Advertisement
E-Paper

নতুন বছরে চালু হচ্ছে ৫২ উচ্চ প্রাথমিক স্কুল

নতুন বছরে পূর্ব মেদিনীপুরে নতুন ৫২টি উচ্চ প্রাথমিক স্কুল চালু হতে চলেছে। জেলার বিভিন্ন এলাকায় এই স্কুল চালুর জন্য রাজ্য শিক্ষা দফতরের প্রয়োজনীয় অনুমোদন মিলেছে। জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ মামুদ হোসেন জানান, প্রাথমিক স্কুলে পড়াশোনার পর ছাত্র-ছাত্রীদের মাধ্যমিক স্তরে পড়াশোনার জন্য জেলায় আরও ৫২টি উচ্চ প্রাথমিক স্কুল চালুর অনুমোদন মিলেছে। জানুয়ারি মাসেই পঞ্চম শ্রেণিতে পড়ুয়াদের ভর্তি করানোর প্রক্রিয়া শুরু করা হবে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০১৫ ০০:১৪

নতুন বছরে পূর্ব মেদিনীপুরে নতুন ৫২টি উচ্চ প্রাথমিক স্কুল চালু হতে চলেছে। জেলার বিভিন্ন এলাকায় এই স্কুল চালুর জন্য রাজ্য শিক্ষা দফতরের প্রয়োজনীয় অনুমোদন মিলেছে। জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ মামুদ হোসেন জানান, প্রাথমিক স্কুলে পড়াশোনার পর ছাত্র-ছাত্রীদের মাধ্যমিক স্তরে পড়াশোনার জন্য জেলায় আরও ৫২টি উচ্চ প্রাথমিক স্কুল চালুর অনুমোদন মিলেছে। জানুয়ারি মাসেই পঞ্চম শ্রেণিতে পড়ুয়াদের ভর্তি করানোর প্রক্রিয়া শুরু করা হবে।

জেলা পরিষদ ও শিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে, প্রাথমিক স্তরে পাশ করা পড়ুয়াদের মাধ্যমিক স্তরে পড়াশোনার সুযোগ বৃদ্ধির লক্ষ্যে এই স্কুলের ভাবনা। যে সব প্রত্যন্ত এলাকায় মাধ্যমিক স্কুল নেই জাতীয় সর্বশিক্ষা মিশনের তরফে সেই সব এলাকায় উচ্চ প্রাথমিক স্কুল চালুর উদ্যোগ নেওয়া হয়। যে সব এলাকায় ছাত্র-ছাত্রীদের দু’কিলোমিটারের মধ্যে হাইস্কুল নেই, সেই সব এলাকা চিহ্নিত করে এই স্কুল তৈরিতে অগ্রাধিকার দেওয়া হয়।

স্কুল ভবনের জন্য স্থানীয় বাসিন্দাদের দান করা জায়গায় ভবন নির্মাণ করার জন্য সর্বশিক্ষা মিশনের তরফে অর্থের ব্যবস্থা করা হয়েছে। পূর্ব মেদিনীপুরে মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক মিলিয়ে মোট ৬৬৫টি স্কুল রয়েছে, তারপরে আরও ৩৪০টি উচ্চ প্রাথমিক স্কুল চালু করা হবে। এই সব স্কুলগুলিতে পঞ্চম শ্রেণি থেকে পড়াশোনা শুরু করে ধাপে ধাপে মাধ্যমিক স্তর পর্যন্ত পড়াশোনার ব্যবস্থা করা হবে। এর ফলে জেলায় মাধ্যমিকও উচ্চ-মাধ্যমিক মিলিয়ে স্কুলের সংখ্যা হবে প্রায় এক হাজার।

জেলা শিক্ষা দফতরের হিসেব অনুযায়ী, গত ২০০৯-১০ শিক্ষাবর্ষ থেকে জেলার বিভিন্ন এলাকায় এই সব স্কুলগুলি ধাপেধাপে চালু করা হচ্ছে। এখনও পর্যন্ত জেলায় ২৫৬টি উচ্চ প্রাথমিক স্কুল চালু হয়েছে। এই সব স্কুলগুলিতে ক্লাসের সংখ্যা ও ছাত্র-ছাত্রী সংখ্যার বৃদ্ধির সঙ্গে সঙ্গে বিদ্যালয়ের পরিকাঠামো গড়ে তুলতে সর্বশিক্ষা মিশন থেকে অর্থ বরাদ্দ করা হচ্ছে। চলতি ২০১৫ সালে জেলায় আরও ৫২টি আপার-প্রাইমারি স্কুল চালুর জন্য রাজ্য শিক্ষা দফতর ইতিমধ্যে অনুমোদন দিয়েছে। এই সব স্কুলের ভবন নির্মাণ-সহ বিভিন্ন পরিকাঠামো তৈরির জন্য স্কুল পিছু ৩৪ লক্ষ টাকা করে বরাদ্দ করা হবে।

জেলার প্রাথমিক ও মাধ্যমিক স্কুলগুলিতে পঠন-পাঠনের মান নিয়ে অভিযোগ আসায় জেলাস্তরে বিশেষ পরিদর্শন কমিটি গড়া হয়েছে। সম্প্রতি জেলা পরিষদের অফিসে প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শক, জেলা পরিষদ ও জেলা প্রশাসনের আধিকারিকদের নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক হয়। সিদ্ধান্ত হয় জেলার বিভিন্ন এলাকায় প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয়গুলি পরিদর্শন করে পড়াশোনার মান যাচাই করা হবে। এ জন্য জেলাস্তরে এই বিশেষ পরিদর্শন কমিটি গড়ার সিদ্ধান্তও হয়।

এই পরিদর্শন কমিটি সপ্তাহে দু’দিন জেলার সব স্কুলে যাবে। শিক্ষা কর্মাধ্যক্ষ জানান, জেলার প্রাথমিক স্কুলগুলিতে ছাত্র-ছাত্রী ভর্তির সংখ্যা কমছে কেন— তা খতিয়ে দেখার পাশাপাশি প্রতিকারের উপায় খোঁজার চেষ্টা করবে এই কমিটি। পরিকল্পনা বাস্তবায়িত হলে জেলার স্কুলগুলিতে পড়াশোনার গুণগত মান বাড়বে বলে জেলার শিক্ষকমহলের আশা।

approval high primary school east midnapore tamluk
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy