গত বছর মুখ্যমন্ত্রীর বিশেষ পুরস্কার পেয়েছিলেন রাজ্যের দ্বিতীয় তদন্তকারী অফিসার হিসাবে। চলতি বছরেও ফের পুরস্কার ছিনিয়ে নিলেন তিনি। এ বার তাঁর ঝুলিতে সেবা পদক। চাকরি জীবনের শুরু থেকে ভাল কাজের জন্য মেলা এই পুরস্কার। এমন সম্মানে খুশি পশ্চিম মেদিনীপুর জেলার সাব-ইন্সপেক্টর কবিতা দাস। বর্তমানে তিনি স্পেশাল অপারেশন গ্রুপের ওসি পদে কর্মরত। সংসার সামলেও যে জ্ঞানেশ্বরী-কাণ্ডের অভিযুক্তকে পাকড়াও করে সিবিআইয়ের কাছ থেকে পুরস্কার পাওয়া যায়, অপহৃত কিশোরীদের ভিন্ রাজ্য থেকে উদ্ধার করে আনা যায়, বিভিন্ন মামলার দ্রুত তদন্ত শেষ করে দোষীদের সাজা দেওয়া যায়, তা করে দেখিয়েছেন তিনি। পরপর দু’বার পুরস্কার মেলায় দায়িত্ব আরও বাড়ল বলেই মনে করছেন তিনি। কবিতাদেবীর কথায়, “আরও ভাল কাজ করতে হবে। বজায় রাখতে হবে ধারাবাহিকতা।”
বুধবার কলকাতায় রাজ্যের ৭৮ জন পুলিশ কর্মী ও আধিকারিককে বিশেষ কৃতিত্বের জন্য পুরস্কৃত করা হয়েছে। এঁদের মধ্যে পশ্চিম মেদিনীপুরের ৬ জন রয়েছেন। কবিতাদেবী ছাড়াও পুরস্কার পেয়েছেন রাজশেখর পাইন, অনিলকুমার ঘোষ, বিমলেশ হালদার, সন্দীপ বিশ্বাস ও সব্যসাচী মুখোপাধ্যায়। সকলেই সাব ইন্সপেক্টর। পূর্বের তিন জন পুরস্কার পেয়েছেন। তাঁরা হলেন দুই অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর নিমাই পান, আনন্দ মণ্ডল এবং সাব ইন্সপেক্টর অমিত দেব। রাজশেখর পাইন, অনিলকুমার ঘোষ এবং নিমাই পান পেয়েছেন প্রশংসা পদক। বাকিরা সেবা পদক। শহর ও গ্রামীণ এলাকার যে থানা পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর রয়েছে পুরস্কার দেওয়া হয়েছে তাঁদেরও। গ্রামীণ থানা হিসাবে এই পুরস্কার পেয়েছে বিনপুর থানা।