Advertisement
২০ এপ্রিল ২০২৪

বিভ্রান্তি পরীক্ষাকেন্দ্র বদল নিয়ে

কলেজের পার্ট-ওয়ানের সাপ্লিমেন্ট (পরিশিষ্ট) পত্রের পরীক্ষাকেন্দ্র বদল নিয়ে বিভ্রান্তি ছড়াল খড়্গপুরে। বুধবার বিকেলে খড়্গপুর কলেজ কর্তৃপক্ষ নতুন নির্দেশিকা দিয়ে বলে, রাজা নরেন্দ্রলাল খান মহিলা কলেজ (গোপ কলেজ) নয়, বেলদা কলেজে গিয়ে দিতে হবে পরিশিষ্ট পত্রের পরীক্ষা। আজই শুরু হচ্ছে সাপ্লিমেন্ট পরীক্ষা।

নিজস্ব সংবাদদাতা
খড়্গপুর শেষ আপডেট: ১৯ জুন ২০১৪ ০১:১০
Share: Save:

কলেজের পার্ট-ওয়ানের সাপ্লিমেন্ট (পরিশিষ্ট) পত্রের পরীক্ষাকেন্দ্র বদল নিয়ে বিভ্রান্তি ছড়াল খড়্গপুরে। বুধবার বিকেলে খড়্গপুর কলেজ কর্তৃপক্ষ নতুন নির্দেশিকা দিয়ে বলে, রাজা নরেন্দ্রলাল খান মহিলা কলেজ (গোপ কলেজ) নয়, বেলদা কলেজে গিয়ে দিতে হবে পরিশিষ্ট পত্রের পরীক্ষা। আজই শুরু হচ্ছে সাপ্লিমেন্ট পরীক্ষা। তার আগে নতুন নির্দেশিকায় শুরু হয় বিভ্রান্তি। তবে এ দিন শেষ বেলায় খড়্গপুর কলেজ কর্তৃপক্ষ জানায়, শুধুমাত্র পরিশিষ্ট বিষয়ে যাঁরা পরীক্ষা দেবেন, তাঁদেরই বেলদা কলেজে যেতে হবে। বাকি যাঁরা পার্ট-ওয়ান পরীক্ষা দেবেন তাঁদের পরীক্ষাকেন্দ্র গোপ কলেজেই থাকছে।

কলেজ সূত্রে জানা গিয়েছে, স্নাতকস্তরে প্রথম বর্ষের পরীক্ষায় কোনও একটি পত্রে অকৃতকার্য হলেও দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হওয়ার প্রথা চালু রয়েছে। এক্ষেত্রে প্রথম বর্ষের যে পত্রে পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছেন, তাঁকে ফের দ্বিতীয় বর্ষের পরীক্ষার পাশাপাশি ওই পরিশিষ্ট পত্রের অতিরিক্ত পরীক্ষা দিতে হবে। সেই মত খড়্গপুর কলেজের ৯৪ জন প্রথম বর্ষের অকৃতকার্য হওয়া পরীক্ষার্থী এ বছরে প্রথম বর্ষের পার্ট-ওয়ানের পরিশিষ্ট পত্রের পরীক্ষায় বসতে চেয়ে আবেদন করে। আজ, বৃহস্পতিবার থেকে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভূক্ত কলেজগুলিতে এ বারের বিএ, বিএসসি, বিকম-এর পার্ট-ওয়ান পরীক্ষা শুরু হচ্ছে। গত ২৯ মে এই মর্মে রাজা নরেন্দ্রলাল খান মহিলা কলেজে পরীক্ষাকেন্দ্র হয়েছে বলে খড়্গপুর কলেজ কর্তৃপক্ষ ঘোষণা করে। তা জানিয়ে দেওয়া হয় পড়ুয়াদের।

পরীক্ষার্থীদের মধ্যে দ্বিতীয় বর্ষের পড়ুয়া রাজেশ ভট্টাচার্যের কথায়, “বন্ধু পরীক্ষার্থীদের যাতে অসুবিধা না হয়, তাই ফেসবুকে ও এসএমএসে নতুন পরীক্ষাকেন্দ্র জানানোর চেষ্টা করছি।” কলেজের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক প্রসূন চক্রবর্তী বলেন, “কলেজ কর্তৃপক্ষ শেষ সময়ে এসে বলছে সাপ্লিমেন্ট পরীক্ষা বেলদা কলেজে দিতে হবে। কী ভাবে পড়ুয়াদের জানাব তা নিয়ে উদ্বেগে রয়েছি।” যদিও এটিকে ভুল বলে মানতে চাননি কলেজের অধ্যক্ষ অচিন্ত্য চট্টোপাধ্যায়। তিনি বলেন, “দেরিতে বিজ্ঞপ্তি আসায় এমনটা হয়েছে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

confusion examination centre kharagpur
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE