১৪ অগস্ট পর্যন্ত কর্মবিরতির ডাক দিয়েছেন মেদিনীপুর আদালতের আইনজীবীরা। গত সপ্তাহের শুক্রবার থেকে এই কর্মসূচি শুরু হয়েছিল। আইনজীবীরা সিদ্ধান্ত নিয়েছিলেন, প্রথম পর্যায়ে তিন দিন তাঁরা কর্মবিরতি করবেন। সোমবার বৈঠক হবে। সেই মত সোমবার বৈঠকও হয়। ওই বৈঠকে কর্মবিরতি চালিয়ে যাওয়ারই সিদ্ধান্ত হয়। আপাতত, ১৪ অগস্ট পর্যন্ত এই কর্মসূচি চালানোর সিদ্ধান্ত নিয়েছেন আইনজীবীরা। পরে বৈঠক করে ফের পরবর্তী পদক্ষেপ নিয়ে সিদ্ধান্ত হবে। মেদিনীপুরে দু’টি বার রয়েছে। একটি ‘বার অ্যাসোসিয়েশন মেদিনীপুর’, অন্যটি ‘ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশন মেদিনীপুর’। এই দুই সংগঠনই এই কর্মসূচির ডাক দিয়েছে। আইনজীবীদের এই কর্মসূচির জন্য বিচারপ্রার্থীরা সমস্যায় পড়েছেন। আইনজীবীদের অবশ্য দাবি, বিচারপ্রার্থীদের স্বার্থেই তাঁদের এই আন্দোলন। আইনজীবীদের যে দায়িত্ব পালন করা উচিত, তাঁরা সেই দায়িত্বই পালন করছেন। মেদিনীপুরেও বিভিন্ন ট্রাইবুন্যাল- সার্কিট বেঞ্চ চালু, খড়্গপুরে মহকুমা আদালত চালুর আগে থানা পুনর্বিন্যাস করা সহ বেশ কিছু দাবিতে সরব হয়েছেন ওই দুই সংগঠন। মেদিনীপুর আদালতের আইনজীবীদের দাবি, থানা পুনর্বিন্যাস না করে খড়্গপুরে আদালত চালু হলে মেদিনীপুর আদালতের এলাকার অধীন থানার সংখ্যা কমে যাবে। আইনজীবীদের পক্ষে শান্তি দত্ত বলেন, “আমরা ১৪ অগস্ট পর্যন্ত কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছি। জরুরি মামলাগুলো চলবে। ফের বৈঠক করে পরবর্তী পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নেবো।”