মেদিনীপুর মেডিক্যাল কলেজ পরিদর্শন করল মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া-র (এমসিআই) এক প্রতিনিধি দল। সোমবার সকালে তিন সদস্যের ওই দলটি মেদিনীপুর মেডিক্যালে আসে। হাসপাতালের একাধিক ওয়ার্ডে যায়। কলেজের বিভিন্ন বিভাগে যায়। পরিকাঠামো খতিয়ে দেখে। কলেজ- কর্তৃপক্ষের কাছ থেকে বিভিন্ন দিক সম্পর্কে জেনে নেয়।
মেডিক্যালের অধ্যক্ষ তমালকান্তি ঘোষ বলেন, “এটা রুটিন পরিদর্শন। এমসিআই- র একটি দল এসেছিল। দলটি সমস্ত কিছুই খতিয়ে দেখেছে।” আগাম না- জানিয়েই দলটি মেদিনীপুর আসে বলে কলেজের এক সূত্রে খবর। কলেজের এক কর্তার বক্তব্য, “আচমকা পরিদর্শন হলেই ভাল। তাহলে কি রয়েছে, কী নেই, তা দেখা যায়। পরিকাঠামোগত কোনও সমস্যা থাকলেও সামনে আসে।”
প্রায় এক দশক আগে মেদিনীপুর জেলা হাসপাতাল মেডিক্যাল কলেজ হাসপাতালে উন্নীত হয়েছে। অবশ্য প্রয়োজনীয় সব পরিকাঠামো গড়ে ওঠেনি বলে অভিযোগ। কলেজের এক কর্তা বলেন, “পরিকাঠামোর সমস্ত দিকই এমসিআইয়ের দল দেখেছে। কতজন ছাত্র রয়েছে, কতজন শিক্ষক রয়েছে তা দেখেছে।”