Advertisement
১৭ মে ২০২৪

পশ্চিমের তিন লোকসভা কেন্দ্রে ভোট দু’দফায়

মেদিনীপুর কালেক্টরেটে সাংবাদিক বৈঠক। ছবি: সৌমেশ্বর মণ্ডল।

মেদিনীপুর কালেক্টরেটে সাংবাদিক বৈঠক। ছবি: সৌমেশ্বর মণ্ডল।

নিজস্ব সংবাদদাতা
মেদিনীপুর শেষ আপডেট: ০৬ মার্চ ২০১৪ ০৭:৫৮
Share: Save:

রাজ্যে নির্বাচন হচ্ছে পাঁচ দফায়। পশ্চিম মেদিনীপুর জেলার তিনটি লোকসভা কেন্দ্রে ভোট হচ্ছে দু’দফায়। ৭ মে ঝাড়গ্রাম ও মেদিনীপুর লোকসভায়। আর ১২ মে ঘাটাল লোকসভা কেন্দ্রের নির্বাচন। সব ক্ষেত্রেই অবশ্য গণনা ১৬ মে।

পশ্চিম মেদিনীপুর জেলায় প্রথম ভোট হচ্ছে ৭ মে। ওইদিন ঝাড়গ্রাম ও মেদিনীপুর লোকসভা কেন্দ্রের ভোট। তার জন্য ১২ এপ্রিল বিজ্ঞপ্তি জারি হবে। ১৯ এপ্রিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। ২১ তারিখ স্ক্রুটিনি। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ২৩ এপ্রিল। আর ঘাটালের ক্ষেত্রে নির্বাচন হবে ১৬ মে। ১৭ এপ্রিল বিজ্ঞপ্তি জারি। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ২৪ এপ্রিল। ২৫ এপ্রিল স্ক্রুটিনি ও মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ২৮ এপ্রিল।

নির্বাচন নিয়ে বুধবার একটি বৈঠক করে জেলা প্রশাসন। এ দিন জেলাশাসকের সভাকক্ষে সমস্ত রাজনৈতিক দলগুলির সঙ্গেও বৈঠক হয়। বৈঠক শেষে এক সাংবাদিক সম্মেলনে জেলাশাসক গুলাম আলি আনসারি জানান, “শান্তিপূর্ণ নির্বাচন করার জন্য আমরা সব দিক দিয়েই প্রস্তুত।” জেলাশাসক নিজে অবশ্য মেদিনীপুর লোকসভার রিটানির্র্ং অফিসার হয়েছেন। ঘাটালের রিটার্নিং অফিসার হয়েছেন অতিরিক্ত জেলাশাসক (পঞ্চায়েত) সুশান্ত চক্রবর্তী ও ঝাড়গ্রামের রিটার্নিং অফিসার অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) আর অর্জুন। এদিনের সাংবাদিক বৈঠকে জেলার বাকি তিন অতিরিক্ত জেলাশাসক অরিন্দম দত্ত, পাপিয়া ঘোষ রায়চৌধুরী, বাসব বন্দ্যোপাধ্যায় ও জেলা পুলিশ সুপার ভারতী ঘোষ উপস্থিত ছিলেন।

পশ্চিম মেদিনীপুর জেলার মোট ভোটার সংখ্যা ৪০ লক্ষ ৭৬ হাজার ৮৫১। একশ শতাংশ ভোটারেরই সচিত্র পরিচয়পত্র রয়েছে বলে জেলাশাসক জানিয়েছেন। ঘাটাল লোকসভার মধ্যে পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া পশ্চিম বিধানসভার পাশাপাশি পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা, সবং, ডেবরা, দাসপুর, ঘাটাল ও কেশপুর রয়েছে। যেখানে মোট ভোটার সংখ্যা ১৬ লক্ষ ৩ হাজার ৭৫৪ জন। মোট বুথের সংখ্যা ২০৬৪টি। ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রটি নয়াগ্রাম, গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম, গড়বেতা, শালবনি, বিনপুর ও পুরুলিয়ার বান্দোয়ান নিয়ে গঠিত। মোট ভোটার সংখ্যা ১৪ লক্ষ ৭১ হাজার ৬৮১। বুথের সংখ্যা ১৯৭১। মেদিনীপুর লোকসভা কেন্দ্রে রয়েছে মেদিনীপুর, খড়্গপুর, নারায়ণগড়, খড়্গপুর সদর, কেশিয়াড়ি, দাঁতন ও পূর্ব মেদিনীপুর জেলার এগরা বিধানসভা কেন্দ্র। মোট ভোটার সংখ্যা ১৪ লক্ষ ৯২ হাজার ৭৫৫ জন। মোট বুথের সংখ্যা ১৯১৪। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা বিধানসভাটি অবশ্য আরামবাগ লোকসভার মধ্যে পড়ে। সেখানে নির্বাচন ৩০ এপ্রিল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

loksabha vote press meeting
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE