আলোক বিজ্ঞান বর্ষ উপলক্ষে কাঁথি প্রভাত কুমার কলেজে শুক্রবার অনুষ্ঠিত হল এক কর্মশালা। কলেজের পদার্থবিদ্যা বিভাগ ও ‘কন্টাই সায়েন্স একাডেমি’-এর যৌথ ব্যবস্থাপনায় আলোকবিজ্ঞান বিষয়ক কর্মশালায় আলোক বিজ্ঞান বিষয়ে আলোচনায় যোগ দেন তক্ষশীলা অন্বেষিকা আইএপিটির অমিত জানা, কলকাতার আইএসইআর-এর নন্দকুমার দাস, কলেজের পদার্থ বিভাগের প্রধান রজত বিশ্বাস, প্রদীপ্ত পঞ্চাধ্যায়ী, বিনয়ভূষণ দাস প্রমুখ। কর্মশালায় আলোক বিজ্ঞান বিষয়ে বিভিন্ন পরীক্ষা ছাত্রছাত্রীদের সামনে হাতে-কলমে করে দেখানো হয়।