আজ, বৃহস্পতিবার নতুন বছরের প্রথম দিনে ঝাড়গ্রাম শহরে শুরু হচ্ছে ২৬তম বর্ষের ‘রঙ-মাটি-মানুষ’ উৎসব। সপ্তাহব্যাপী এই উৎসবের আয়োজক, ঝাড়গ্রাম আর্ট অ্যাকাডেমি। আজ সকাল ন’টায় একটি বর্ণাঢ্য প্রভাতফেরি দিয়ে উৎসবের সূচনা হবে। বিকেল পাঁচটায় আর্ট অ্যাকাডেমি প্রাঙ্গণে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রবীণ চিত্রশিল্পী কৃষ্ণেন্দু চাকী-সহ বিশিষ্ট গুণিজনেরা।
উৎসবে এ বছরের ভাবনা ‘গাছপালা পশুপাখি, আমরা সবার সঙ্গে থাকি’। উৎসবের প্রদর্শনী ও কর্মশালায় এই ভাবনারই বহিঃপ্রকাশ দেখা যাবে। গুণীজন সংবর্ধনা, চিত্র ও হস্তশিল্প এবং কারুকলা প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা-আড্ডা তো রয়েছেই। পাশাপাশি, ২ থেকে ৬ জানুয়ারি উৎসবের পাঁচটি দিনে বহুমুখী শিক্ষা শিবিরে হাতেকলমে নানা ধরনের ব্যতিক্রমী কারুশিল্প শেখার সুযোগ করে দিচ্ছেন উদ্যোক্তারা। ৭ জানুয়ারি সমাপ্তি সন্ধ্যায় রান্না উৎসব ‘ভোজন বিলাস’-এ থাকছে রকমারি সুস্বাদু সব পদ এবং সেই সঙ্গে ফানুস ওড়ানোর অনুষ্ঠান। প্রদর্শনী ও বিভিন্ন স্টল খোলা ঘুরে দেখার জন্য রোজ বিকেল ৩টে থেকে রাত ৮টা পর্যন্ত উৎসব প্রাঙ্গণ খোলা থাকবে। শিক্ষা শিবিরগুলি অবশ্য শুরু হবে সকাল দশটায়। সাতদিনের এই উৎসব চলবে ৭ জানুয়ারি পর্যন্ত। আর্ট অ্যাকাডেমির অধ্যক্ষ সঞ্জীব মিত্র বলেন, “গাছপালা, পশুপাখি ও আমরা সবাই একসঙ্গে না থাকলে এই পৃথিবীটা বাসযোগ্য থাকবে না। একসঙ্গে থাকা ও চলার ভাবনা থেকেই আমরা আড়াই দশক পার করে এ বার ২৬ তম বর্ষের উৎসবের আয়োজন করেছি।”
অসামাজিক কাজের নালিশ। পুরসভার প্রতিটি ওয়ার্ডে এলাকার বাসিন্দাদের বিভিন্ন অনুষ্ঠান করার জন্য রয়েছে কমিউনিটি হল। কিন্তু রাত পোহালেই সেই কমিউনিটি হলে অসামাজিক কাজ চলার অভিযোগ উঠল এগরা-৪ নম্বর ওয়ার্ডের মনসাতলায়। বাসিন্দাদের অভিযোগ, রাতে হলে বসে মদ-জুয়ার আসর। বিষয়টি জানান মহকুমাশাসকের কাছে। মহকুমাশাসক অসীমকুমার বিশ্বাস বলেন, “সমস্যাটি দ্রুত মেটানোর চেষ্টা করছি।”