বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল পুলিশের একটি গাড়ি। শুক্রবার রাতে মেদিনীপুরের গোলকুয়াচকের কাছে ওই দুর্ঘটনায় শুধু চালক সামান্য জখম হন। পুলিশের গাড়িটি গোলকুয়াচকের দিক থেকে কলেজ রোডের দিকে যাচ্ছিল। আচমকাই নিয়ন্ত্রণ হারান চালক। গাড়িটি কালভার্টের পাশে ধাক্কা মেরে উল্টে যায়। নর্দমার কাছে গিয়ে পড়ে। মেদিনীপুর শহরের অন্যতম ব্যস্ত রাস্তায় শুক্রবার রাত বারোটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। তখন রাস্তা ফাঁকাই ছিল। উল্টো দিক থেকে কোনও গাড়িও আসেনি। তাই বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। রাতেই গোলকুয়াচকের কাছে পৌঁছয় কোতোয়ালি থানার পুলিশ। পরে ওই গাড়িটি সরানো হয়।