গত সোমবার কাঁসাই নদীর চরে বালি খুঁড়ে উদ্ধার হয় পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুরের এক যুবকের দেহ। শিশির মল্লিক নামে ওই যুবক কয়েক দিন ধরে নিখোঁজ ছিলেন। এই ঘটনায় এক মহিলাকে আটক করল কেশপুর থানার পুলিশ। তিনি ওই যুবকের প্রেমিকা বলে পুলিশ সূত্রে খবর।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দিন কয়েক আগে পশ্চিম মেদিনীপুরের কেশপুর ব্লকের এনায়েতপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বিশ্বনাথপুর এলাকায় একটি মহিলা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। গত ২৩ ডিসেম্বর সেই টুর্নামেন্ট দেখতে গিয়ে নিখোঁজ হয়ে যান মীরপুর গ্রামের যুবক শিশির। থানায় নিখোঁজ ডায়েরি করা হয় পরিবারের তরফে।
আরও পড়ুন:
গত তিন দিন আগে কাঁসাই নদীতে স্থানীয়েরা মাছ ধরার জন্য জাল ফেললে, সেই জালে উঠে আসে শিশিরের সাইকেল। তার পরেই রহস্য আরও বাড়ে। সোমবার দুপুরে পশ্চিম মেদিনীপুরের ডেবরা-কেশপুর সীমান্তে, মীরপুর সংলগ্ন এলাকায় কাঁসাই নদীর চরে দু'টি কুকুরকে বালিতে আঁচড় দিতে দেখা যায়। এর পর স্থানীয়দের সন্দেহ হয়। তাঁরা সঙ্গে সঙ্গেই কেশপুর থানায় খবর দেন। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে বালি খুঁড়ে মৃতদেহ উদ্ধার করে। ওই মৃতদেহ নিখোঁজ শিশিরের বলে শনাক্ত করেন পরিবারের সদস্যেরা। মৃতের দাদা বাহাদুর মল্লিক বলেন, “দোষীদের কড়া শাস্তির দাবি জানাচ্ছি।”
স্থানীয়দের অভিযোগ, কেউ বা কারা শিশিরকে মেরে বালিতে পুঁতে দিয়েছে। তাঁদের দাবি, নিখোঁজ হওয়ার আগে শেষ বার তাঁকে এক মহিলার সঙ্গে দেখতে পেয়েছিলেন তাঁরা। এই ঘটনায় আপাতত এক মহিলাকে আটক করেছে পুলিশ।