টোপাধ্যায়, দিলীপ ঘোষ, জেলা সভাপতি তুষার মুখোপাধ্যায় প্রমুখ।

নিজস্ব সংবাদদাতা
খড়্গপুর শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০১৫ ০০:২৭
Share: Save:

নির্বাচনী কমিটি গড়ে, পর্যবেক্ষক নিয়োগ করে পশ্চিমে পুরভোটের প্রস্তুতি শুরু করল বিজেপি।

সোমবার খড়্গপুরের গোলখুলি দুর্গামন্দিরে বিজেপি-র এক সভা হয়। ওই সভা হতে দ্রুত পুরভোটের প্রার্থী তালিকা তৈরি করে জমা দেওয়ার নির্দেশ দেন বিজেপি নেতৃত্ব। জেলার সব পুর এলাকার ওয়ার্ড সভাপতি ও অঞ্চল সভাপতিদের নিয়ে এই সভা হয়। সেখানে ছিলেন দলের রাজ্য সহ-সভাপতি কৃষ্ণা ভট্টাচার্য, সাধারণ সম্পাদক অমলেন্দু চট্টোপাধ্যায়, দিলীপ ঘোষ, জেলা সভাপতি তুষার মুখোপাধ্যায় প্রমুখ। এই সভা থেকেই জেলার ৬টি পুর এলাকায় দলীয় পর্যবেক্ষক ও খড়্গপুরের পৃথক একটি নির্বাচনী কমিটি গঠিত হয়।

বিজেপি-র একটি সূত্রে খবর, এ দিন খড়্গপুর, ঘাটাল, চন্দ্রকোনা-সহ ৬টি পুরসভা এলাকার প্রার্থী তালিকা দ্রুত তৈরিতে জোর দেওয়া হয়। এক্ষেত্রে প্রতিটি ওয়ার্ডের ইচ্ছুক প্রার্থীদের আগামী ৭ মার্চের মধ্যেই ওয়ার্ড সভাপতিদের কাছে আবেদন জমা করার নির্দেশ দেওয়া হয়েছে। আবেদন ওয়ার্ড সভাপতিদের মাধ্যমে জেলা কমিটির হাতে এলে রাজ্যের নির্দেশ মেনে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হবে। তবে সদস্য সংখ্যা বাড়ানোর লক্ষ্যে বিজেপি নেতৃত্ব ইচ্ছুক প্রার্থীকে তাঁদের আবেদনের সঙ্গেই ন্যূনতম দশ জন বুথ সদস্যের তালিকা জমা দেওয়ার কথা বলেছেন।

এ দিন খড়্গপুরের ৬ জন, ঘাটালে ৪ জন ও বাকি চারটি পুরসভায় ৩ জনকে দলের পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে। খড়্গপুরের পর্যবেক্ষক মনোনীত হয়েছেন দলের জেলা কমিটির সদস্য অন্তরা ভট্টাচার্য, জেলা সাধারণ সম্পাদক সোমনাথ সিংহ, জেলা যুব মোর্চার সভাপতি শুভজিৎ রায়ের মতো ছয় জেলা নেতা। একটি নির্বাচনী কমিটিও গঠিত হয়েছে। খড়্গপুরে সেই কমিটিতে থাকছেন বিজেপি-র জাতীয় পরিষদের সদস্য প্রদীপ পট্টনায়েক, শহর সভাপতি প্রেমচাঁদ ঝাঁ, প্রাক্তন শহর সভাপতি বিবেক সিংহ, অজিত জৈন, মজদুর মোর্চার জেলা সভানেত্রী রিনা সিংহ।

লোকসভা নির্বাচনের পর থেকেই জেলায় সংগঠনকে শক্ত ভিতের উপরে দাঁড় করাতে উঠে পড়ে লেগেছে বিজেপি নেতৃত্ব। বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে গেরুয়া শিবির সদস্য সংগ্রহ অভিযানেও নেমেছে। পুরভোটেও সেয়ানে সেয়ানে লড়াই দিতে প্রস্তুত বিজেপি, এমন দাবি বিজেপি-র জেলানেতাদের। আগামী ২৫ এপ্রিল রাজ্যের বেশ কয়েক’টি পুরসভার সঙ্গে খড়্গপুর, ঘাটাল, খড়ার, রামজীবনপুর, চন্দ্রকোনা, ক্ষীরপাই পুরসভায় ভোট রয়েছে। হাতে সময় মাত্র দু’মাস। তার আগে রণকৌশল তৈরি নিয়েই বিজেপি-র এ দিনের এই অভ্যন্তরিন বৈঠক বলে জানা গিয়েছে। দলের জেলা সভাপতি তুষার মুখোপাধ্যায় বলেন, “এই সভা থেকে জোরকদমে পুরভোটের প্রস্তুতি শুরু করে দিলাম। পুরসভা ভোটের আগে কী ভাবে সংগঠনের কাজ করতে হবে, তা নিয়ে রাজ্য নেতৃত্বের উপস্থিতিতে বিস্তারিত আলোচনা হয়েছে। পর্যবেক্ষক ও নির্বাচনী কমিটি গড়ে প্রতিটি পুরসভার জন্য ইচ্ছুক প্রার্থীদের আবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।”

এ দিন পুরভোট নিয়ে আলোচনার আগে জেলার প্রতিটি ব্লকের অঞ্চল সভাপতিদের নিয়ে বৈঠক হয়। সেখানে দলের সদস্য বৃদ্ধিতে জোর দেওয়া হয়। আগামী ৩১ মার্চের মধ্যে দু’লক্ষ সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা নিয়েছে বিজেপি। ইতিমধ্যেই ৭০ হাজার আবেদন হাতে এসে পৌঁছেছে বলে দাবি জেলা সভাপতির।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

bjp municipal election
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE