ভর্তি প্রক্রিয়ায় অনিয়ম চলছে, অভিযোগ তুলে খড়্গপুর কলেজের অধ্যক্ষের কাছে স্মারকলিপি জমা দিতে গিয়েছিলেন ডিএসও-এর নেতৃত্বে একদল ছাত্র। অভিযোগ সে সময় অধ্যক্ষের ঘরের বাইরেই তাঁদের উপর হামলা চালায় টিএমসিপি পরিচালিত ছাত্র সংসদের সদস্যরা। প্রতিবাদে শনিবার দুপুরে ইন্দা-চৌরঙ্গী ওটি রোড অবরোধ করে ডিএসও। দলের জেলা কমিটির সদস্য মৃণ্ময় দাস বলেন, ‘‘ভর্তি প্রক্রিয়ায় গরমিল রয়েছে। তাই আমরা অভিভাবকদের নিয়ে শান্তিপূর্ণভাবে স্মারকলিপি জমা দিতে গিয়েছিলাম। কিন্তু টিএমসিপির ছাত্র সংসদের সদস্যরা হামলা করল। অথচ অধ্যক্ষ কোনও ব্যবস্থা নিলেন না।’’ ছাত্র সংসদের সাধারণ সম্পাদক সানি দত্তের দাবি, ‘‘কলেজে থেকেও এমন গোলমালের টের পাইনি।’’ অধ্যক্ষ নির্মলকুমার হাজরাও এ দিন কোনও হামলার কথা অস্বীকার করেন। তিনি বলেন, ‘‘ভর্তি নিয়ে গোলমালের বিষয়ে ইতমধ্যেই আলোচনা হয়েছে। পদক্ষেপ করব।’’