Advertisement
০২ মে ২০২৪

চার বিজেপি কর্মীর পুলিশ হেফাজত

জঙ্গলমহলে বিজেপি-র সভা ও মিছিলে বেআইনি ভাবে সশস্ত্র জমায়েত করার অভিযোগে ধৃত চার দলীয় কর্মীকে চার দিন পুলিশি হেফাজতের নির্দেশ দিল ঝাড়গ্রামের দ্বিতীয় এসিজেএম আদালত। সোমবার অভিযুক্তদের আদালতে হাজির করানো হলে পুলিশের আবেদনের প্রেক্ষিতে এই নির্দেশ দেন বিচারক টিকেন্দ্রনারায়ণ প্রধান।

নিজস্ব সংবাদদাতা
ঝাড়গ্রাম শেষ আপডেট: ২৬ অগস্ট ২০১৪ ০১:১৫
Share: Save:

জঙ্গলমহলে বিজেপি-র সভা ও মিছিলে বেআইনি ভাবে সশস্ত্র জমায়েত করার অভিযোগে ধৃত চার দলীয় কর্মীকে চার দিন পুলিশি হেফাজতের নির্দেশ দিল ঝাড়গ্রামের দ্বিতীয় এসিজেএম আদালত। সোমবার অভিযুক্তদের আদালতে হাজির করানো হলে পুলিশের আবেদনের প্রেক্ষিতে এই নির্দেশ দেন বিচারক টিকেন্দ্রনারায়ণ প্রধান।

গত শুক্রবার, ২২ অগস্ট পশ্চিম মেদিনীপুরের বেলিয়াবেড়া থানার বাহারুনায় সশস্ত্র জমায়েত করে সভা করেছিল বিজেপি-র ঝাড়গ্রাম জেলা কমিটি। ওই সভায় বিজেপি-র রাজ্য সহ-সভাপতি তাপস চট্টোপাধ্যায়-সহ রাজ্যস্তরের তিন নেতা ছিলেন। বিজেপি সূত্রের দাবি, কয়েক হাজার মানুষের ওই জমায়েতে অধিকাংশ ছিলেন আদিবাসী। প্রথা মত তাঁরা তির-ধনুক, টাঙি ও দা-এর মতো অস্ত্র নিয়ে এসেছিলেন।

ওই সভা ও পদযাত্রার পরেই ৩৭ জনের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত হয়ে (সুয়োমোটো) মামলা করে পুলিশ। অভিযুক্তদের মধ্যে বিজেপি-র রাজ্য সহ-সভাপতি তাপস চট্টোপাধ্যায়, রাজ্যের সাধারণ সম্পাদক মহাদেব বসাক, দলের পাঁচ জেলার সাংগঠনী পর্যবেক্ষক শ্যামাপ্রসাদ মণ্ডল-সহ ঝাড়গ্রামের স্থানীয় নেতাদেরও নামও রয়েছে। রবিবার নকুল বেরা, বাপি দাস, বিদ্যুৎ করণ ও ব্রজেন সিংহ নামে চার বিজেপি কর্মীকে গ্রেফতার করা হয়। ধৃতেরা ছিলেন ওই সভা-মিছিলের উদ্যোক্তা। এ দিন, ধৃতদের জামিনের আবেদন করেন অভিযুক্তপক্ষের আইনজীবী তপন সিংহ। তপনবাবুর দাবি, “পরিকল্পিত ভাবে মিথ্যা অভিযোগে পুলিশ যে সুয়োমোটো মামলা রুজু করেছে, তা আসলে শাসকদলেরই অভিযোগ।” সরকারি কৌঁসুলি কণিষ্ক বসু দাবি করেন, শুক্রবারের ওই জমায়েতে মুখঢাকা বহিরাগত সশস্ত্র লোকজন ছিলেন বলে অভিযোগ। তির ধনুক ছাড়াও তাঁদের কাছে মারাত্মক অস্ত্রশস্ত্র ছিল।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

police custody bjp jhargram Four BJP activists
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE