Advertisement
E-Paper

শেষ প্রচারে ধার বাড়াচ্ছে সব দল

শহরের অলি-গলি থেকে প্রত্যন্ত গাঁ-গঞ্জের মেঠো পথ। শেষ বেলার প্রচারে সর্বত্রই চষে বেড়াচ্ছেন রাজনৈতিক দলের প্রার্থীরা। আজ, শনিবার সকাল ১০টায় ঘাটাল শহরের কুশপাতা সংলগ্ন বেলপুকুরে ঘাটাল লোকসভার বিজেপি প্রার্থী মহম্মদ আলমের সমর্থনে জনসভা করবেন বাবুল সুপ্রিয়। হেলিকপ্টারে বাবুল আসবেন। শুক্রবার হেলিপ্যাড তৈরিতেও এ দিন ব্যস্ততা ছিল যথেষ্টই।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১০ মে ২০১৪ ০২:১০
প্রচারে শুভেন্দু অধিকারী। —নিজস্ব চিত্র।

প্রচারে শুভেন্দু অধিকারী। —নিজস্ব চিত্র।

শহরের অলি-গলি থেকে প্রত্যন্ত গাঁ-গঞ্জের মেঠো পথ। শেষ বেলার প্রচারে সর্বত্রই চষে বেড়াচ্ছেন রাজনৈতিক দলের প্রার্থীরা।

আজ, শনিবার সকাল ১০টায় ঘাটাল শহরের কুশপাতা সংলগ্ন বেলপুকুরে ঘাটাল লোকসভার বিজেপি প্রার্থী মহম্মদ আলমের সমর্থনে জনসভা করবেন বাবুল সুপ্রিয়। হেলিকপ্টারে বাবুল আসবেন। শুক্রবার হেলিপ্যাড তৈরিতেও এ দিন ব্যস্ততা ছিল যথেষ্টই।

শুক্রবার সকালে থেকে সবংয়ে প্রচার করেন ঘাটালের তৃণমূল প্রার্থী দেব। বাড়ি বাড়ি প্রচার করেন কংগ্রেস প্রার্থী মানস ভুঁইয়াও। বাম প্রার্থী সন্তোষ রাণাও বিভিন্ন এলাকায় প্রচার করেন। কংগ্রেসের জগন্নাথ গোস্বামী-সহ কংগ্রেস কর্মী ও নেতৃত্বরা দলীয় প্রার্থী মানস ভুঁইয়ার সমর্থনে পাড়া বৈঠক এবং বাড়ি বাড়ি প্রচার করেন।

বৃহস্পতিবার থেকেই ঘাটালে কেন্দ্রীয় বাহিনী ঢুকতে শুরু করেছে। পুলিশ ও প্রশাসন সূত্রে খবর, ভোটের সময় কড়া নিরাপত্তা বজায় রাখতে শুধু ঘাটালেই ছয় কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এবং প্রায় চারশো রাজ্য পুলিশ মোতায়েন করা হয়েছে। এ দিন সকাল থেকে ঘাটালে কেন্দ্রীয় বাহিনীর টহলের পাশাপাশি তল্লাশিও চলেছে।

শুক্রবার সবংয়ে দশটি পথসভা করেন দেব। খেপাল থেকে দেবের পথসভা শুরু হয়। এর পর লোকপীঠ, কপাললোচনঘাট, বরসাহ রা, খড়িকা, আদাসীমলা, দশগ্রাম, দণ্ডরা, খেলনা হয়ে পথসভা শেষ হয় দেভোগে। পথসভায় দেব বলেন, “সম্মান জানিয়ে বলছি, আপনাদের আগের সাংসদ এলাকায় যতবার এসেছেন তার থেকে বেশিবার আমাকে পাবেন। উনি যে কাজ করেছেন ওঁর চেয়ে বেশি কাজ করে দেখাব।” জয় নিয়েও প্রত্যয়ী তৃণমূলের তারকা প্রার্থী” দেবের কথায়, “আপনারা আমাকে দেব হতে সাহায্য করেছেন, আশা করব আপনারাই আমাকে সাংসদ হতেও সাহায্য করবেন। কোনও দিন ভাবিনি এরকম মঞ্চে উঠে বক্তব্য রাখব, রাজনীতি করব। সিনেমায় অভিনয় করে জীবন কাটিয়ে দেব ভেবেছিলা।”

আগামীকাল ভোটপ্রচারের শেষ দিন। হেভিওয়েট নেতা থেকে তারকাদের এনে প্রচার করায় ভোটের শেষ বেলার প্রচার জমে উঠেছে পূর্ব মেদিনীপুরের তমলুক ও কাঁথি লোকসভা কেন্দ্রের ভোট যুদ্ধ। তারকাদের প্রচারে এনে তৃণমূল, সিপিএম, বিজেপি সব পক্ষই সাধারণ মানুষের সমর্থন পেতে চাইছে।

আজ শনিবার তমলুক লোকসভার সিপিএম প্রার্থী ইব্রাহিম আলির সমর্থনে রোড-শোয়ে উপস্তিত থাকবেন সিপিএম রাজ্য সম্পাদক বিমান বসু, সিপিআই রাজ্য সম্পাদক মঞ্জুকুমার মজুমদার-সহ রাজ্য বামফ্রন্ট নেতৃত্ব। এছাড়াও সেখানে উপস্থিত থাকছেন অভিনেতা সব্যসাচী চক্রবর্তী, বিপ্লব চট্টোপাধ্যায়, বাদশা মৈত্র প্রমখ। তমলুক লোকসভার বিজেপি প্রার্থী বাদশা আলমের সমর্থনে শনিবার সকালে তমলুকের কাকগেছিয়ায় জনসভা করতে আসছেন আসানসোল লোকসভা কেন্দ্রের তারকা প্রার্থী বাবুল সুপ্রিয়।

election compaign subhendu
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy