Advertisement
E-Paper

থানা-আদালত পরিদর্শন বিধানসভার প্রতিনিধিদের

তিনদিনের সফরে পূর্ব মেদিনীপুরে এলেন রাজ্য বিধানসভার স্বরাষ্ট্র ও প্রশাসনিক সংস্কার, কারাগার,আইন, বিচার বিভাগীয় ও অসামরিক প্রতিরক্ষা বিষয়ক স্ট্যান্ডিং কমিটির এক প্রতিনিধি দল। কমিটির চেয়ারম্যান কে পি সিংহের নেতৃত্বে ওই দলে রয়েছেন দুই বিধায়ক জুলফিকার মোল্লা, মমতাজ বেগম। এ দিন ওই দলের প্রতিনিধিরা তমলুক থানা ও জেলা উপ সংশোধনাগার পরিদর্শন করে পরিকাঠামো ও কাজকর্ম খতিয়ে দেখেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ অগস্ট ২০১৪ ০০:০২

তিনদিনের সফরে পূর্ব মেদিনীপুরে এলেন রাজ্য বিধানসভার স্বরাষ্ট্র ও প্রশাসনিক সংস্কার, কারাগার,আইন, বিচার বিভাগীয় ও অসামরিক প্রতিরক্ষা বিষয়ক স্ট্যান্ডিং কমিটির এক প্রতিনিধি দল। কমিটির চেয়ারম্যান কে পি সিংহের নেতৃত্বে ওই দলে রয়েছেন দুই বিধায়ক জুলফিকার মোল্লা, মমতাজ বেগম। এ দিন ওই দলের প্রতিনিধিরা তমলুক থানা ও জেলা উপ সংশোধনাগার পরিদর্শন করে পরিকাঠামো ও কাজকর্ম খতিয়ে দেখেন। তমলুক থানায় প্রতি মাসে কতগুলি অভিযোগ নথিভুক্ত হয়, থানায় মহিলাদের অভিযোগ গ্রহণের জন্য পৃথক ব্যবস্থা রয়েছে কিনা, সে বিষয়ে তাঁরা খোঁজ নিয়ে দেখেন। কে পি সিংহ বলেন, “পূর্ব মেদিনীপুর নতুন জেলা। তাই পরিকাঠামোগত নানা অভাব রয়েছে। সেই সমস্যা দূর করার পাশাপাশি প্রশাসনকে আরও গতিশীল করার লক্ষে কী কী পদক্ষেপ গ্রহণ করা যায়, তা সরেজমিন খতিয়ে দেখে রিপোর্ট দেব।”

সুনিয়ার ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, “রাজ্যে এই রকম ঘটনা নানা জায়গায় ঘটছে। এগুলো দেখবে পুলিশ ও আদালত। আমরা ওখানে যাচ্ছি না।” এ দিন তাঁরা জেলা শাসকের দফতরও পরিদর্শন করেন। সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে সংক্ষিপ্ত আলোচনা সেরে হলদিয়া ভবনে জেলাশাসক, অতিরিক্ত পুলিশ সুপার, মহকুমাশাসক, স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনিক ব্যাক্তিদের সঙ্গে জেলার নানা সমস্যা নিয়ে বৈঠক করেন। এরপর তাঁরা পরিদর্শন করেন দুর্গাচক থানা। বৃহস্পতিবার সকালে তাঁরা হলদিয়া বন্দর পরিদর্শন করার পর মন্দারমণি উপকূল থানা, দিঘা থানা, দিঘা মোহনা উপকূল থানা পরিদর্শন করবেন। বৃহস্পতিবার কাঁথি মহকুমা উপ সংশোধনাগার পরিদর্শন করে তাঁরা ফিরে যাবেন। এ দিন দুর্গাচক থানায় বৈঠক চলাকালীন কমিটির চেয়ারম্যান থানাগুলির ভবন সংস্কারের ক্ষেত্রে পূর্ত দফতরের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। হলদিয়া শহরে আইওসি’র পাইপলাইনের পাশে হাজার হাজার মানুষের বসবাস ও অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। পুলিশ আধিকারিকদের কাছ থেকে তাঁরা এ বিষয়ে কী করণীয় সে সম্পর্কে বিশদ ব্যাখ্যা চান।

haldia assembly delegates to monitor police station
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy