Advertisement
E-Paper

কড়া নজরদারিতে আজ শুরু মাধ্যমিক

আজ, সোমবার থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। দুই মেদিনীপুরে সুষ্ঠু ভাবে পরীক্ষা-পর্ব মেটাতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। দুই জেলাতেই কিছু পরীক্ষাগ্রহণ কেন্দ্রকে ‘স্পর্শকাতর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সেই সব কেন্দ্রে বিশেষ নজরদারির ব্যবস্থা থাকছে। থাকছে ভিডিও ক্যামেরায় নজরদারির বন্দোবস্তও। গতবার যে সব কেন্দ্রে সামান্য উত্তেজনা ছড়িয়েছিল, এ বার সেই সব কেন্দ্রেও বিশেষ নজরদারির ব্যবস্থা থাকবে। পরীক্ষা কেন্দ্রগুলোয় যাতে পানীয় জল, শৌচাগার প্রভৃতির সুষ্ঠু ব্যবস্থা থাকে, সময় মতো পুলিশ মোতায়েন করা হয়, ইতিমধ্যে এ সব নিয়ে প্রস্তুতি বৈঠক সারা হয়েছে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০১৫ ০০:১২
শেষ পর্যায়ের প্রস্তুতি এগরা ও মেদিনীপুরের স্কুলে। ছবি: কৌশিক মিশ্র ও সৌমেশ্বর মণ্ডল।

শেষ পর্যায়ের প্রস্তুতি এগরা ও মেদিনীপুরের স্কুলে। ছবি: কৌশিক মিশ্র ও সৌমেশ্বর মণ্ডল।

আজ, সোমবার থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। দুই মেদিনীপুরে সুষ্ঠু ভাবে পরীক্ষা-পর্ব মেটাতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। দুই জেলাতেই কিছু পরীক্ষাগ্রহণ কেন্দ্রকে ‘স্পর্শকাতর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সেই সব কেন্দ্রে বিশেষ নজরদারির ব্যবস্থা থাকছে। থাকছে ভিডিও ক্যামেরায় নজরদারির বন্দোবস্তও। গতবার যে সব কেন্দ্রে সামান্য উত্তেজনা ছড়িয়েছিল, এ বার সেই সব কেন্দ্রেও বিশেষ নজরদারির ব্যবস্থা থাকবে। পরীক্ষা কেন্দ্রগুলোয় যাতে পানীয় জল, শৌচাগার প্রভৃতির সুষ্ঠু ব্যবস্থা থাকে, সময় মতো পুলিশ মোতায়েন করা হয়, ইতিমধ্যে এ সব নিয়ে প্রস্তুতি বৈঠক সারা হয়েছে।

মধ্যশিক্ষা পর্ষদের জেলা মনিটরিং টিমের আহ্বায়ক নির্মলেন্দু দে বলেন, “সুষ্ঠু ভাবে পরীক্ষা সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থাই নেওয়া হয়েছে। ছাত্রছাত্রীদের সুবিধের জন্য এ বার পরীক্ষাগ্রহণ কেন্দ্রে সংখ্যা বাড়ানো হয়েছে। পরীক্ষার্থীরা যাতে কোনও রকম সমস্যায় না পড়েন, সেই দিকে আমাদের নজর থাকবে।”

এ বার পশ্চিম মেদিনীপুরে মাধ্যমিক পরীক্ষাগ্রহণ কেন্দ্রের সংখ্যা ১৫০টি। গতবার ছিল ১৪৮টি। ছাত্র জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক। ফলে, এই পরীক্ষা নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে একটা উদ্বেগ থাকেই। জেলায় এ বার পরীক্ষার্থীর সংখ্যা এ বার সেখানে ৬৮,৩৪৪। এর মধ্যে ছাত্র ৩৩,০১৯, ছাত্রী ৩৫,৩২৫। গতবার পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৬৯,৩৩১। অর্থাৎ ৯৮৭ জন কমেছে। জেলায় চারটি মহকুমা। এরমধ্যে খড়্গপুর মহকুমায় পরীক্ষার্থীর সংখ্যা ২৫,৪৪৮। মেদিনীপুরে (সদর) ১৬,৬৬৯। ঘাটালে ১২,২৩৬। এবং ঝাড়গ্রামে ১৩,৯৯১। পর্ষদ সূত্রে খবর, শুধুমাত্র পরীক্ষার প্রথম দিন পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার্থীর সঙ্গে একজনকে প্রবেশের অনুমতি দেওয়া যেতে পারে। কিন্তু পরীক্ষা শুরু হওয়ার ৩০ মিনিট আগে অর্থাৎ ১১টা ১৫ মিনিটে তাঁকে পরীক্ষাকেন্দ্রের বাইরে নিয়ে আসতে হবে। পরীক্ষার্থীদের কোনও রকম বৈদ্যুতিন যন্ত্রপাতি যেমন মোবাইল ফোন বা ক্যালকুলেটর নিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ নিষিদ্ধ।

পূর্ব মেদিনীপুরে মোট মাধ্যমিক পরীক্ষার্থী ৫৮,৮১৯ জন। এর মধ্যে ছাত্র ২৭,৬৮৪ জন, ছাত্রী ৩১,১৩৫ জন। জেলায় মোট পরীক্ষা কেন্দ্র ৯৭টি। পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করতে মধ্যশিক্ষা পর্ষদ, জেলা বিদ্যালয় পরিদর্শক দফতরের পাশাপাশি পুলিশ-প্রশাসনও সব রকম প্রস্তুতি নিয়েছে। পূর্ব মেদিনীপুরের জেলাশাসক অন্তরা আচার্য বলেন, “পরীক্ষাগ্রহণ কেন্দ্রে যাতায়াত, নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষার্থীদের পড়াশোনার যাতে কোনওরকম ব্যাঘাত না ঘটে সে জন্য মাইক বাজানো সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এই সংক্রান্ত অভিযোগ এলে দ্রুত কড়া ব্যবস্থা নেওয়া হবে।”

এ বারও মাধ্যমিক পরীক্ষা চলবে বেলা ১২টা থেকে বিকেল ৩টে পর্যন্ত। পরীক্ষাগ্রহণ কেন্দ্রের ১০০ মিটারের মধ্যে জারি থাকবে ১৪৪ ধারা। নিরাপত্তার জন্য মোতায়েন থাকবে পর্যাপ্ত পুলিশ। মাধ্যমিক শুরুর তিনদিন আগে থেকেই মাইক বাজানো সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। পরীক্ষাকেন্দ্রের মধ্যে মোবাইল ব্যবহারও নিষিদ্ধ। পরীক্ষার দিনগুলিতে পরীক্ষাকেন্দ্রের ১০০ মিটারের মধ্যে জেরক্স দোকানগুলি বন্ধ রাখার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। পরীক্ষা কেন্দ্রে ছাত্র-ছাত্রীদের যাতায়াতের জন্য বিভিন্ন রুটে অতিরিক্ত বাস চালানো হবে বিভিন্ন প্রত্যন্ত এলাকার পরীক্ষা কেন্দ্রগুলিতে যাতায়াতের সুবিধার জন্য ট্রেকার রাখার ব্যবস্থা করা হচ্ছে। যাতায়াতে অসুবিধা হলে কন্ট্রোল রুমে যোগাযোগ করা যেতে পারে।

জেলা মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শক দফতর সূত্রে জানা গিয়েছে, এ বার মাধ্যমিক পরীক্ষাগ্রহণ কেন্দ্র পরিদর্শনের জন্য শিক্ষক সংগঠনগুলির প্রতিনিধিদের নিয়ে নজরদারি দলের ব্যবস্থা থাকছে না। জেলা মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক এবং ব্লক প্রশাসনের বিভিন্ন দফতরের আধিকারিকরা পরীক্ষাগ্রহণ কেন্দ্রে পরিদর্শক হিসেবে থাকবেন। পূর্ব মেদিনীপুরের অতিরিক্ত জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) রবিকান্ত সিমলাই জানান, “প্রতিটি পরীক্ষাগ্রহণ কেন্দ্রে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা থাকবেন। পরীক্ষার্থীরা অসুবিধায় পড়লে জেলা শিক্ষা দফতর, পুলিশের কন্ট্রোল রুমে যোগাযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে।”

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy