Advertisement
১৯ এপ্রিল ২০২৪

দাঁতনে পদযাত্রায় কংগ্রেসের চিকিত্‌সক প্রার্থী

মেদিনীপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল-প্রার্থীর সভার পর দিনই পথে নেমে প্রচার করলেন প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থী। রবিবার দাঁতনে পদযাত্রা করেন চিকিত্‌সক বিমল রাজ। তাঁর সঙ্গে ছিলেন জেলা কংগ্রেস সভাপতি বিকাশ ভুঁইয়া, সহ-সভাপতি মৃত্যুঞ্জয় ভুঁইয়া, শম্ভু চট্টোপাধ্যায়, তীর্থঙ্কর ভকত প্রমুখ।

নিজস্ব সংবাদদাতা
খড়্গপুর শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০১৪ ০৩:২২
Share: Save:

মেদিনীপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল-প্রার্থীর সভার পর দিনই পথে নেমে প্রচার করলেন প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থী। রবিবার দাঁতনে পদযাত্রা করেন চিকিত্‌সক বিমল রাজ। তাঁর সঙ্গে ছিলেন জেলা কংগ্রেস সভাপতি বিকাশ ভুঁইয়া, সহ-সভাপতি মৃত্যুঞ্জয় ভুঁইয়া, শম্ভু চট্টোপাধ্যায়, তীর্থঙ্কর ভকত প্রমুখ।

এ দিন দাঁতন বাজারের আগে থেকে পদযাত্রা শুরু করে গোটা বাজার এলাকা, আদালত, বিডিও অফিস, থানা সামনে দিয়ে পৌঁছে যান স্টেশনে চত্ত্বরে। সেখানেই শেষ হয় পদযাত্রা। গোটা পথে কখনও বাজারের ক্রেতা-বিক্রেতা, পাথের দু’ধারে থাকা বাড়ির ছাদে দাঁড়িয়ে থাকা সাধারণ ভোটারদের উদ্দেশে হাত নেড়ে ‘হাত’ চিহ্নে বোতাম টেপার আবেদন জানিয়েছেন প্রার্থী। পদযাত্রায় থাকা ট্যাবলো থেকে কেন্দ্রীয় বরাদ্দ সত্ত্বেও ভসরা ঘাটের সুবর্ণরেখা নদীর ব্যারেজ নির্মাণ থমকে থাকা, খাদ্য সুরক্ষা বিল চালু না হওয়া, বিধবা ভাতা, ইন্দিরা আবাস থেকে মানুষ বঞ্চিত থাকার কথা তুলে ধরা হয়। কংগ্রেসের পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি বিকাশ ভুঁইয়ার অভিযোগ, “কেন্দ্র থেকে টাকা বরাদ্দ করানোর পরে ঝাড়খণ্ডের গালুডি পারলেও, আমাদের রাজ্যে ভরসা ঘাটে এখনও ব্যরেজ নির্মাণ করা যায়নি। এলাকার সাংসদ নির্বাচিত হলে বিমলবাবু এ জন্য সচেষ্ট হবেন।”

ভোটে জিতে লোকসভায় গেলে কেশিয়াড়ির আঁখ চাষকে কেন্দ্র করে কর্মসংস্থান বাড়াতে দাঁতনে চিনিকল খোলার ব্যাপারে উদ্যোগী হবেন বলে এ দিন আশ্বাস দিয়েছেন কংগ্রেসের চিকিত্‌সক প্রার্থী।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE