খড়্গপুর কলেজের ঘটনার প্রতিবাদে সোমবার পশ্চিম মেদিনীপুরে ধিক্কার দিবস পালন করল ডিএসও। মেদিনীপুরে ডিএম-এসপি অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচি হয়। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে ডেপুটেশন দেওয়া হয়। ডিএসওর জেলা সম্পাদক মনিশঙ্কর পট্টনায়েক বলেন, “খড়্গপুর কলেজের ব্যাপারটি নিছক শিক্ষাঙ্গনের সমস্যা নয়। এই চক্রান্তের বিরুদ্ধে যদি এখনই না রুখে দাঁড়ানো হয়, যদি বিলম্ব করা হয়, তাহলে বৃহত্তর সমাজের এক বিরাট ক্ষতি হয়ে যাবে।” এদিন খড়্গপুর কলেজের সামনে ধিক্কার সভা হয়। বক্তব্য রাখেন মণিশঙ্করবাবু। অন্য দিকে, মেদিনীপুরে ডিএম-এসপি অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচিতে নেতৃত্ব দেন ডিএসওর জেলা সভাপতি দীপক পাত্র।