Advertisement
E-Paper

রথের টানে মেদিনীপুরে আসছেন সাংসদ-সন্ধ্যা

লোকসভার ফল বেরোনোর পর মাস গড়িয়েছে। চলতি মাসের গড়ায় দিল্লিতে গিয়ে সাংসদ হিসেবে শপথও নিয়েছেন। সাংসদ হিসেবে অবশ্য এখনও নিজের নির্বাচনী এলাকায় আসেননি সন্ধ্যা রায়। আসছেন রথের টানে। দলের এক সূত্রে খবর, চলতি সপ্তাহের শেষে মেদিনীপুরে আসবেন সন্ধ্যাদেবী। জেলা তৃণমূলের কার্যকরী সভাপতি প্রদ্যোৎ ঘোষ বলেন, “রথোৎসবে সামিল হতে সন্ধ্যাদি মেদিনীপুরে আসবেন। উদ্যোক্তারা তাঁকে আমন্ত্রণও জানিয়েছেন। শহর এবং শহর লাগোয়া এলাকায় সন্ধ্যাদির একাধিক কর্মসূচি রয়েছে।”

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ জুন ২০১৪ ০১:২৭
সামনেই রথযাত্রা। আলোয় সেজে উঠেছে মেদিনীপুরের জগন্নাথ মন্দির। সৌমেশ্বর মণ্ডলের তোলা ছবি।

সামনেই রথযাত্রা। আলোয় সেজে উঠেছে মেদিনীপুরের জগন্নাথ মন্দির। সৌমেশ্বর মণ্ডলের তোলা ছবি।

লোকসভার ফল বেরোনোর পর মাস গড়িয়েছে। চলতি মাসের গড়ায় দিল্লিতে গিয়ে সাংসদ হিসেবে শপথও নিয়েছেন। সাংসদ হিসেবে অবশ্য এখনও নিজের নির্বাচনী এলাকায় আসেননি সন্ধ্যা রায়। আসছেন রথের টানে। দলের এক সূত্রে খবর, চলতি সপ্তাহের শেষে মেদিনীপুরে আসবেন সন্ধ্যাদেবী। জেলা তৃণমূলের কার্যকরী সভাপতি প্রদ্যোৎ ঘোষ বলেন, “রথোৎসবে সামিল হতে সন্ধ্যাদি মেদিনীপুরে আসবেন। উদ্যোক্তারা তাঁকে আমন্ত্রণও জানিয়েছেন। শহর এবং শহর লাগোয়া এলাকায় সন্ধ্যাদির একাধিক কর্মসূচি রয়েছে।”

শহর লাগোয়া বিশ্বশুক সেবাশ্রম সংঘের রথোৎসবের এ বার রজত জয়ন্তী বর্ষ। রজত জয়ন্তী বর্ষের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা মেদিনীপুরের তৃণমূল সাংসদের। আগামী রবিবার দুপুরে উদ্বোধনী অনুষ্ঠান হবে। এই রথোৎসবের অন্যতম উদ্যোক্তা প্রদীপ হালদার বলেন, “মেদিনীপুরের সাংসদকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। উনি আসবেন বলে কথাও দিয়েছেন।” মেদিনীপুর শহরেও জগন্নাথ মন্দির সংস্কার কমিটির উদ্যোগে রথোৎসব হয়। কমিটির সম্পাদক পল্টু সেন বলেন, “আমরাও মেদিনীপুরের সাংসদকে আমন্ত্রণ জানিয়েছি। উনি এলে সকলের ভাল লাগবে।” সাংসদ হিসেবে শপথ নেওয়ার পর এই প্রথম মেদিনীপুরে আসবেন সন্ধ্যাদেবী। এখনও পর্যন্ত অবশ্য কোনও রাজনৈতিক কর্মসূচিতে তাঁর উপস্থিত থাকার কথা নেই।

দলের এক সূত্রে খবর, বিপুল জয়ের জন্য অভিনেত্রী সাংসদকে সংবর্ধনা দিতে চেয়েছিলেন দলের নেতা- কর্মীরা। এক সময় সংবর্ধনা-সভার প্রস্তুতিও নেওয়া হয়। ঠিক ছিল, গেল মাসের শেষের দিকে মেদিনীপুরে আসবেন সন্ধ্যাদেবী। সেই সময় দলের নেতা- কর্মীরা তাঁকে সংবর্ধনা দেবেন। অবশ্য, মেদিনীপুরে আর আসা হয়ে ওঠেনি অভিনেত্রী সাংসদের। ফলে, সংবর্ধনা-সভাও হয়নি। এ বার কী সংবর্ধনা- সভা হবে? জেলা তৃণমূলের কার্যকরী সভাপতি প্রদ্যোৎবাবু বলেন, “এখনও পর্যন্ত কর্মসূচি চূড়ান্ত হয়নি। দু’-একদিনের মধ্যে চূড়ান্ত হবে।”

পশ্চিম মেদিনীপুরের তিনটি লোকসভা আসনেই এ বার তৃণমূল এমন তিনজনকে প্রার্থী করেন, যাঁরা প্রত্যক্ষ রাজনীতির লোক নন। সাংগঠনিক শক্তির জেরে তিনজনে বিপুল ভোটে জয়ীও হন। ঘাটাল থেকে জেতেন অভিনেতা দীপক অধিকারী ওরফে দেব। মেদিনীপুর থেকে জেতেন অভিনেত্রী সন্ধ্যা রায়। ঝাড়গ্রাম থেকে জেতেন চিকিৎসক উমা সরেন। তিন প্রার্থীই প্রত্যক্ষ রাজনীতির বাইরের লোক হওয়ায় গোড়ায় এ নিয়ে দলের অন্দরে অসন্তোষ দেখা দেয়। অবশ্য, তৃণমূলের জেলা নেতৃত্ব কখনও এই অসন্তোষ কথা মানতে রাজি হননি। প্রবীণ এই অভিনেত্রীও “মানুষের প্রীতি- শুভেচ্ছা মাথায় নিয়ে এই কাজে ব্রতী হয়েছি। যত দিন পর্যন্ত পারব, মানুষের জন্য কাজ করব।” ভোট-প্রচারের জন্য মেদিনীপুরে এসে রবীন্দ্রনগরের এক ফ্ল্যাটে ওঠেন সন্ধ্যাদেবী। এ বার মেদিনীপুরে এসে সার্কিট হাউসে উঠতে পারেন তিনি। সাংসদ হিসেবে জেলায় এসেছেন দীপক অধিকারী, উমা সরেন। এ বার আসছেন সন্ধ্যা রায়। আসছেন রথের টানে।

rath yatra sandhya roy medinipur jagannath mandir
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy