Advertisement
১৭ মে ২০২৪

কলেজ পরিচালন সমিতির ভোটে টাই

কলেজ পরিচালন সমিতির নির্বাচনের ফলাফল ঘিরে উত্তেজনা দেখা দিল সবং সজনীকান্ত মহাবিদ্যালয়ে। মঙ্গলবার ওই কলেজের পরিচালন সমিতির সভাপতি নির্বাচন ছিল। কলেজ সূত্রে জানা গিয়েছে, সভাপতি পদে প্রতিদ্বন্দ্বী ছিলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মধুমঙ্গল পাল এবং জেলা পরিষদের সদস্য অমূল্য মাইতি। মধুমঙ্গলবাবু বাম ও অমূল্যবাবু তৃণমূল সমর্থিত প্রার্থী ছিলেন। গোপন ব্যালটে নির্বাচন শেষে দেখা যায় দু’জনের পক্ষে সমান ভোট পড়েছে, অর্থাৎ টাই হয়েছে।

নিজস্ব সংবাদদাতা
খড়্গপুর শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০১৫ ০১:০০
Share: Save:

কলেজ পরিচালন সমিতির নির্বাচনের ফলাফল ঘিরে উত্তেজনা দেখা দিল সবং সজনীকান্ত মহাবিদ্যালয়ে। মঙ্গলবার ওই কলেজের পরিচালন সমিতির সভাপতি নির্বাচন ছিল। কলেজ সূত্রে জানা গিয়েছে, সভাপতি পদে প্রতিদ্বন্দ্বী ছিলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মধুমঙ্গল পাল এবং জেলা পরিষদের সদস্য অমূল্য মাইতি। মধুমঙ্গলবাবু বাম ও অমূল্যবাবু তৃণমূল সমর্থিত প্রার্থী ছিলেন। গোপন ব্যালটে নির্বাচন শেষে দেখা যায় দু’জনের পক্ষে সমান ভোট পড়েছে, অর্থাৎ টাই হয়েছে।

এরপরেই পরিস্থিতি তপ্ত হয়ে ওঠে। তৃণমূলের দাবি, কংগ্রেস নির্বাচনে সিপিএমকে সমর্থন করেছে। সবংয়ের তৃণমূল ও সিপিএমের যোগাযোগ ঘনিষ্ঠ বলে বহুবার কটাক্ষ করেছেন এলাকার কংগ্রেস নেতারা। আবার নারায়ণবাড় গ্রাম পঞ্চায়েতের উদাহরণ তুলে একাধিকবার সিপিএম-কংগ্রেস আঁতাতের পাল্টা দাবি করেছে তৃণমূলও। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বী তথা তৃণমূলের জেলা নেতা অমূল্য মাইতি বলেন, “সবংয়ে কংগ্রেস ও সিপিএমের যোগ বহু পুরনো। এ দিনের নির্বাচনে তা আরও একবার প্রমাণিত হল।” তৃণমূলের দাবি মেনে নিয়ে জেলা কংগ্রেস সভাপতির বিকাশ ভুঁইয়ার পাল্টা খোঁচা, “কলেজ শিক্ষার জায়গা। সেখানে সভাপতি এক জন শিক্ষক হবেন, সেটাই কাম্য। আমরা চাই না সবং কলেজে কোনও আরাবুলের জন্ম হোক।”

কলেজ সূত্রে জানা গিয়েছে, কলেজের পরিচালন সমিতিতে ১২ জন সদস্য রয়েছেন। তাতে দু’জন সরকার ও দু’জন বিশ্ববিদ্যালয়ের মনোনীত সদস্য রয়েছেন। তবে সরকার মনোনীত প্রতিনিধিদের মধ্যে দু’জনই এলাকায় তৃণমূল নেতা বলে পরিচিত। সে ভাবেই জেলা পরিষদ সদস্য তৃণমূলের অমূল্য মাইতি ও অবসরপ্রাপ্ত শিক্ষক তৃণমূলের ব্লক সভাপতি প্রভাত মাইতি এই কলেজের পরিচালন সমিতির সদস্য আর পঞ্চায়েত সমিতির সভাপতি হিসেবে পদাধিকার বলে সদস্য রয়েছেন কংগ্রেসের অমল পণ্ডা।

এ দিন সভাপতি নির্বাচনে পরিচালন সমিতির সদস্য কলেজের শিক্ষিকা পম্পা পাত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মধুমঙ্গল পালের নাম প্রস্তাব করেন। সেই নামে সমর্থন জানান কলেজের শিক্ষক তথা হাওড়া জেলা পরিষদের সিপিএম সদস্য অনুপ মাঝি। প্রভাত মাইতির প্রস্তাবিত অমূল্য মাইতির নামে সমর্থন জানান কলেজের শিক্ষক সুধাংশু সামন্ত। তবে নির্বাচন শেষে দেখা যায় দু’জনই ৬টি করে ভোট পেয়েছেন। এরপরই সভাপতি কে হবেন, তা নিয়ে উত্তেজনা তৈরি হয়। কলেজের অধ্যক্ষ কানাই পড়িয়া বলেন, “১২ সদস্যের ভোটে দু’জনই সমান সংখ্যাক ভোট পেয়েছেন। তাই সভাপতি নির্বাচন কী ভাবে হবে তা বিশ্ববিদ্যালয়ের কাছে জানতে চাওয়া হয়েছে।” নির্বাচন নিয়ে এ দিন সবং জুড়ে রাজনৈতিক আকচা-আকচি শুরু হয়েছে। নির্বাচনের ফলাফলে মধুমঙ্গল পালের সমর্থনে ৬টি ভোট যাওয়ায় পঞ্চায়েত সমিতির সভাপতি অমল পণ্ডা তাঁকেই ভোট দিয়েছেন বলে দাবি করে তৃণমূল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

kharagpur vote
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE