Advertisement
E-Paper

ব্যাঙ্কের বামপন্থী সংগঠনের অনুষ্ঠানে যোগ শুভেন্দুর

বামপন্থী কর্মচারী সংগঠনের সম্মেলনে যোগ দিয়ে সংকীর্ণ রাজনীতির উর্ধ্বে উঠে কাজ করার আহ্বান জানালেন তৃণমূল সাংসদ তথা বিদ্যাসাগর ব্যাঙ্কের চেয়ারম্যান শুভেন্দু অধিকারী। বিদ্যাসাগর সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্ক স্টাফ ইউনিয়নের ৩৪তম সম্মেলনে যোগ দিতে শনিবার সন্ধ্যায় মেদিনীপুর শহরে এসেছিলেন তৃণমূলের এই সাংসদ। সেই সম্মেলনেই তিনি বলেন, “আমরা কেউই রাজনীতির উর্ধ্বে নই। কিন্তু প্রতিষ্ঠান বাঁচিয়ে রাখার ক্ষেত্রে ক্ষুদ্র সংকীর্ণ রাজনৈতিক মতাদর্শ, ব্যক্তিগত ইচ্ছে-অনিচ্ছের মধ্যে যদি আমরা আবদ্ধ হই, তাহলে এই ধরনের প্রতিষ্ঠান বেঁচে থাকতে পারে না।”

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০১৪ ০০:১০

বামপন্থী কর্মচারী সংগঠনের সম্মেলনে যোগ দিয়ে সংকীর্ণ রাজনীতির উর্ধ্বে উঠে কাজ করার আহ্বান জানালেন তৃণমূল সাংসদ তথা বিদ্যাসাগর ব্যাঙ্কের চেয়ারম্যান শুভেন্দু অধিকারী। বিদ্যাসাগর সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্ক স্টাফ ইউনিয়নের ৩৪তম সম্মেলনে যোগ দিতে শনিবার সন্ধ্যায় মেদিনীপুর শহরে এসেছিলেন তৃণমূলের এই সাংসদ। সেই সম্মেলনেই তিনি বলেন, “আমরা কেউই রাজনীতির উর্ধ্বে নই। কিন্তু প্রতিষ্ঠান বাঁচিয়ে রাখার ক্ষেত্রে ক্ষুদ্র সংকীর্ণ রাজনৈতিক মতাদর্শ, ব্যক্তিগত ইচ্ছে-অনিচ্ছের মধ্যে যদি আমরা আবদ্ধ হই, তাহলে এই ধরনের প্রতিষ্ঠান বেঁচে থাকতে পারে না।”

অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন (এআইবিইএ) ব্যাঙ্ক কর্মীদের বামপন্থী সংগঠন হিসেবে পরিচিত। দুই মেদিনীপুরে বিদ্যাসাগর সমবায় ব্যাঙ্কের ৩৮টি শাখা রয়েছে। বিদ্যাসাগর ব্যাঙ্কের কর্মচারী সংগঠনগুলোর মধ্যে এই বামপন্থী সংগঠনই সবথেকে বড়। এই ইউনিয়নের দু’দিন ব্যাপী সম্মেলন শুরু হয়েছে শনিবার থেকেই। তৃণমূলের সাংসদ হয়ে তিনি হঠাত্‌ কেন এ দিন একটি বামপন্থী সংগঠনের সম্মেলনে যোগ দিলেন? শুভেন্দুবাবুর উত্তর, “এর মধ্যে রাজনীতি নেই। এই ব্যাঙ্কের চেয়ারম্যান হিসেবেই আমি এখানে এসেছি।” সঙ্গে আরও জানান, “আমি অন্য যে সব ব্যাঙ্কের দায়িত্বে আছি, সেখানেও কর্মচারীদের দাবিদাওয়া রয়েছে। তাঁদের দাবি গুরুত্ব দিয়ে দেখেছি।” শুভেন্দুবাবুকে অতিথি হিসেবে পেয়ে খুশি সংগঠনের কর্মীরাও। এআইবিইএ অনুমোদিত ওই ইউনিয়নের সম্পাদক চন্দন ঘোষাল ও সভাপতি বাপি পাল বলেন, “চেয়ারম্যান আমন্ত্রণে সাড়া দিয়ে এসেছেন তাতেই আমরা খুশি।”

suvendu adhikary bank cpm medinipur
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy