Advertisement
২৫ এপ্রিল ২০২৪

মেয়েকে কটূক্তির প্রতিবাদ, মা অপহৃত

মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় মাকে অপহরণের অভিযোগ উঠল চার যুবকের বিরুদ্ধে। রাতভর নিখোঁজ থাকার পরে শনিবার ভোরে মহিলাকে সংজ্ঞাহীন অবস্থায় খড়্গপুর স্টেশন চত্বরে পড়ে থাকতে দেখা যায়। আপাতত তিনি ঘাটাল মহকুমা হাসপাতালে ভর্তি। পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার ভারতী ঘোষ বলেন, “মহিলাকে অপহরণের মামলা শুরু হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত দুষ্কৃতীদের হদিস মেলেনি। তবে তল্লাশি চলছে।”

নিজস্ব সংবাদদাতা
ঘাটাল শেষ আপডেট: ২২ জুন ২০১৪ ০০:৫৭
Share: Save:

মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় মাকে অপহরণের অভিযোগ উঠল চার যুবকের বিরুদ্ধে। রাতভর নিখোঁজ থাকার পরে শনিবার ভোরে মহিলাকে সংজ্ঞাহীন অবস্থায় খড়্গপুর স্টেশন চত্বরে পড়ে থাকতে দেখা যায়। আপাতত তিনি ঘাটাল মহকুমা হাসপাতালে ভর্তি। পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার ভারতী ঘোষ বলেন, “মহিলাকে অপহরণের মামলা শুরু হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত দুষ্কৃতীদের হদিস মেলেনি। তবে তল্লাশি চলছে।”

শুক্রবার দুপুরে বছর পনেরোর মেয়ের সাইকেলের পিছনে বসে ডাক্তারের কাছ থেকে ফিরছিলেন বছর পঁয়ত্রিশের ওই মহিলা। তাঁদের অভিযোগ, খড়ার লাগোয়া পালপুকুরের কাছে পথ আটকে দাঁড়ায় একটি গাড়ি। কুড়ি-বাইশ বছরের চার যুবক মেয়েটির উদ্দেশে কটূক্তি করে। এমনকী গাড়ি থেকে নেমে কিশোরীর হাত ধরে টানাটানিও করে। বিপদ বুঝে মা চিৎকার শুরু করেন। এক যুবকের গালে চড়ও কষান।

কিশোরী পুলিশকে জানিয়েছে, এর পরেই ওই যুবকরা তার মাকে জোর করে গাড়িতে করে তুলে নিয়ে চম্পট দেয়। সেই সময়ে রাস্তা দিয়ে মোটরবাইকে যাচ্ছিলেন এক জন। ব্যাপার বুঝে তিনি গাড়িটিকে ধাওয়া করেন। তবে ধরতে পারেননি। গাড়িটিরও আর হদিস মেলেনি। কিশোরীর কান্না শুনে তত ক্ষণে ঘটনাস্থলে চলে এসেছেন অনেকেই। তার বাড়িতে খবর দেওয়া হয়। মেয়েটির বাবা চলে আসেন। শুক্রবার সন্ধ্যায় তিনিই ঘাটাল থানায় পুরো বিষয়টি জানিয়ে স্ত্রীকে অপহরণের লিখিত অভিযোগ দায়ের করেন।

এ দিন ভোরে খবর আসে, খড়্গপুর রেল স্টেশন চত্বর থেকে মহিলা অচৈতন্য অবস্থায় পড়ে আছেন। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, দুপুরের পর তিনি অনেকটাই স্বাভাবিক হয়েছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

eve teasing kidnap ghatal
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE