Advertisement
১০ জুন ২০২৪

শিক্ষক বদলি নিয়ে অসন্তোষ, প্রহৃত সংসদ সভাপতি

প্রাথমিকে শিক্ষক বদলি নিয়ে অসন্তোষের জেরে পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক সংসদ সভাপতি গোপাল সাহুকে হেনস্থার অভিযোগ উঠল তৃণমূলের শিক্ষক সংগঠনের জেলা সাধারণ সম্পাদক শিবরাম ভুঁইয়ার বিরুদ্ধে।

নিজস্ব সংবাদদাতা
তমলুক শেষ আপডেট: ১৩ জুন ২০১৪ ০০:২৩
Share: Save:

প্রাথমিকে শিক্ষক বদলি নিয়ে অসন্তোষের জেরে পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক সংসদ সভাপতি গোপাল সাহুকে হেনস্থার অভিযোগ উঠল তৃণমূলের শিক্ষক সংগঠনের জেলা সাধারণ সম্পাদক শিবরাম ভুঁইয়ার বিরুদ্ধে। অভিযোগ, বৃহস্পতিবার বিকেলে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ অফিসে নিয়ম-শৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠক চলার সময়েই গোপালবাবুকে হেনস্থা করা হয়। উল্লেখ্য, বুধবারও পাঁশকুড়া উত্তর চক্রের সভাপতি কিশোর পাহাড়কে মারধরের ঘটনায় নাম জড়িয়েছিল শিবরাম ভুঁইয়ার। তবে কোনও অভিযোগই মানতে চাননি শিবরামবাবু।

পরপর এ ভাবে মারধর কেন? অন্দরের খবর, বদলি প্রক্রিয়াই এই গণ্ডগোলের মূলে। লোকসভার আগে জেলায় বেশ কিছু বদলি কার্যকর করা হয়। তারপরেও বেশ কিছু আবেদন পত্র জমে থাকায় ফের সেই প্রক্রিয়া শুরু হয়েছে। অভিযোগ, সেই প্রক্রিয়াকে প্রভাবিত করতে চাইছিলেন তৃণমূলেরই একাংশ শিক্ষক-নেতারা। সেই নিয়েই গণ্ডগোল। জেলা প্রাথমিক সংসদ সভাপতি গোপাল সাহুও এ দিন বলেন, “বৈঠকে শিক্ষক-শিক্ষিকাদের বদলি নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করছিল শিবরাম ও তাঁর লোকেরা।”

জেলা প্রাথমিক সংসদ সূত্রে খবর, এ দিন বিকেলে সংসদ অফিসে বৈঠক শুরু হয়। উপস্থিত ছিলেন সংসদ সদস্য শিবরাম ভুঁইয়াও। বৈঠকের মাঝেই শিবরামবাবুর সঙ্গে বচসায় জড়ান গোপালবাবু। চিত্‌কার চেঁচামেচিতে শিবরামবাবুর অনুগামী বেশ কিছু তৃণমূলেরই শিক্ষক-নেতা সংসদ সভাপতির ঘরে ঢুকে পড়লে উত্তেজনার পারদ আরও চড়ে। সেই সময়েই শিবরামবাবু গোপালবাবুকে হেনস্থা করেন বলে অভিযোগ। জেলা প্রাথমিক সংসদ সভাপতি তথা তৃণমূল শিক্ষা সেলের পূর্ব মেদিনীপুর জেলা সভাপতি গোপালবাবুর অভিযোগ, “অকথ্য গালিগালাজ করতে করতে শিবরাম ও তাঁর লোকেরা আমার হাত টেনে ধরে চেয়ার থেকে তোলার চেষ্টা করে।” বৈঠকের মধ্যেই এমন হেনস্থা ঘটনায় ক্ষুব্ধ গোপালবাবু। তিনি গোটা ঘটনা তমলুকের তৃণমূল সাংসদ শুভেন্দু অধিকারীকে জানিয়েছেন। বৃহস্পতিবার রাতে তিনি তমলুক থানায় অভিযোগ দায়ের করেছেন।

বুধবারই প্রাথমিক শিক্ষক সংগঠনের পাঁশকুড়া উত্তর চক্রের সভাপতি কিশোর পাহাড়কে মারধরের অভিযোগ উঠেছিল শিবরাম ভুঁইয়ার বিরুদ্ধে। কিশোরবাবুর অভিযোগ, “সংসদ অফিসে গেলে শিবরাম ও তাঁর সঙ্গীরা আমাকে টেনে হিঁচড়ে সংসদ অফিসের বাইরে নিয়ে আসে। অফিসের সামনেই ঠেলে ফেলে দিয়ে কিল, ঘুষি মারে।”

যাঁর বিরুদ্ধে যাবতীয় অভিযোগ, সেই শিবরাম ভুঁইয়া বলেন, “বৈঠকে এ দিন সদস্য হিসাবে উপস্থিত ছিলাম মাত্র। মারধর, হেনস্থার অভিযোগ মিথ্যে।” হেনস্থার প্রসঙ্গে শিবরামের দাবি, “দুর্নীতির জন্য শিক্ষক সংগঠন থেকে কিশোরবাবুকে বাদ দেওয়া হয়েছে। সেই ক্ষোভেই তিনি এ ভাবে অপপ্রচারে নেমেছেন।” তৃণমূল শিক্ষা সেলের জেলা সভাপতি গোপাল সাউয়ের পাল্টা অভিযোগ, “কিশোরবাবু পাঁশকুড়া উত্তর চক্রের সভাপতি পদে রয়েছেন। শিবরামবাবুর সব দাবি মিথ্যে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

tamluk transfer of teachers agitation
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE