দাঁতন-২ ও মোহনপুর ব্লক সদর দু’টির মধ্যে সংযোজক একমাত্র রাস্তা ধনেশ্বরপুর ও মোহনপুর রাস্তার শ্রীরামপুরে যাত্রী প্রতীক্ষালয়ের দাবি রয়েছে দীর্ঘদিন ধরে। সম্প্রতি সেখানে গড়েও উঠছে মোহনপুর গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ।
শিয়ালসাই গ্রাম পঞ্চায়েত এলাকার এই গ্রামের উপর দিয়ে দূরপাল্লার বাস থেকে শুরু করে মিনি বাস, ট্রেকার চলাচল করে। কিন্তু সেখানে কোনও যাত্রী প্রতীক্ষালয় না থাকায় প্রতিদিন সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে। দুর্ভোগে পড়েন বয়স্ক থেকে মহিলা ও শিশুরা। তাছাড়া কলেজ শুরু হলে যাতায়াতের সময় সমস্যায় পড়তে হবে কয়েকশো ছাত্র ছাত্রীকে। কারণ সামনের শিক্ষাবর্ষ থেকেই ওই কলেজ চালু হওয়ার কথা। যাত্রী প্রতীক্ষালয়ের পাশাপাশি শৌচাগার ও পানীয় জলের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন বাসিন্দারা।
জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ শৈবাল গিরি বলেন, “ মূলতঃ কলেজ চালু হওয়াকে লক্ষ্য করেই কলেজের কাছাকাছি খাস জমিতে ১৯২ বর্গফুটের একটি প্রতীক্ষালয় গড়ার জন্য জেলা পরিষদ সাড়ে ছ’লক্ষ টাকা বরাদ্দ করেছে।” মোহনপুর পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ প্রদীপ পাত্র জানান, পঞ্চায়েত সমিতি প্রায় দু’লক্ষ টাকায় প্রতীক্ষালয়ের পাশে একটি শৌচাগার করার সিদ্ধান্ত নিয়েছে। তবে পানীয় জল নিয়ে কোনোও সিদ্ধান্ত নেওয়া হয়নি।