Advertisement
১৯ মে ২০২৪

ভোটের আগে শেষ রবিবারে প্রচার জমজমাট

আগামী ৭ মে নির্বাচনের দিন রয়েছে মেদিনীপুর ও ঝাড়গ্রামে। আজ, সোমবার ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের অন্তর্গত সাতটি বিধানসভার মধ্যে ঝাড়গ্রাম, বিনপুর ও বান্দোয়ানে ভোটের প্রচার শেষ হচ্ছে বিকাল চারটায়। বাকি চারটি বিধানসভা এলাকায় প্রচার শেষের সময়সীমা সন্ধ্যা ছ’টায়। শেষ দিনে প্রচার-ঝড় তোলার জন্য মরিয়া সব পক্ষই। তাই শেষ রবিবারে সব দলের প্রচার চলল জোর কদমেই।

দাঁতনের মন্দিরবাজারের সভায় তৃণমূল প্রার্থী সন্ধ্যা রায়।—নিজস্ব চিত্র।

দাঁতনের মন্দিরবাজারের সভায় তৃণমূল প্রার্থী সন্ধ্যা রায়।—নিজস্ব চিত্র।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৫ মে ২০১৪ ০০:৫৮
Share: Save:

আগামী ৭ মে নির্বাচনের দিন রয়েছে মেদিনীপুর ও ঝাড়গ্রামে। আজ, সোমবার ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের অন্তর্গত সাতটি বিধানসভার মধ্যে ঝাড়গ্রাম, বিনপুর ও বান্দোয়ানে ভোটের প্রচার শেষ হচ্ছে বিকাল চারটায়। বাকি চারটি বিধানসভা এলাকায় প্রচার শেষের সময়সীমা সন্ধ্যা ছ’টায়। শেষ দিনে প্রচার-ঝড় তোলার জন্য মরিয়া সব পক্ষই। তাই শেষ রবিবারে সব দলের প্রচার চলল জোর কদমেই।

রবিবার ঝাড়গ্রামের তৃণমূল প্রার্থী উমা সরেনের সমর্থনে প্রচার চালায় তৃণমূল। তৃণমূলের জেলা কার্যকরী সভাপতি নির্মল ঘোষের নেতৃত্বে জামবনি ব্লকে মিছিল করা হয়। খোদ তৃণমূল প্রার্থী উমা সরেন এ দিন বিকেলে ঝাড়গ্রাম শহরে হুডখোলা গাড়িতে চেপে রোড-শো করেন।

ঘাটালে লোকসভা নির্বাচনের দিন ১২ মে। তবে তার আগে শেষ রবিবারে প্রচারে মাতল তৃণমূল, কংগ্রেস, বাম-সহ সব দলই। এ দিন কংগ্রেস প্রার্থী মানস ভুঁইয়া এআইসিসির সম্পাদক শাকিল আহমেদ খানকে সঙ্গে নিয়ে গোটা ঘাটাল চষে বেড়ালেন। রবিবার দুপুরে কখনও হেঁটে কখনও বাড়ি বাড়ি ঢুকে প্রচার শুরু করেন মানস ভুঁইয়া। প্রচারের কথা ছিল সকালেই। কিন্তু যে গাড়ি চেপে প্রচারে যান মানসবাবু সেই গাড়িটি দুর্ঘটনায় পড়েছিল। তখন গাড়িতে ছিলেন না মানসবাবু। ঘাটালের কুঠিঘাট, মনোহরপুর-সহ একাধিক এলাকায় কংগ্রেস পথসভাও করে। পথসভায় বক্তব্য রাখতে গিয়ে মানস ভুঁইয়া বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় সবং প্রচারে গিয়ে আমাকে মাটিতে পুঁতে দেওয়ার কথা বলেছিলেন। তাঁর দলের লোকেরা গুন্ডামি শুরু করেছেন।” শাকিল আহমেদ খান বলেন, “মমতা যতই বিজেপির বিরুদ্ধে কথা বলুক, উঁনি এনডিএর সঙ্গে ভালো সম্পর্ক তৈরি করেছেন। বিজেপি-সহ এনডিএর সব নেতার সঙ্গেই যোগাযোগ রয়েছে মমতার।” রবিবারে প্রচার না করলেও শনিবার দাসপুরের একাধিক এলাকায় কর্মিসভা ও রোড শো করেন দেব। তৃণমূল সূত্রে খবর, ফের আগামী ৭ মে থেকে টানা চারদিন ঘাটালের বিভিন্ন এঢ়াকায় প্রচার করবেন দেব। ওই সময় দেবের সমর্থনে এক ঝাঁক তারকাও প্রচারে আসার কথা রয়েছে। এ দিন বাম প্রার্থী সন্তোষ রাণার হয়ে ঘাটালের বুথে বুথে বামেরা পাড়া বৈঠক করে প্রচার করেন। বিজেপির মহম্মদ আলমের সমর্থনেও বিজেপি কর্মীরা প্রচারে ব্যস্ত ছিলেন।

খেজুরির হেঁড়িয়াতে তৃণমূল প্রার্থী শিশির অধিকারীর সমর্থনে একটি সভা হয়। সভায় যুব তৃণমূল রাজ্য সভাপতি শুভেন্দু অধিকারী ও বিধায়ক রণজিৎ মণ্ডল বক্তব্য রাখেন। সিপিএম প্রার্থী তাপস সিংহ রবিবার সকালে এগরা-২ ব্লকের বাথুয়াড়ি অঞ্চলে ও পরে বিকেলে খেজুরির বারাতলা ও হেঁড়িয়াতে নিবার্চনী প্রচার চালান। বিজেপির পক্ষ থেকে রবিবার যুব প্রগতি রথ নিয়ে ভগবানপুরের বাজকুল, শিববাজার ও কলাবেড়িয়াতে নিবার্চনী প্রচার চালানো হয়। কংগ্রেসের পক্ষ থেকে কাঁথি শহরে কংগ্রেস প্রার্থী কুণাল বন্দ্যোপাধ্যায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

lok sabha election
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE