স্বশাসিত হিসেবে পথ চলা শুরু মেদিনীপুর কলেজের
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর
সোমবার থেকে প্রথম বর্ষের পঠনপাঠন শুরু হল মেদিনীপুর কলেজে। এই কলেজ স্বশাসিতের মর্যাদা পেয়েছে। সেই অর্থে এদিন থেকে স্বশাসিত হিসেবে পথ চলা শুরু হল মেদিনীপুর কলেজের। এদিন ইনডাকশন মিটিং হয়। ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুধীন্দ্রনাথ বাগ সহ শিক্ষক- শিক্ষিকারা। ছাত্রছাত্রীরাও উপস্থিত ছিলেন। মিটিংয়ে শিক্ষক- শিক্ষিকারা যেমন বক্তব্য রাখেন, তেমন ছাত্রছাত্রীরাও বক্তব্য রাখেন। মেদিনীপুর কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল ১৮৭৩ সালে। তখন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে ছিল। ১৯৮৬ সালে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় গড়ে ওঠে। তারপর কলেজটি বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধীন চলে আসে। রাজ্যের প্রথম সারির কলেজগুলোর মধ্যে মেদিনীপুর কলেজ অন্যতম। ২০০৪ সালে এই কলেজ ন্যাকের মূল্যায়নে এ- প্লাস গ্রেড পায়। রাজ্যের মধ্যে প্রথম মেদিনীপুর কলেজই এ- প্লাস গ্রেড পেয়েছিল। ২০১২ সালে পুনর্মূল্যায়ন হয়। এখন অবশ্য এ- প্লাস গ্রেড বলে কিছু নেই। পুনর্মূল্যায়নে গ্রেড ব্যবস্থার কিছু পরিবর্তন করে নম্বর চালু হয়। ওই বছর ন্যাকের মূল্যায়নে কলেজ ৪ নম্বরের মধ্যে ৩.৫৮ নম্বর পায়। যা এ- গ্রেড হিসেবে ধরা হয়। এরমধ্যে ২০১০ সালে ইউজিসি’র কাছ থেকে এই কলেজ সিপিআই- এর (কলেজ উইথ প্রোটেনশিয়ার এক্সিলেন্স) মর্যাদা পেয়েছে। ২০১৩ সালের সেপ্টেম্বরে ইউজিসি’র এক প্রতিনিধি দল মেদিনীপুরে এসে কলেজটি পরিদর্শন করে। ফিরে গিয়ে রিপোর্ট জমা দেয়। তারপরই চলতি বছরের জানুয়ারিতে ইউজিসি’র তরফ থেকে এ সংক্রান্ত চিঠি এসে পৌঁছয় কলেজে। যেখানে জানানো হয়, আগামী শিক্ষাবর্ষ অর্থাৎ, ২০১৪- ’১৫ থেকে পরবর্তী ছ’বছরের জন্য মেদিনীপুর কলেজকে স্বশাসিত কলেজের অনুমোদন দেওয়া হল। সেই মতো সোমবার থেকে স্বশাসিত হিসেবে পথ চলা শুরু করল মেদিনীপুর কলেজ। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুধীন্দ্রনাথ বাগ বলেন, “স্বশাসিতের অনুমোদন মেলার পর সোমবার থেকে নতুন শিক্ষাবর্ষের প্রথম বর্ষের পঠনপাঠন শুরু হল। আজকের দিনটিও কলেজের কাছে স্মরণীয় হয়ে থাকবে।”
দাবি আদায়ে মোমবাতি মিছিলে আইআইটি কর্মীরা
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর
কাজ সুনিশ্চিত করা ও প্রতিষ্ঠানের স্থায়ী কর্মী (ইনস্টিটিউট স্টাফ)-দের মতো মর্যাদা পাওয়ার দাবিতে অবস্থান চলছিলই। সেই দাবি পূরণ না হওয়ায় সোমবার মুখে কালো কাপড় বেঁধে মোমবাতি মিছিল করল খড়্গপুর আইআইটি-র হলের স্থায়ী কর্মীরা (হল স্টাফ)। এ দিন ‘হল ম্যানেজমেন্ট সেন্টার’-এর সামনে থেকে মূল প্রতিষ্ঠান ভবন পর্যন্ত মিছিল করে তারা। গত ২ জুলাই থেকে হল ম্যানেজমেন্ট সেন্টারের সামনে অবস্থানে বসেছিলেন মদনমোহন মালব্য হলের প্রায় ৭৯ জন স্থায়ী কর্মী। ওই কর্মীদের আন্দোলনের নেতৃত্বে রয়েছে ‘রেসিডেন্সিয়াল হল ওয়ার্কার্স ইউনিয়ন’। তাঁদের অভিযোগ, আইআইটি কর্তৃপক্ষ তাঁদের সঙ্গে আলোচনা না করেই মদনমোহন মালব্য হলটি ঠিকাদার সংস্থার হাতে তুলে দিতে চেয়েছে। আর তাতেই কাজের অনিশ্চয়তা বেড়েছে হলের স্থায়ী কর্মীদের। হলের কর্মীদের দাবি, এর আগেও একের পর এক ৭টি হল ঠিকাদারের হাতে তুলে দেওয়ায় এখন অনেক কর্মী উদ্বৃত্ত হয়ে পড়েছে। ফলে নতুন করে এই মদনমোহন মালব্য হলটি ঠিকাদারের হাতে চলে গেলে তাঁদের কাজ হারানোর আশঙ্কা বাড়ছে। যদিও প্রথমদিনের অবস্থানের পরেই মদনমোহন মালব্য হলের কোনও কর্মীর কাজ যাবে না বলে আইআইটি-র রেজিষ্ট্রার তপনকুমার ঘোষাল জানিয়েছিলেন। তবে প্রতিষ্ঠানের স্থায়ী কর্মীদের মতো মর্যাদা দেওয়ার দাবিতে ২ জুলাই থেকে হলের স্থায়ী কর্মীরা অবস্থান চালিয়ে গিয়েছেন। এ দিন সেই অবস্থানের পাশাপাশি মুখে কালো কাপড় বেঁধে মোমবাতি মিছিল করলেন তাঁরা। সংঠনের সভাপতি প্রদীপ ধর বলেন, আমাদের দাবি আইআইটি কর্তৃপক্ষ মানছে না। পুলিশ দিয়ে এই শান্তিপূর্ণ অবস্থান তুলে দিতে চাইছে। তাই আমরা এর প্রতিবাদে মোমবাতি মিছিল করলাম।”
নির্মল বিদ্যালয় সপ্তাহের সূচনা জেলায়
শুরু হল নির্মল বিদ্যালয় সপ্তাহ। সোমবার থেকে এই সপ্তাহ উদ্যাপন শুরু হয়েছে। চলবে আগামী ১২ জুলাই পর্যন্ত। এদিনই পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন বিদ্যালয়ে এই উপলক্ষে নানা কর্মসূচি হয়। জেলার প্রতিটি স্কুলে নির্মল বিদ্যালয় সপ্তাহ পালন করার নির্দেশও দিয়েছে জেলা প্রশাসন। জেলায় সবমিলিয়ে ৪,৭৩৫টি প্রাথমিক স্কুল, ১,০৭৬টি হাইস্কুল-সহ মাধ্যমিক শিক্ষা কেন্দ্র, শিশু শিক্ষা কেন্দ্রে এই সপ্তাহ উদ্যাপন করা হবে। জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ শ্যামপদ পাত্র বলেন, “শিক্ষার অধিকার সংক্রান্ত আইনে এমন এক বিদ্যালয়ের রূপরেখা প্রস্তুত করা হয়েছে, যা হবে প্রতিটি শিশুর কাছে নিরাপদ, নির্মল, নিরপেক্ষ ও নিজস্ব। এই লক্ষ্যকে সামনে রেখেই রাজ্যে সর্বশিক্ষা মিশনের উদ্যোগে ২০১২ সালে নির্মল বিদ্যালয় অভিযানের সূচনা হয়।” প্রথমে ঠিক ছিল, এ বছর ১৬- ২১ জুন এই সপ্তাহ উদ্যাপন হবে। স্কুলগুলোতে গরমের ছুটি বেড়ে যাওয়ায় ওই সময় অবশ্য এই সপ্তাহ উদ্যাপন করা সম্ভব হয়নি। পরে ঠিক হয়, ৭-১২ জুলাই নির্মল বিদ্যালয় সপ্তাহ উদ্যাপন হবে। সেই মতো সোমবার থেকে এই সপ্তাহ উদ্যাপন শুরু হয়েছে। চলতি সপ্তাহ জুড়ে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হবে। থাকবে আলোচনা সভা, বৃক্ষরোপন, বসে আঁকো প্রতিযোগিতা প্রভৃতি। জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ বলেন, “কর্মসূচিগুলো সফল ভাবে রূপায়ণের জন্য ইতিমধ্যে পরিকল্পনা নেওয়া হয়েছে। আমাদের জেলা নির্মল বিদ্যালয় অভিযান রূপায়ণে বিশেষ কৃতিত্ব অর্জন করেছে। আশা করব, এই কৃতিত্বের ধারাবাহিকতা রক্ষার জন্য সংশ্লিষ্ট সকলেই এগিয়ে আসবেন।”
আটক মুহুরি, উত্তেজনা তমলুক সেংশাধনাগারে
এক আসামির খোঁজে জেলে যাওয়া ল-ক্লার্ককে (মুহুরি) আটকে রাখার অভিযোগ উঠল তমলুক জেলা সংশোধানাগারে। সোমবার বিকেলের এই ঘটনায় উত্তেজনা তৈরি হয় সংশোধনাগার চত্ত্বরে। প্রতিবাদে বিক্ষোভ দেখান অন্য ল-ক্লার্করাও। এর জেরে আটক ওই ব্যক্তিকে ছেড়ে দেওয়ার পরেও জেলারের অপসারণের দাবিতে ল-ক্লার্করা সন্ধ্যা পর্যন্ত বিক্ষোভ চালান। কর্মীকে হেনস্থার প্রতিবাদে আজ মঙ্গলবার কর্মবিরতির ডাক দিয়েছে ল-ক্লার্ক সংগঠন। ঘটনায় কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি। জেল সুপার তথা তমলুকের মহকুমাশাসক শুভাশিস বেজ অবশ্য বলেন, “ওই ব্যক্তি জেল চত্ত্বরের কাছে ১৪৪ ধারা অমান্য করে ঢুকে পড়েছিলেন। তাই জেলের আধিকারিকেরা তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়েছেন বলে জানতে পেরেছি।” সোমবার বিকেল ৩টে নাগাদ রামপ্রসাদ কুণ্ডু নামে তমলুক ফৌজদারি আদালতের ওই কর্মী একটি মামলার প্রেক্ষিতে আদালতের নির্দেশে এক আসামী তমলুক জেলে আছে কি না, তা সাব-জেলারের কাছে গিয়ে জানতে যান। ঠিক সেই সময়ে রামপ্রসাদের মোবাইলে তাঁর আইনজীবী ফোন করেন। অভিযোগ, এরপরেই সাব-জেলার বিশ্বরূপ সিংহ ওই ল-ক্লার্ককে জোর করে জেলে ঢুকিয়ে দেন। খবর পেয়ে আদালত চত্বরে কর্মরত অন্য ল-ক্লার্করা জেলের কাছে জড়ো হয়ে আটক রামপ্রসাদকে ছেড়ে দেওয়ার ও জেলারের অপসারণের দাবি তুলে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তমলুক জেলা ফৌজদারি ল-ক্লার্ক ইউনিটের সম্পাদক লক্ষ্মণ মণ্ডলের অভিযোগ, “বিচারাধীন এক আসামী জেলে আছে কি না, জানতে গিয়েছিলেন ওই কর্মী। কিন্তু, সে সময়ে জেলার তাঁকে জোর করে জেলে ঢুকিয়ে তাঁর টাকা কেড়ে নেন। আমরা এর প্রতিবাদ জানাতে গেলে জেলার আমাদের সঙ্গেও দুর্ব্যবহার করেন।”
সুতাহাটার বধূকে মারধরে অবশেষে গ্রেফতার দুই
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া
সম্পত্তি নিয়ে চলা বিবাদে শনিবার স্থানীয় ক্লাব এবং গ্রাম কমিটির হাতে প্রহৃত হয়েছিলেন পূর্ব মেদিনীপুরের সুতাহাটার গোবিন্দপুর গ্রামের এক বধূ। তাঁকে গাছে বেঁধে বেধড়ক মারধর করে চুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছিল স্থানীয় ক’য়েক জনের বিরুদ্ধে। সোমবার সেই ঘটনায় অভিযুক্ত দু’জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃত অরুণ ও প্রতাপ মাইতিকে এ দিন হলদিয়া এসিজেএম আদালতে হাজির করা হলে চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ হয়। স্থানীয় সূত্রে খবর, আতঙ্কে এখনও ঘরে ফিরতে পারেননি ওই বধূর পরিবার। ওই বধূর অভিযোগ, “অভিযুক্তদের সকলকে গ্রেফতার করা হয়নি। আমাদের প্রতি সহানুভূতিশীল অনেকের থেকেই খবর পেয়েছি, অভিযুক্তরা গ্রামেই রয়েছে। এই মুহুর্তে গ্রামে ফিরলে আমাদের উপর যে কোনও সময় হামলা হতে পারে!” পুলিশ নিরাপত্তার ব্যাপারে আশ্বস্থ করলেও, পুলিশের অতীত ভূমিকা ওই পরিবারকে নিশ্চিন্ত করতে পারছে না বলে ওই বধূর দাবি। পুলিশ অবশ্য যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে। বাকি অভিযুক্তদেরও ধরতে পুলিশ তৎপর বলে জানিয়েছেন পূর্ব মেদিনীপুরের অতিরিক্ত পুলিশ সুপার অমিতাভ মাইতি।
পথ দুর্ঘটনায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • তমলুক
লরির সঙ্গে ট্যাক্সির ধাক্কায় মৃত্যু হল এক প্রাক্তন পঞ্চায়েত সদস্যর। সোমবার দুপুরে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া-তমলুক সড়কের এই দুর্ঘটনায় জখম হয়েছেন আরও তিনজন। জখমরা ভর্তি রয়েছেন তমলুক জেলা হাসপাতালে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম মদন প্রামাণিক (৪২)। তিনি পাঁশকুড়ার ঘোষপুর গ্রাম পঞ্চায়েত এলাকার এরাপুর শিরোমনিচক গ্রামের বাসিন্দা। মদনবাবুর স্ত্রী চামেলিদেবী বর্তমানে ঘোষপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন দুপুরে এক প্রতিবেশীর চিকিৎসার জন্য তাঁকে ট্যাক্সিতে করে নিয়ে যাচ্ছিলেন মদনবাবু-সহ চারজন। সড়ক ধরে যাওয়ার পথে তমলুক থানার শালিকা দামোদরপুর গ্রামের কাছে দুপুর দেড়টা নাগাদ একটি লরিকে ধাক্কা মারে ট্যাক্সিটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় মদনবাবুর।
ফের মন্দিরে চুরি ডেবরায়
ফের রাতের অন্ধকারে মন্দিরের তালা ভেঙে চুরির ঘটনা ঘটল ডেবরায়। সোমবার সকালে ডেবরার জলিবান্দা গ্রাম পঞ্চায়েতের শ্যামচক সংলগ্ন হোদলা গ্রামের রঘুনাথ জিউয়ের মন্দিরের ঘটনা। এ দিন সকালে মন্দির খোলার পর চুরির ঘটনাটি নজরে আসে। স্থানীয় বাসিন্দাদের দাবি, রবিবার রাতেই ওই মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। ডেবরা থানায় মন্দিরে চুরির অভিযোগ দায়ের হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জানা পরিবারের এই মন্দিরটি প্রায় দেড়শো বছরের পুরনো। এখন ওই বংশের উত্তরাধিকারী ৩০টি পরিবার এই মন্দিরের দেখভাল করেন। এই মন্দিরে রঘুনাথরূপী নারায়ণ ও লক্ষ্মীর নিত্য পুজো হয়। সোমবার সকালে ওই পরিবারের সদস্য ষোড়শী জানা মন্দির পরিষ্কার করতে গিয়ে দেখেন, মন্দিরের লোহার দরজার তালা ভাঙা। দরজা খুলে মন্দিরে ঢুকতেই তাঁর নজরে আসে, মন্দিরের ভিতরে পরপর আরও দু’টি দরজার তালা একইভাবে ভাঙা অবস্থায় রয়েছে। তাঁর দাবি, লক্ষ্মী ও নারায়ণের এক জোড়া সোনার হার, দু’টি সোনার মুকুট, শালগ্রাম শিলার বাঁধানো রূপোর অংশ-সহ বেশ কিছু সামগ্রী খোওয়া গিয়েছে। পুলিশে ঘটনার খবর দেওয়া হয়। মন্দিরের সদস্য অতনু জানার দাবি, রবিবার রাত সাড়ে ১২টা পর্যন্ত আমরা জেগেই ছিলাম। তারপরেই এই ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে। একইভাবে, গত ২৬ জুন ডেবরার রাধামোহনপুরে লক্ষ্মী-নারায়ণের মন্দিরে বিগ্রহ-সহ গয়না চুরির ঘটনা ঘটে। ওই ঘটনাতেও পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।
যান নিয়ন্ত্রণের প্রতিবাদ দিঘায়
সৈকতশহর দিঘায় যান চলাচলে দিঘা-শঙ্করপুর উন্নয়ন পষর্দের প্রস্তাবিত ওয়ান-ওয়ে ব্যবস্থার প্রতিবাদে পর্ষদের কাছে স্মারকলিপি দিল দিঘা শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশন। সোমবার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পর্ষদের নিবার্হী আধিকারিক সুজন দত্তের কাছে ডেপুটেশন দেওয়া হয় বলে হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক বিপ্রদাস চক্রবর্তী জানান। বিপ্রদাসবাবু বলেন, “এত দিন দিঘায় বাইরে থেকে বাস-সহ অন্যান্য যানবাহন পুরাতন দিঘা হয়ে নিউ দিঘায় যেত। আর নিউ দিঘা থেকে বাইপাস হয়ে ফিরত। আগামী ১৫ জুলাইয়ের পর থেকে বাইরে থেকে আসা সব যানবাহনকে পুরাতন দিঘায় ঢোকার মুখে টুরিস্ট লজের সামনে থেকে ঘুরে বাইপাস হয়ে নিউ দিঘায় যেতে হবে। ফেরত যাবে পুরাতন দিঘা হয়ে। এই ব্যবস্থা চালু হলে পযর্টকরা পুরাতন দিঘায় সরাসরি ঢুকতে না পেরে পুরাতন দিঘার দিক থেকে মুখ ঘুরিয়ে নেবেন। ফলে ক্ষতিগ্রস্ত হবে হোটেল ব্যবসা।” তাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পুরাতন দিঘার হোটেল-লজ ব্যবসা বাঁচিয়ে রাখার স্বার্থে পুরাতন যান চলাচল ব্যবস্থা বহাল রাখার দাবি জানিয়ে স্মারকলিপি দেওয়া হয়। এ দিন ডেপুটেশনে নেতৃত্ব দেন অ্যাসোসিয়েশনের সভাপতি অনাদি দাস, কার্যকরী সভাপতি সমরেন্দ্র ভৌমিক, দুই যুগ্ম সম্পাদক বিপ্রদাস চক্রবর্তী, তপন মাইতি-সহ অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সদস্যরা।
ক্ষুদ্র উদ্যোগপতিদের প্রশিক্ষণ শিবির ডেবরায়
ক্ষুদ্র উদ্যোগপতিদের জন্য ঋণের ব্যবস্থা করে ব্যবসায় আগ্রহ বাড়াতে প্রশিক্ষণের শিবির করল জেলা পরিষদের ক্ষুদ্র ও কুটির শিল্প বিভাগ। সোমবার ডেবরার বালিচকে ‘প্রধানমন্ত্রী স্বনিযুক্তি কর্ম’ প্রকল্পে আয়োজিত এই প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করেন জেলা ক্ষুদ্র ও কুটির শিল্পের কর্মাধ্যক্ষ অমূল্য মাইতি। ছিলেন খাদি গ্রামোদ্যোগ দফতরের জেলা ম্যানেজার কল্যাণ মহলানবিশ। ডেবরা, পিংলা, সবংয়ের ২০ জন ক্ষুদ্র উদ্যোগপতিকে ১২ দিন ধরে প্রশিক্ষণ দেওয়া হবে। শিবিরে বিউটি পার্লার, টেলারিং, আচার বানানো-সহ নানা শাখায় আয়ের সুযোগ বাড়াতে ঋণের ব্যবস্থাও করা হয়েছে। একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের মাধ্যমে ছেলেদের ৭৫ ভাগ ও মেয়েদের ৭০ ভাগ টাকা ঋণ দেওয়া হবে। বাকি টাকা দেবে জেলা পরিষদ। কর্মাধ্যক্ষ অমূল্যবাবু বলেন, “আশা করছি প্রশিক্ষণ শিবিরে উদ্যোগপতিরা উপকৃত হবেন। তবে ঋণের কিস্তির টাকা নির্দিষ্ট মেয়াদের মধ্যে তাঁদের শোধ করতে হবে।” আগামীতে জেলার বিভিন্ন ব্লকে এই শিবির হবে বলে জানান তিনি।
জলের জন্য পথ অবরোধ
রাঙামাটিতে পথ অবরোধ। ছবি: রামপ্রসাদ সাউ
পর্যাপ্ত জল আসে না, এই অভিযোগে রাস্তা অবরোধ করলেন একাংশ এলাকাবাসী। ঘটনাটি মেদিনীপুর শহরের রাঙামাটি এলাকার। সোমবার সকাল থেকে দফায় দফায় অবরোধ করা হয়। এর জেরে যানজটেরও সৃষ্টি হয়। পরে পুর- কর্তৃপক্ষের আশ্বাসে অবরোধ ওঠে। স্থানীয়দের বক্তব্য, এলাকায় দীর্ঘদিন ধরেই জলের সমস্যা রয়েছে। ট্যাপকলে যে পরিমাণ জল সরবরাহ করা হয়, তা পর্যাপ্ত নয়। আগেও পুর- কর্তৃপক্ষের কাছে পর্যাপ্ত জল সরবরাহের দাবি জানানো হয়েছে। তবে সুরাহা হয়নি। মেদিনীপুরের উপ পুরপ্রধান জিতেন্দ্রনাথ দাস বলেন, “রাঙামাটি এলাকায় একটি সমস্যা হয়েছিল। এ জন্য কিছু এলাকায় জল সরবরাহ হয়তো ব্যাহত হয়েছে। তবে, এ দিন দুপুরের পর সমস্যা মিটে গিয়েছে।”
টিএমসিপির বিক্ষোভ
বিরাটি কলেজের ছাত্র সৌরভ চৌধুরীকে খুনের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি করল টিএমসিপি। সোমবার মেদিনীপুর কলেজ সহ জেলার বিভিন্ন কলেজে সংগঠনের কর্মীরা প্রতিবাদ কর্মসূচি সংগঠিত করেন। কর্মসূচি থেকে নিহত ছাত্রকে স্মরণও করা হয়। মেদিনীপুরে প্রতিবাদ কর্মসূচিতে নেতৃত্ব দেন টিএমসিপির জেলা সভাপতি রমাপ্রসাদ গিরি। তিনি বলেন, “সৌরভ চৌধুরীকে যারা খুন করেছে, তাদের শাস্তি আমরাও চাই। এদিন জেলা জুড়েই আমরা বিক্ষোভ কর্মসূচি করেছি।”
যাত্রী স্বাচ্ছন্দ্য নিয়ে উদাসীন রেল
ছবি: সৌমেশ্বর মণ্ডল।
নামেই মডেল স্টেশন। ২০০০সালের জুন মাসে মেদিনীপুর রেল স্টেশনকে মডেল স্টেশন হিসেবে গড়ে তোলার কাজের শিলান্যাস হয়। তারপর থেকে ১৪ বছর পেরিয়ে গেলেও স্টেশনের রিজার্ভেশন কাউন্টারের সামনে তৈরি হয়নি কোনও বসার জায়গা। ফলে ভোর থেকে টিকিট কাটার জন্য দাঁড়িয়েই অপেক্ষা করতে হয় যাত্রীদের। কাউন্টারের পাশে নেই কোনও পানীয় জল ও শৌচাগারের বন্দোবস্তও। যাত্রী স্বাচ্ছন্দ্য নিয়ে উদাসীন রেল কর্তৃপক্ষ।
কোস্টাল থানা চালু
আগামী সপ্তাহে আনুষ্ঠানিক ভাবে চালু হতে চলেছে কোস্টাল থানা। কাঁথি দেশপ্রাণ ব্লকের পেটুয়াঘাটে কোস্টাল থানার আওতায় উপকূলবর্তী কাঁথি-দেশপ্রাণ ব্লকের দারিয়াপুর, বামুনিয়া ও কাঁথি-১ ব্লকের মাজিলাপুর ও নয়াপুট এই চারটি অঞ্চল থাকবে। আগে এই চারটি অঞ্চল কাঁথি থানার আওতায় ছিল। নতুন থানায় একজন অফিসার ইনচার্জ-সহ চারজন অফিসার ও পুলিশকর্মীরা থাকবেন। কাঁথি থানার আইসি সুবীর রায় জানান, নতুন থানা চালু হলে উপকূলের চারটি অঞ্চলের মানুষ যেমন উপকৃত হবেন, তেমনি কাঁথি থানার কাজের চাপও কমবে।
দেহ উদ্ধার
উদ্ধার হল কুঁকড়াহাটির যুবক স্বপন কোটালের দেহ। স্থানীয় সূত্রে খবর, মায়ের সঙ্গে মাছ ধরতে গিয়ে হুগলি নদীতে তলিয়ে গিয়েছিল সে। রবিবার সকালে কুঁকড়াহাটিতে ভাঁটার সময়ে চড়ায় স্বপনের দেহ আটকে থাকতে দেখেন স্থানীয়েরা।
প্রতিষ্ঠা দিবস
শিশু সংগঠন বঙ্কিম স্মৃতি সব পেয়েছির আসরের প্রতিষ্ঠা দিবস উদ্যাপন হল সোমবার। এই উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আসরের ছোট ছেলেমেয়েরাই অনুষ্ঠানে যোগ দেয়।