Advertisement
E-Paper

টিএমসিপি-র বিরুদ্ধে জুলুমের নালিশ অব্যাহত

জোর করে মনোনয়নপত্র প্রত্যাহার করানোর অভিযোগ উঠল টিএমসিপি-র বিরুদ্ধে। আগামী ২৯ জানুয়ারি কলেজের ছাত্র সংসদ নির্বাচন। মঙ্গলবার ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের দিন। বিক্ষিপ্ত অশান্তির মধ্য দিয়েই পশ্চিম মেদিনীপুরে মনোনয়নপর্ব চলেছে। এসএফআইয়ের জেলা সম্পাদক সৌগত পণ্ডা বলেন, “চাপ দিয়ে আমাদের দু’টি মনোনয়ন প্রত্যাহার করানো হয়েছে। একটি কমার্স কলেজে। অন্যটি গোপীবল্লভপুর কলেজে। টিএমসিপির এই জোলজুলুম থেকেই স্পষ্ট, ওদের সংগঠনের দিন ফুরিয়ে আসছে!”

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০১৫ ০২:০৪
ছেঁড়া মনোনয়ন হাতে ডিএসও সমর্থক। মঙ্গলবার বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে রামপ্রসাদ সাউয়ের তোলা ছবি।

ছেঁড়া মনোনয়ন হাতে ডিএসও সমর্থক। মঙ্গলবার বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে রামপ্রসাদ সাউয়ের তোলা ছবি।

জোর করে মনোনয়নপত্র প্রত্যাহার করানোর অভিযোগ উঠল টিএমসিপি-র বিরুদ্ধে। আগামী ২৯ জানুয়ারি কলেজের ছাত্র সংসদ নির্বাচন। মঙ্গলবার ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের দিন। বিক্ষিপ্ত অশান্তির মধ্য দিয়েই পশ্চিম মেদিনীপুরে মনোনয়নপর্ব চলেছে। এসএফআইয়ের জেলা সম্পাদক সৌগত পণ্ডা বলেন, “চাপ দিয়ে আমাদের দু’টি মনোনয়ন প্রত্যাহার করানো হয়েছে। একটি কমার্স কলেজে। অন্যটি গোপীবল্লভপুর কলেজে। টিএমসিপির এই জোলজুলুম থেকেই স্পষ্ট, ওদের সংগঠনের দিন ফুরিয়ে আসছে!”

এবিভিপির জেলা সভাপতি স্বরূপ মাইতি বলেন, “আমাদেরও দু’টি মনোনয়ন জোর করে প্রত্যাহার করানো হয়েছে। একটি শিলদা কলেজে। অন্যটি নয়াগ্রাম কলেজে। টিএমসিপির এই জুলুমের জবাব আগামী দিনে ছাত্রছাত্রীরাই দেবেন।” ডিএসও’র জেলা সভাপতি দীপক পাত্র বলেন, “বেলদা কলেজে চাপ দিয়ে আমাদের একটি মনোনয়ন প্রত্যাহার করানো হয়েছে।” বিরোধীদের যাবতীয় অভিযোগ অবশ্য উড়িয়ে দিয়েছে টিএমসিপি। টিএমসিপির জেলা সভাপতি রমাপ্রসাদ গিরি বলেন, “জোরজুলুমের অভিযোগ মিথ্যা। জেলার সর্বত্রই সুষ্ঠু ভাবে মনোনয়নপর্ব চলেছে।”

শুধু কলেজ নয়, বিশ্ববিদ্যালয়েও মনোনয়নপর্বে বাধা দেওয়ার অভিযোগ উঠল টিএমসিপির বিরুদ্ধে। এ দিন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই ডিএসও কর্মী অরূপ জানাকে মারধর করা হয় বলে অভিযোগ। এসএফআইয়ের প্রসেনজিৎ মুদিও প্রহৃত হন। দুই ক্ষেত্রেই অভিযোগের তির টিএমসিপির দিকে। ডিএসও-র পক্ষে রাকিবুল হাসান, মৃন্ময় দাসরা বলেন, “আমাদের সাতটি মনোনয়নপত্র ছিঁড়ে দেওয়া হয়েছে। আমাদের সদস্যরা যখন মনোনয়ন জমা দেওয়ার নির্দিষ্ট কাউন্টারে যান, যখন টিএমসিপির সদস্যরা সাতটি মনোনয়নপত্র ছিঁড়ে টুকরো টুকরো করে দেয়। অরূপ লাহাকে শারীরিক ভাবে নিগ্রহও করে।”

ছিঁড়ে দেওয়া মনোনয়নপত্রগুলোর বৈধতা দেওয়ার দাবিতে এ দিন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে ডেপুটেশনও দিয়েছে ডিএসও। অন্য দিকে, এসএফআইয়ের বিশ্ববিদ্যালয় ইউনিটের সম্পাদক সৌমিত্র ঘোড়ই বলেন, “যে বিশৃঙ্খলার মধ্য দিয়ে ছাত্র সংসদ নির্বাচন হতে চলেছে তাতে প্রগতিশীল ছাত্র সমাজ উদ্বিগ্ন।” এ জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে করতে হবে বলেও দাবি জানিয়েছে এসএফআই। বিশ্ববিদ্যালয়ের এক সূত্রে খবর, এ দিন নামমাত্র আসনেই বিরোধী ছাত্র সংগঠনগুলোর মনোনয়নপত্র জমা পড়েছে।

tmcp dso vidyasagar university student election
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy