Advertisement
E-Paper

বসন্তপুর পঞ্চায়েতে অনাস্থা নিয়ে জটিলতা

আগামী ৯ অক্টোবর রামনগর-১ ব্লকের বসন্তপুর গ্রামপঞ্চায়েতে অনাস্থা সভা ডাকলেন বিডিও তমোজিৎ চক্রবর্তী। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বসন্তপুর গ্রামপঞ্চায়েত দখল নিয়ে সিপিএম ও তৃণমূলের মধ্যে জোর দড়ি টানাটানি চলছে। গত পঞ্চায়েত নিবার্চনে গ্রাম পঞ্চায়েতের ১৫টি আসনের মধ্যে সিপিএম ৮টি আসন জিতে গ্রামপঞ্চায়েত দখল করেছিল।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০১৪ ০০:১৫

আগামী ৯ অক্টোবর রামনগর-১ ব্লকের বসন্তপুর গ্রামপঞ্চায়েতে অনাস্থা সভা ডাকলেন বিডিও তমোজিৎ চক্রবর্তী। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বসন্তপুর গ্রামপঞ্চায়েত দখল নিয়ে সিপিএম ও তৃণমূলের মধ্যে জোর দড়ি টানাটানি চলছে। গত পঞ্চায়েত নিবার্চনে গ্রাম পঞ্চায়েতের ১৫টি আসনের মধ্যে সিপিএম ৮টি আসন জিতে গ্রামপঞ্চায়েত দখল করেছিল। তৃণমূল পেয়েছিল ৭টি আসন। সিপিএম পরিচালিত বসন্তপুর গ্রাম পঞ্চায়েতের সিপিএম সদস্যা শিবানী দাস গত ২৪ সেপ্টেম্বর সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দেন। এর ফলে ১৫ আসন বিশিষ্ট গ্রামপঞ্চায়েতে তৃণমূলের সদস্য সংখ্যা দাঁড়িয়েছে ৮জনে। এরপরই তৃণমূল সমর্থকরা ব্লক উন্নয়ন আধিকারিকের দফতরে গ্রামপঞ্চায়েতের সিপিএম প্রধান দীপক চন্দের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন। বিডিও সেই অনুসারে আগামী ৯অক্টোবর গ্রামপঞ্চায়েতে অনাস্থা সভা ডাকেন। এ দিকে এই অনাস্থা সভার ডাকার বিরুদ্ধে গ্রাম পঞ্চায়েত প্রধান দীপক চন্দ কলকাতা হাইকোর্টে বিচারপতি দেবাশিস করগুপ্তের এজলাসে গত ২৯ সেপ্টেম্বর রিট পিটিশন দাখিল করেন। দীপকবাবুর আইনজীবী অনিন্দ্যসুন্দর দাস জানান, হাইকোর্টের বিচারপতি দেবাশস করগুপ্ত আগামী ৩০ নভেম্বর পর্যন্ত অনাস্থা সভা ডাকার উপর স্থগিতাদেশ জারি করেছেন । আগামী ১৪ নভেম্বর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। রামনগর-১ ব্লক উন্নয়ন আধিকারিক তমোজি চক্রবর্তী জানান, “বতর্মানে ব্লক অফিসে পুজোর ছুটি চলছে। আগামী ৯ অক্টোবর ব্লক অফিস খুলবে। হাই কোর্টের কোনও নির্দেশ থাকলে সেই অনুযায়ী ব্লক প্রশাসন ব্যবস্থা নেবে।”

kanthi basantapur panchayat no-confidence motion
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy